কাবাডিতে শ্রীলঙ্কাকে হারাল ছেলেরা, মেয়েরা হারল থাইল্যান্ডের কাছে
Published: 20th, October 2025 GMT
বাহরাইনে যুব এশিয়ান গেমসে তৃতীয় আসরে বাংলাদেশ থেকে কাবাডির পুরুষ ও নারী উভয় দলই প্রতিদ্বন্দ্বিতা করছে। মানামায় আজ নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় পেয়েছে ছেলেরা। তবে ছেলেদের সমান তিন ম্যাচ খেলেও জয় পায়নি মেয়েরা। সবশেষ আজ মেয়েরা থাইল্যান্ডের কাছে ৩৮-৩০ পয়েন্টে হেরেছে।
দিনের আরেক ম্যাচে ছেলেরা শ্রীলঙ্কাকে ৫৩-৪০ পয়েন্টে হারিয়ে পদক জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছে। ‘এ’ গ্রুপে সাত দলের মধ্যে বাংলাদেশের ছেলেদের অবস্থান চতুর্থ। বাংলাদেশের চেয়ে এক ম্যাচ কম খেলা ভারত ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। ছেলেদের আর তিন ম্যাচ বাকি।
ছেলেদের তুলনায় মেয়েদের পদক জেতার সম্ভাবনা বেশি। পাঁচ দলের লড়াইয়ে তিন ম্যাচ খেলে এখনো পয়েন্ট জোগার করতে না পারলেও মেয়েদের সুযোগ শেষ হয়ে যায়নি। চতুর্থ হতে পারলেও ব্রোঞ্জ পাবে তারা। সে জন্য আগামীকাল নিজেদের সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে হবে।
বাংলাদেশ নারী কাবাডি দল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে পাহাড় কাটায় সওজকে ১ কোটি ৩২ লাখ টাকা জরিমানা
পাহাড় কাটার অভিযোগে সড়ক ও জনপথ বিভাগকে ১ কোটি ৩২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সড়ক সম্প্রসারণের জন্য সওজ প্রায় ৩৫ শতক পাহাড় কেটেছে। তদন্ত শেষে আজ বুধবার জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের জ্যেষ্ঠ রসায়নবিদ গোলাম বাশির আহমেদ প্রথম আলোকে জরিমানার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আইন অমান্য করে এবং সরকারি অনুমোদন ছাড়া পাহাড় কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ জরিমানা করা হয়েছে।
সওজের প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহেদ হোসেন দাবি করেন, তাঁরা জনস্বার্থে পাহাড় কেটে সেতু তৈরি করেছেন। তবে পরিবেশ অধিদপ্তর যে পরিমাণ উল্লেখ করেছে, সে পরিমাণ পাহাড় কাটা হয়নি। তারা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, চট্টগ্রামে সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ‘বারাইয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক সম্প্রসারণ (এলওসি-৩)’ প্রকল্পের কাজে ওই পাহাড় কাটা হয়। এ সড়কের ১৭টি এলাকায় পাহাড় কাটা হয়। গত বছরের ১৯ ডিসেম্বর অধিদপ্তরের কর্মকর্তারা গিয়ে পাহাড় কাটার প্রমাণ পান। এক বছরের মাথায় গত ৪ নভেম্বর আরেক দফা তদন্ত করা হয়। দুবার তদন্ত করে মোট ১ লাখ ৩২ হাজার ৫৭০ ঘনফুট বা ৩৪ দশমিক ৯২ শতক পাহাড় কাটার হিসাব বের করা হয়।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আজ সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহেদ হোসেন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দীন চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে শুনানি হয়। এরপর জরিমানা করা হয়।