গত ১৯ ফেব্রুয়ারি আইফোন ১৬ সিরিজের নতুন মডেল ‘আইফোন ১৬ই’ আনার ঘোষণা দেয় অ্যাপল। এরপর ২৮ ফেব্রুয়ারি থেকে নতুন মডেলের আইফোনটির বিক্রি কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। কিন্তু বাজারে আসার ১৫ দিনের মধ্যেই আইফোন ১৬ই নিয়ে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবহারকারীদের অভিযোগ, আইফোন ১৬ই মডেলে থাকা ব্লুটুথ প্রযুক্তি ঠিকমতো কাজ করছে না। ব্লুটুথ সংযোগজনিত এ সমস্যার কারণে গান শোনার সময় হঠাৎই এয়ারপডের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।

আইফোন ১৬ই মডেলে থাকা ব্লুটুথ সংযোগজনিত সমস্যা নিয়ে বিভিন্ন প্রযুক্তি ফোরাম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, একাধিক ব্লুটুথ ডিভাইস যুক্ত থাকলে আইফোন ১৬ই মডেলের ব্লুটুথ প্রযুক্তি কাজ করছে না। বিশেষ করে অ্যাপল ওয়াচ ও এয়ারপড একসঙ্গে ব্যবহারের সময় এ সমস্যা বেশি হচ্ছে।

আরও পড়ুননতুন আইফোনের ঘোষণা দিল অ্যাপল, দাম কত২০ ফেব্রুয়ারি ২০২৫

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’-এ একজন ব্যবহারকারী জানিয়েছেন, আইফোন ১৬ই মডেলে ফিটবিট ব্যান্ড যুক্ত থাকলে ব্লুটুথ অডিওতে সমস্যা হচ্ছে। ব্যাকগ্রাউন্ড থেকে ফিটবিট অ্যাপ বন্ধ করেও সমস্যার সমাধান হয়নি। তবে আইফোন থেকে ফিটবিট ব্যান্ডটি আনপেয়ার করার পর সমস্যা দূর হয়েছে। অন্যদিকে বেশ কয়েকজন ওউরা স্মার্ট রিং ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাদের আইফোনেও একই ধরনের সমস্যা হচ্ছে। তবে ব্যাকগ্রাউন্ড থেকে ওউরা অ্যাপ বন্ধ করলে সমস্যা কিছুটা কম হয়।

আরও পড়ুনআইফোন চার্জ করার সময় স্পর্শ করলেই ইলেকট্রিক শক করছে, অভিযোগ একাধিক ব্যবহারকারীর১৪ জানুয়ারি ২০২৫

প্রযুক্তিপণ্য বাজারে আসার পর অনেক সময় কিছু ত্রুটি ধরা পড়ে, যা পরবর্তী সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে ঠিক করা হয়। তবে আইফোন ১৬ই মডেলে থাকা সমস্যাটি সফটওয়্যার না হার্ডওয়্যারজনিত তা জানা যায়নি। অ্যাপলও এখন পর্যন্ত এ সমস্যার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র: বিজিআর

আরও পড়ুনআইওএসের নতুন সংস্করণেও দ্রুত শেষ হয়ে যাচ্ছে আইফোনের ব্যাটারি০১ নভেম্বর ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র সমস য

এছাড়াও পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন হুম্মাম কাদের চৌধুরী

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে এবং গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে হুম্মাম কাদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসি দেওয়া হয় সালাউদ্দিন কাদের চৌধুরীকে। পরবর্তীতে গুম করা হয় তার পুত্র হুম্মাম কাদের চৌধুরীকে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া আসনে একাধিকবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী। এই আসন থেকে নির্বাচিত হয়ে তিনি মন্ত্রীর দায়িত্বও পালন করেন। গত ১৫ বছর এই আসনে সাংসদ ছিলেন আওয়ামী লীগের ড. হাসান মাহমুদ।

ঢাকা/রেজাউল/এস

সম্পর্কিত নিবন্ধ