Samakal:
2025-05-01@13:49:55 GMT

স্মার্ট ইমেজ স্ট্যাবিলাইজেশন

Published: 15th, March 2025 GMT

স্মার্ট ইমেজ স্ট্যাবিলাইজেশন

বাংলাদেশে ডিভাইস খাতে ‘এক্স নাইন সি’ মডেলের নতুন স্মার্টফোন নিয়ে আসছে প্রযুক্তি ব্র্যান্ড অনার। আনব্রেকেবল এআই স্মার্টফোন– বার্তায় বিশেষ ব্যাটারি সক্ষমতায় ইতোমধ্যে মডেলের প্রি-বুকিং ঘোষণা করেছে বৈশ্বিক নির্মাতা ব্র্যান্ড।
৬ হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ার আলট্রা-লার্জ সিলিকন-কার্বন প্রযুক্তির ব্যাটারি। পূর্ণ চার্জে ৪৮ ঘণ্টা মিউজিক স্ট্রিমিং ও ২৫ ঘণ্টার বেশি অনলাইন ভিডিও দেখা যাবে। চার্জ হবে ৬৬ ওয়াট গতিতে। মাত্র ৪২ মিনিটে শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হবে। মাত্র ৫ মিনিট চার্জেই পাওয়া যাবে বাড়তি সাত ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ।
নির্মাতারা জানান, নতুন প্রজন্মের অ্যান্টি-ড্রপ ডিসপ্লে। ফলে দুই মিটার উচ্চতা থেকে পড়লেও ফোনের ক্ষতি হবে না। আলট্রা-টেম্পারড গ্লাস ও রেজিস্ট্যান্স শিল্ড ফোনের ডিসপ্লেকে সুরক্ষিত রাখবে। চার কোনাকে সুরক্ষিত করবে বেজিয়ার কার্ভ ডিজাইন। রয়েছে ৬.

৭৮ ইঞ্চির আই-কমফোর্ট ওএলইডি ডিসপ্লে। রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
১০৮ মেগাপিক্সেলের আলট্রা-সেন্সিং ক্যামেরা, যা নিশ্চিত করবে ১/১.৬৭ ইঞ্চি লার্জ সেন্সর। ক্যামেরাটি ওআইএস (অপ্টিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) ফিচার চলমান অবস্থায় ঝাঁকুনি ও অস্পষ্টতা কমিয়ে সুস্পষ্ট ও নিখুঁত ছবি ধারণে সহায়ক হবে। অ্যান্ড্রয়েড ১৪ সংস্করণের ওপর ভিত্তি করে ব্র্যান্ডের নিজস্ব ম্যাজিক (ওএস) ৮.০ সংস্করণের অপারেটিং সিস্টেম সমর্থিন করবে। রঙের বৈচিত্র্য দেবে টাইটেনিয়াম ব্ল্যাক, টাইটেনিয়াম পার্পল ও জেইড সায়ান। আগ্রহীরা প্রি-বুকিং করলে পাবেন বিশেষ সুবিধা। বিক্রয়োত্তর পরিষেবা দুই বছর।
 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।

বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।

বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ