চলছে পবিত্র রমজান মাস। ইতিমধ্যে শুরু হয়েছে ঈদের আমেজ। কেউ ব্যস্ত শপিংয়ে আর কেউ ঈদের মজাদার রেসিপি তৈরির পরিকল্পনায়। সবার ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে আজ রোববার শুরু হয়েছে রেসিপিবিষয়ক অনুষ্ঠান ‘সিঙ্গার–বেকো ঈদের রান্না’। আয়োজনটির সহযোগিতায় রয়েছে প্রথম আলো ডটকম।

১৫ পর্বে নির্মিত অনুষ্ঠানটির প্রতি পর্বে দেখানো হবে একটি করে ঈদের সহজ ও মজাদার রেসিপি। ফুডভ্লগার ও উপস্থাপক নুসরাত ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটির বিভিন্ন পর্বে অতিথি হিসেবে থাকবেন অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী, শবনম ফারিয়া, রুকাইয়া জাহান চমক, চিত্রনায়ক জিয়াউল রোশান এবং তারকা দম্পতি মাসুমা রহমান নাবিলা ও জোবাইদুল হক রিম। রেসিপি তৈরির ফাঁকে গল্প–আড্ডায় উঠে আসবে তারকাদের বর্তমান ব্যস্ততা, সাম্প্রতিক কাজের খোঁজখবর এবং ঈদ উদ্‌যাপনের স্মৃতি।

উপস্থাপক ও তারকারা মিলে রান্না করবেন চিকেন বিরিয়ানি, চিকেন কোরমা, চিকেন শাশলিক, চিংড়ির মালাইকারি, সসেজ পাস্তা, রোজ মিল্ক ফালুদা, পার্সিয়ান সাফরান ফিরনি, কাশ্মীরি পোলাও, নওয়াবি মাটন খিচুড়ি, ক্রিমি বেকড চিকেন পাস্তা, মালাই চিকেন রাইস, কুনাফা, স্পাইসি চিকেন কাবাব, বাসবুসা এবং চিজি পটেটো ওয়েজেস।

আয়োজনে ভিন্নমাত্রা যোগ করতে অনুষ্ঠানে রাখা হয়েছে দর্শকের অংশগ্রহণ। প্রতি পর্ব শেষে থাকবে একটি কুইজ, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রতিদিন ভাগ্যবান একজন বিজয়ী পাবেন সিঙ্গারের পক্ষ থেকে একটি ইলেকট্রিক কেটলি।

‘সিঙ্গার–বেকো ঈদের রান্না’ অনুষ্ঠানটি প্রতিদিন বেলা দুইটায় একযোগে প্রচারিত হবে প্রথম আলো ডটকম এবং প্রথম আলো ও সিঙ্গার বাংলাদেশের ফেসবুক পেজে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

১. বেসিক কম্পিউটার,

২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,

৩. ইন্টারনেট,

৪. গ্রাফিক ডিজাইন,

৫. ফ্রিল্যান্সিং,

৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।

আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,

২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,

৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,

৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে

১. ঢাকা,

২. চট্টগ্রাম,

৩. রাজশাহী,

৪. খুলনা,

৫. বরিশাল,

৬. সিলেট,

৭. দিনাজপুর,

৮. গোপালগঞ্জ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র

১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,

৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,

৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ