২১ দিনের ছুটি চলাকলে কুবি প্রক্টরের ৫ নির্দেশনা
Published: 20th, March 2025 GMT
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২৩ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত ২১ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ঈদের ছুটিকালীন সময়ের জন্য পাঁচটি নির্দেশনা প্রদান করেছে প্রক্টরিয়াল বডি।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.
নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ছুটি চলাকালে বহিরাগত কোনো মোটরসাইকেল/গাড়ি/যানবাহন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না; বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য শিক্ষার্থীদের আইডি কার্ড প্রদর্শন করতে হবে; ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ।
আরো পড়ুন:
মামলা থাকায় কুবির ডেপুটি রেজিস্ট্রারকে সাময়িক বরখাস্ত
গাজায় হামলার প্রতিবাদে ইবি ও কুবিতে বিক্ষোভ
বাকি নির্দেশনাগুলো হলো- প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনে শিক্ষার্থীদের প্রবেশ নিষেধ, তবে বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগের সভাপতির অনুমতি সাপেক্ষে এন্ট্রি খাতায় স্বাক্ষর করে প্রবেশ করা যেতে পারে; ছাত্রী হলসমূহের গেট সন্ধ্যা ৭টায় বন্ধ হবে, অতি প্রয়োজনে হল প্রাধ্যক্ষের অনুমোদনক্রমে প্রবেশ ও বাহির হতে পারবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আবদুল হাকিম বলেন, “আমাদের অফিসিয়াল বন্ধ ২৬ তারিখ থেকে। এটা আমরা আমাদের প্রক্টরিয়াল বডি থেকে দিয়েছি। গতকাল (বুধবার) মিটিং হয়েছে এবং তা থেকে এই নির্দেশনা দিয়েছি।”
ঢাকা/এমদাদুল/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।
বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি