কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২৩ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত ২১ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ঈদের ছুটিকালীন সময়ের জন্য পাঁচটি নির্দেশনা প্রদান করেছে প্রক্টরিয়াল বডি। 

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.

মোঃ  আবদুল হাকিম স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। 

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ছুটি চলাকালে বহিরাগত কোনো মোটরসাইকেল/গাড়ি/যানবাহন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না; বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য শিক্ষার্থীদের আইডি কার্ড প্রদর্শন করতে হবে; ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ।

আরো পড়ুন:

মামলা থাকায় কুবির ডেপুটি রেজিস্ট্রারকে সাময়িক বরখাস্ত

গাজায় হামলার প্রতিবাদে ইবি ও কুবিতে বিক্ষোভ

বাকি নির্দেশনাগুলো হলো- প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনে শিক্ষার্থীদের প্রবেশ নিষেধ, তবে বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগের সভাপতির অনুমতি সাপেক্ষে এন্ট্রি খাতায় স্বাক্ষর করে প্রবেশ করা যেতে পারে; ছাত্রী হলসমূহের গেট সন্ধ্যা ৭টায় বন্ধ হবে, অতি প্রয়োজনে হল প্রাধ্যক্ষের অনুমোদনক্রমে প্রবেশ ও বাহির হতে পারবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আবদুল হাকিম বলেন, “আমাদের অফিসিয়াল বন্ধ ২৬ তারিখ থেকে। এটা আমরা আমাদের প্রক্টরিয়াল বডি থেকে দিয়েছি। গতকাল (বুধবার) মিটিং হয়েছে এবং তা থেকে এই নির্দেশনা দিয়েছি।”

ঢাকা/এমদাদুল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রব শ

এছাড়াও পড়ুন:

জাকসু নির্বাচনের তপশিল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে তপশিল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, জাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৩১ জুলাই। 

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ