বাসসের এমডি মাহবুব মোর্শেদসহ তিনজনের বিরুদ্ধে মানহানির মামলা
Published: 23rd, March 2025 GMT
মানহানির অভিযোগে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক (এমডি) মাহবুব মোর্শেদসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক ও কবি আবদুল হাই শিকদার। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আজ রোববার তিনি এ মামলা করেন।
মামলার অপর দুই আসামি হলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম এবং আসাদুজ্জামান আসাদ নামের এক ব্যক্তি। মামলায় আসাদকে আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদারের আইনজীবী আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, আদালত মামলার বিবাদী মাহবুব মোর্শেদসহ তিনজনকে আগামী ২৮ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
এই আইনজীবী আরও বলেন, তাঁর মক্কেল বাংলাদেশের প্রতিষ্ঠিত একজন সাংবাদিক ও কবি। তাঁর সম্পর্কে ফেসবুকে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রকাশ করেছেন বাসসের ব্যবস্থাপনা সম্পাদকসহ তিনজন বিবাদী। আদালত মামলাটি আমলে নিয়ে তিন বিবাদীকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়, গত ১৬ জানুয়ারি মাহবুব মোর্শেদ তাঁর ফেসবুক আইডিতে একটি মনগড়া কবিতা পোস্ট করেন। সেটি আবদুল হাই শিকদারের লেখা বলে আসামিরা দাবি করেন।
মামলায় আরও অভিযোগ করা হয়, আবদুল হাই শিকদারকে নিয়ে মামলার আসামিদের তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, কাল্পনিক, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। ওই কবিতা বিবাদীরা নিজেরা তৈরি করেছে। এগুলো বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হওয়ায় বাদীর সম্মানহানি হয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম হব ব ম র শ দ
এছাড়াও পড়ুন:
মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
আসন্ন কোরবানির ঈদে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৮ এপ্রিল) এ আদেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রিটকারীর আইনজীবীর জহিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২১ এপ্রিল রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুট হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার। রিটের শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট মেরাদিয়ায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন।
আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেছেন, বনশ্রী আবাসিক এলাকা। বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসলে এ হাট পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই এলাকার বাসিন্দারা। এ কারণে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল।
ঢাকা/এম/রফিক