চাঁদা না দেওয়ায় চট্টগ্রামের রাউজানের বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট হোসাইনিয়া জামিউল উলুম মাদ্রাসার পুকুর খননের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা বিএনপির কর্মী বলে দাবি করেছেন স্থানীয় লোকজন।

এ ঘটনার প্রতিকার চেয়ে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করে আজ বুধবার বিকেলে স্থানীয় লাম্বুরহাট বাজারে মানববন্ধন করেছেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। মানববন্ধনে এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষক–শিক্ষার্থীরাও অংশ নেন। তাঁরা চাঁদাবাজির ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চান।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় খননকাজে নিয়োজিত এক্সকাভেটরের (খননযন্ত্র) চালককে মারধর করে গাড়ির চাবি ছিনিয়ে নেয় অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি। এ সময় উত্তেজিত লোকজন মুহাম্মদ এনাম (৩৫) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় রাতে মামলা দায়ের হলে পুলিশ মুহাম্মদ রাকিব (২৭) নামের আরও একজনকে গ্রেপ্তার করে।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, লাম্বুরহাট হোসাইনিয়া জামিউল উলুম মাদ্রাসা ও এতিমখানার পুকুর সংস্কার এবং কবরস্থানের মাটি ভরাটের কাজ চলছে কয়েক দিন ধরে। কাজ শুরুর পর এলাকার কয়েক ব্যক্তি এসে তাঁদের দিয়ে খননকাজ না করানোর ব্যাখ্যা চান মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে। একপর্যায়ে মঙ্গলবার রাতে ৮ থেকে ১০ জন সশস্ত্র ব্যক্তি এসে খননকাজ বন্ধ করে দেয়। এ সময় তারা খননযন্ত্রের চালককে মারধর করে চাবি ছিনিয়ে নেয়। পরে উত্তেজিত লোকজন মুহাম্মদ এনাম নামের একজনকে আটক করে পুলিশে দেন। এ ঘটনায় ওই রাতেই মাদ্রাসা কর্তৃপক্ষ চাঁদাবাজি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে থানায় মামলা করে।

লাম্বুরহাট হোসাইনিয়া জামিউল উলুম মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রিদোয়ানুল হক প্রথম আলোকে বলেন, মাদ্রাসার পুকুরে খননকাজ করতে গেলে কিছু লোক এসে অস্ত্র দেখিয়ে চাঁদা দাবি করে। প্রথমে ২০ হাজার, পরে আবার পরে ৫০ হাজার টাকা দাবি করেন তাঁরা। তিনি বলেন, মঙ্গলবার মাদ্রাসায় হামলা করা ব্যক্তিদের হাতে অস্ত্র ছিল।

মাদ্রাসায় চাঁদা দাবি করা ব্যক্তিরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি স্থানীয় লোকজনের। এ ব্যাপারে বাগোয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং ওই ইউপির সাবেক চেয়ারম্যান কাজী মুহাম্মদ আবুল বশর প্রথম আলোকে বলেন, যাঁদের নামে ওই মাদ্রাসায় সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ এসেছে, তাঁরা ইউনিয়ন বিএনপি কিংবা অঙ্গসংগঠনের কেউ নন। তাঁরা দলের কোনো পদে নেই।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, চাঁদাবাজির মামলা পেয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম হ ম মদ খননক জ ল কজন ব এনপ প রথম

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে মাদ্রাসায় কমিটি গঠনের বিরুদ্ধে মানববন্ধন

সোনারগাঁয়ে বারদী ইউনিয়নের  বারদী নেছারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় অবৈধ ও নির্বাচন ছাড়া কমিটি গঠনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে উক্ত মাদ্রাসার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, চারবারের ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক আব্দুর রাজ্জাক, মো. জসিম উদ্দিন ও জাহাঙ্গীর হোসেনসহ মাদ্রাসার শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।

এসময় ম্যানেজিং কমিটির সাবেক চারবারের সদস্য আব্দুর রাজ্জাক ও উপস্থিত শিক্ষার্থীরা বলেন, অবিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াই মাদ্রাসার অধ্যক্ষ মো. মহিউদ্দিন আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কমিটি গঠন করেছে যাহা আগামী ২ আগষ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়ার কথা রয়েছে।

এসময় মাদ্রাসার গঠনতন্ত্র পরিপন্থী ও অগণতান্ত্রিক কমিটি ভেঙে দিয়ে পূনরায় সঠিকভাবে কমিটি করে ঘোষণা দেয়ার জন্য জোর দাবী জানান মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ।

নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রসার একাধিক শিক্ষক জানান, অধ্যক্ষের বিরুদ্ধে আমরা কোন কথা বলতে পারিনা। কমিটির বিষয়ে উনি নিজে নিজেই সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আমরা কিছু বলতে গেলে আমাদের চাকরির হুমকি দেন।

মাদ্রাসার অধ্যক্ষ মো. মহিউদ্দিন বলেন, আমি সবাইকে জানিয়েই কমিটি করেছি, মনগড়া কমিটি করা হয়নি। আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে কমিটি করেছেন জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, আমি এখন অফিসিয়াল কাজে বোর্ড অফিসে ব্যস্ত রয়েছি, এবিষয়ে মাদ্রাসায় গিয়ে পরে কথা বলবো।
 

সম্পর্কিত নিবন্ধ

  • অনশনের পর ডিবি কার্যালয় থেকে ছাড়া পেলেন ছয় সমন্বয়ক
  • জকসুর পথরেখা ও সম্পূরক বৃত্তির দাবিতে জবি শিক্ষার্থীদের আলটিমেটাম
  • জকসুর রোডম্যাপ ও সম্পূরক বৃত্তি দাবি শিক্ষার্থীদের
  • সোনারগাঁয়ে মাদ্রাসায় কমিটি গঠনের বিরুদ্ধে মানববন্ধন
  • রূপগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
  • আরো একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র, আশঙ্কাজনক ৩
  • অবকাঠামো উন্নয়নের দাবিতে ববিতে মানববন্ধন
  • সিজু নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে মোহাম্মদপুরে মিছিল-সমাবেশ
  • নেত্রকোনায় বাবরকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন