ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ মারা গেছেন। ইউজিসি জানিয়েছে, কাজী শহীদুল্লাহ আজ বুধবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় তাঁর মেয়ের বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছিলেন।

কাজী শহীদুল্লাহ স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ ও সদস্যসহ কর্মকর্তারা।

ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজী শহীদুল্লাহ ২০১৯ সালের ২৬ মে প্রথম মেয়াদে ইউজিসির চেয়ারমানের দায়িত্ব গ্রহণ করেন। এরপর ২০২৩ মে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। তবে ২০২৪ সালের ১১ আগস্ট ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন তিনি।

কাজী কাজী শহীদুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের এই সাবেক শিক্ষক বিভাগের প্রধান, কলা অনুষদের ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য ছিলেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউজ স

এছাড়াও পড়ুন:

এদের কোনো দিন শিক্ষা হবে না

আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ