গত ১৯ ফেব্রুয়ারি আইফোন ১৬ সিরিজের নতুন মডেল ‘আইফোন ১৬ই’ আনার ঘোষণা দেয় অ্যাপল। এরপর ২৮ ফেব্রুয়ারি থেকে নতুন মডেলের আইফোনটির বিক্রি কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। কিন্তু বাজারে আসার ১৫ দিনের মধ্যেই আইফোন ১৬ই নিয়ে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবহারকারীদের অভিযোগ, আইফোন ১৬ই মডেলে থাকা ব্লুটুথ প্রযুক্তি ঠিকমতো কাজ করছে না। ব্লুটুথ সংযোগজনিত এ সমস্যার কারণে গান শোনার সময় হঠাৎই এয়ারপডের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।

আইফোন ১৬ই মডেলে থাকা ব্লুটুথ সংযোগজনিত সমস্যা নিয়ে বিভিন্ন প্রযুক্তি ফোরাম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, একাধিক ব্লুটুথ ডিভাইস যুক্ত থাকলে আইফোন ১৬ই মডেলের ব্লুটুথ প্রযুক্তি কাজ করছে না। বিশেষ করে অ্যাপল ওয়াচ ও এয়ারপড একসঙ্গে ব্যবহারের সময় এ সমস্যা বেশি হচ্ছে।

আরও পড়ুননতুন আইফোনের ঘোষণা দিল অ্যাপল, দাম কত২০ ফেব্রুয়ারি ২০২৫

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’-এ একজন ব্যবহারকারী জানিয়েছেন, আইফোন ১৬ই মডেলে ফিটবিট ব্যান্ড যুক্ত থাকলে ব্লুটুথ অডিওতে সমস্যা হচ্ছে। ব্যাকগ্রাউন্ড থেকে ফিটবিট অ্যাপ বন্ধ করেও সমস্যার সমাধান হয়নি। তবে আইফোন থেকে ফিটবিট ব্যান্ডটি আনপেয়ার করার পর সমস্যা দূর হয়েছে। অন্যদিকে বেশ কয়েকজন ওউরা স্মার্ট রিং ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাদের আইফোনেও একই ধরনের সমস্যা হচ্ছে। তবে ব্যাকগ্রাউন্ড থেকে ওউরা অ্যাপ বন্ধ করলে সমস্যা কিছুটা কম হয়।

আরও পড়ুনআইফোন চার্জ করার সময় স্পর্শ করলেই ইলেকট্রিক শক করছে, অভিযোগ একাধিক ব্যবহারকারীর১৪ জানুয়ারি ২০২৫

প্রযুক্তিপণ্য বাজারে আসার পর অনেক সময় কিছু ত্রুটি ধরা পড়ে, যা পরবর্তী সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে ঠিক করা হয়। তবে আইফোন ১৬ই মডেলে থাকা সমস্যাটি সফটওয়্যার না হার্ডওয়্যারজনিত তা জানা যায়নি। অ্যাপলও এখন পর্যন্ত এ সমস্যার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র: বিজিআর

আরও পড়ুনআইওএসের নতুন সংস্করণেও দ্রুত শেষ হয়ে যাচ্ছে আইফোনের ব্যাটারি০১ নভেম্বর ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র সমস য

এছাড়াও পড়ুন:

কুষ্টিয়ায় এবার ২৫০টি মন্দিরে দুর্গাপূজা, বেড়েছে ২২টি মন্ডপ

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কুষ্টিয়ার মন্ডপগুলোতে চলছে নানা প্রস্ততি। তাই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও আয়োজকেরা। গত বছরের তুলনায় এ বছর জেলায় বেড়েছে ২২টি পূজা মন্ডপ। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। জেলায় ২৫০টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে, কোথাও চলছে প্রতিমা তৈরির কাজ। আবার কোথাও শুরু হয়েছে রঙের কাজ। আপন মনে প্রতিমাগুলো ফুটিয়ে তুলছেন শিল্পীরা। এখন শেষ সময়ের পূজার প্রস্ততি নিচ্ছেন আয়োজকেরা। দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে বইছে উৎসবের আমেজ। প্রতিমা শিল্পীরা ৫টি থেকে ১০টি পর্যন্ত প্রতিমা তৈরি করেছেন।

প্রতিমা শিল্পী কুমারেশ দাস ও মৃত্যুঞ্জয় কুমার পাল জানান, শেষ সময়ে প্রতিমা শিল্পীদের বেশ বেগ পেতে হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবারে চাহিদাও বেশি।

এদিকে সকলের সহযোগিতায় অনাড়ম্বরভাবে দুর্গোৎসব পালন করতে চান আয়োজকরা।

হরিবাসর সার্বজনীন পূজা মন্দিরের উপদেষ্টা বিপ্রজিৎ বিশ্বাস বলেন, “আশা করছি প্রতিবছরের মতো এবছরও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রশাসনের সহযোগিতা ও আশ্বাসে আমরা আমাদের পূজার কার্যক্রম এগিয়ে নিচ্ছি।”

মিলপাড়া সাবর্জনীন পূজা মন্দিরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাপ্পী বাগচী বলেন, “প্রত্যেক ধর্মকে সন্মান জানানো প্রত্যেকটি মানুষের দায়িত্ব ও কর্তব্য। আমাদের উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এলাকার সকলেই আমাদের পাশে থাকেন। আশাকরি এবারও তার ব্যত্যয় হবে না।”

কুষ্টিয়া মহাশ্মশান মন্দিরের পুরোহিত পলাশ চক্রবর্ত্তী বলেন, “আগামী ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা হবে। এরপর ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী এবং ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয়া দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। এবার পৃথিবীতে দশভূজার আগমন হবে হাতিতে চড়ে আর কৈলাশে ফিরবেন দোলায়।”

জেলা পূজা উদযাপন পরিষদের সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার ৬ উপজেলায় ২৫০ মন্দিরে শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ৮১টি, খোকসা উপজেলায় ৫৯টি, কুমারখালী উপজেলায় ৫৯টি, মিরপুর উপজেলায় ২৮টি, ভেড়ামারা উপজেলায় ১১টি ও দৌলতপুর উপজেলায় ১২টি মন্ডবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এছাড়া এ বছর গত বছরের তুলনায় ২২টি মন্ডপে পূজা বেড়েছে।

কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস বলেন, “গত বছরের তুলনায় এ বছর ২২টি পূজা বেশি হচ্ছে। আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনের সাথে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বৈঠক হয়েছে। এছাড়া ১৯টি ঝুঁকিপূর্ণ মন্ডপের তালিকা প্রশাসনকে দেওয়া হয়েছে।”

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, “প্রতিটা পূজা মন্দিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পূজা মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ পুলিশ ও আনসার মোতায়েন করা হবে।”

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, যার যার ধর্মীয় উৎসব স্বাধীনভাবে ও উৎসব মুখর পরিবেশে পালন করা তাদের অধিকার। কোন প্রোপাগান্ডা ও গুজবে কান দেওয়া যাবে না। বর্তমান সরকারের মবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। মব সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/কাঞ্চন/এস

সম্পর্কিত নিবন্ধ