রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কথা কোরআনেই বিবৃত হয়েছে (সুরা বাকারা, আয়াত: ১৮৭)। কিন্তু কেন রমজানকে কোরআন নাজিলের জন্য বেছে নেওয়া হলো, তার প্রকৃত কারণ আল্লাহ ছাড়া আর কে জানবেন? তবে কোরআনের বিভিন্ন আয়াত, হাদিসের ভাষ্য এবং সময়ের সাক্ষ্য থেকে বোঝা যায় বিশেষত তিনটি কারণে রমজানে কোরআন নাজিল করা হয়েছে।
১. রমজান আসমানি গ্রন্থ নাজিলের মাস
রমজানে আসমানি গ্রন্থ নাজিল করা আল্লাহ তায়ালার সাধারণ একটি রীতি এবং সে-অনুসারে রমজানেই পূর্বেকার আসমানি গ্রন্থ নাজিল করেছেন। কোরআন নাজিল সেই রীতির একটি ধারাবাহিকতা। যেমন: রাসুল (সা.
২. রমজান ও কোরআনের অভিন্ন উদ্দেশ্য
রমজান ও কোরআন উভয়ের উদ্দেশ্য এক, তা হলো তাকওয়া অর্জন। কোরআনে এসেছে, ‘তোমাদের ওপর রোজা ফরজ করা হলো, যাতে তোমরা মুত্তাকি হতে পার।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৩)
আবার কোরআন যদিও সমগ্র মানবজাতির জন্য, তবে প্রকৃত উপকার পাবে শুধু মুত্তাকিরা। আল্লাহ তাআলা বলেন, ‘এটি আল্লাহর কিতাব। এতে কোনও সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হিদায়াত।’ (সুরা বাকারা, আয়াত: ২)
৩. কোরআন সংরক্ষণ
রমজান মাস হলো কোরআন সংরক্ষণের মাস। যদিও কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহর হাতে। যেমন তিনি বলেছেন, আমি এ উপদেশ গ্রন্থ অবতারণ করেছি এবং আমিই এর সংরক্ষক (সুরা হিজর, আয়াত: ৯)। কিন্তু মানুষ পৃথিবীতে তার প্রতিনিধি এবং মানুষের জন্য তিনি দিয়েছেন রমজান ও কোরআন। রাসুলের (সা.) জীবন থেকে দেখি রমজান মাসকে তিনি কোরআন অনুশীলনের জন্য বিশেষভাবে বেছে নিয়েছেন এবং তার সাহাবি ও পরবর্তী অনুসারীরাও করেছেন। কোরআনে সেই সকল মহান ব্যক্তিদের উল্লেখ করে বলা হয়েছে, ‘এটা সংরক্ষণ ও পাঠ করার দায়িত্ব আমার। যখন আমি তা পাঠ করি, তখন তুমি সে পাঠের অনুসরণ কর। আর তা ব্যাখ্যা করার দায়িত্ব আমারই। (সুরা কিয়ামাহ, আয়াত: ১৭-১৮)
পাশাপাশি তিনি রমজানে রোজা ফরজ করে তার সঙ্গে তারাবি’র মতো এমন একটি ইবাদত জুড়ে দিয়েছেন, যা বর্তমান বাস্তবতায় হাফেজদের কোরআন চর্চার জন্য এক সুবর্ণ সুযোগ। এভাবে বিশ্বজুড়ে হাফেজদের ঐক্যবদ্ধ অনুশীলন প্রমাণ করে রমজান ছাড়া তাদের জন্য কোরআন হেফাজত করা যারপরনাই কষ্টসাধ্য হয়ে পড়ত।
আরও পড়ুনরোজার শেষ দশ দিনে করণীয়৩১ মার্চ ২০২৪উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক রআন ন জ ল রমজ ন ম স ন জ ল হয় ও ক রআন র জন য আল ল হ
এছাড়াও পড়ুন:
অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন।
আরো পড়ুন:
মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?
আমি খুব কেঁদেছিলাম: মোহিনী
অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।
ঢাকা/শান্ত