Samakal:
2025-09-18@01:04:54 GMT

ঈদ উইথ মি

Published: 23rd, March 2025 GMT

ঈদ উইথ মি

ঈদুল ফিতর উপলক্ষে রেডমি সিরিজের নতুন দুটি স্মার্টফোন নোট ১৪ প্রো এবং এ ফাইভ মডেল উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড শাওমি। বিশেষ উদ্যোগ ‘সেলিব্রেটিং ঈদ উইথ মি’ আয়োজনে বাংলাদেশের 
জন্য দুটি মডেল উন্মোচনের কথা জানান নির্মাতারা।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ঈদে গ্রাহক দুটি নতুন স্মার্টফোন পাবেন। গ্রাহকের জন্য ‘ঈদ উইথ মি’ উদযাপনে নতুন দুটি মডেলের উন্মোচন করেছি। সময়োপযোগী ফিচার-সমৃদ্ধ মডেল দুটির মাধ্যমে ব্র্যান্ড ভক্তরা ঈদে নিজে বা আত্মীয়ের জন্য উপহার হিসেবে মডেল দুটি নির্বাচন করতে পারবেন। সব সময় দামের হিসাবে গ্রাহকের চাহিদা পূরণে হাইকোয়ালিটির স্মার্টফোন বাজারে আনতে আমরা কাজ করছি। 
তারই ধারাবাহিকতায় রেডমি নোট ১৪ প্রো আর রেডমি এ ফাইভ উদ্ভাবন করা হয়েছে। ক্যামেরা প্রযুক্তি, ইমার্সিভ ডিসপ্লে ও দীর্ঘস্থায়ী ব্যাটারির সঙ্গে দেবে বাড়তি সুবিধা।
মডেল নোট ১৪ প্রো
ডিভাইসে আলট্রা ক্লিয়ার ফটোগ্রাফির জন্য রয়েছে ২০০ মেগাপিক্সেল এআই ক্যামেরা। অন্যদিকে, হাই রেজ্যুলেশন সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৬.

৬৭ ইঞ্চি অ্যামোলেড কার্ভড ডিসপ্লে, রিফ্রেশ রেট ১২০ হার্টজ, যা স্মুথ স্ক্রলিং ও ভিজ্যুয়াল লুকে স্বস্তি দেবে। প্রসেসরে রয়েছে মিডিয়াটেকের হেলিও জি-১০০ আলট্রা চিপসেট। মাল্টিটাস্কিং, গেমিং ও স্ট্রিমিংকে করবে উপভোগ্য। ব্যাটারি ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ার। ৪৫ ওয়াটের টার্বো চার্জিং প্রযুক্তি, যা ব্যাটারি ব্যাকআপের সঙ্গে ৭২ মিনিটে শতভাগ চার্জ করবে।
স্ক্রিনকে স্ক্র্যাচমুক্ত রাখতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস টু ও ওয়েট টাচ 
প্রযুক্তি। ধুলাবালি ও পানির ফোঁটা থেকে সুরক্ষায় থাকবে আইপি ৬৪ রেটিং। রঙের বৈচিত্র্য দেবে ওশান ব্লু, মিডনাইট ব্ল্যাক আর অরোরা পার্পল। মডেলে রয়েছে ৮ জিবি র‌্যাম আর ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণ।
মডেল এ ফাইভ
ডিভাইসে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ। ৬.৮৮ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট। প্রসেসর ইউনিসক টি৭২৫০। ব্যাটারি ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ও ১৫ ওয়াট ফাস্ট চার্জিং। রঙের বৈচিত্র্য দেবে স্যান্ডি গোল্ড, মিডনাইট ব্ল্যাক, লেক গ্রিন এবং ওশান ব্লু। মডেলে রয়েছে ৪ জিবি র‌্যাম আর
৬৪ জিবি স্টোরেজ সংস্করণ।

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ