Samakal:
2025-05-01@05:31:38 GMT

ঈদ উইথ মি

Published: 23rd, March 2025 GMT

ঈদ উইথ মি

ঈদুল ফিতর উপলক্ষে রেডমি সিরিজের নতুন দুটি স্মার্টফোন নোট ১৪ প্রো এবং এ ফাইভ মডেল উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড শাওমি। বিশেষ উদ্যোগ ‘সেলিব্রেটিং ঈদ উইথ মি’ আয়োজনে বাংলাদেশের 
জন্য দুটি মডেল উন্মোচনের কথা জানান নির্মাতারা।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ঈদে গ্রাহক দুটি নতুন স্মার্টফোন পাবেন। গ্রাহকের জন্য ‘ঈদ উইথ মি’ উদযাপনে নতুন দুটি মডেলের উন্মোচন করেছি। সময়োপযোগী ফিচার-সমৃদ্ধ মডেল দুটির মাধ্যমে ব্র্যান্ড ভক্তরা ঈদে নিজে বা আত্মীয়ের জন্য উপহার হিসেবে মডেল দুটি নির্বাচন করতে পারবেন। সব সময় দামের হিসাবে গ্রাহকের চাহিদা পূরণে হাইকোয়ালিটির স্মার্টফোন বাজারে আনতে আমরা কাজ করছি। 
তারই ধারাবাহিকতায় রেডমি নোট ১৪ প্রো আর রেডমি এ ফাইভ উদ্ভাবন করা হয়েছে। ক্যামেরা প্রযুক্তি, ইমার্সিভ ডিসপ্লে ও দীর্ঘস্থায়ী ব্যাটারির সঙ্গে দেবে বাড়তি সুবিধা।
মডেল নোট ১৪ প্রো
ডিভাইসে আলট্রা ক্লিয়ার ফটোগ্রাফির জন্য রয়েছে ২০০ মেগাপিক্সেল এআই ক্যামেরা। অন্যদিকে, হাই রেজ্যুলেশন সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৬.

৬৭ ইঞ্চি অ্যামোলেড কার্ভড ডিসপ্লে, রিফ্রেশ রেট ১২০ হার্টজ, যা স্মুথ স্ক্রলিং ও ভিজ্যুয়াল লুকে স্বস্তি দেবে। প্রসেসরে রয়েছে মিডিয়াটেকের হেলিও জি-১০০ আলট্রা চিপসেট। মাল্টিটাস্কিং, গেমিং ও স্ট্রিমিংকে করবে উপভোগ্য। ব্যাটারি ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ার। ৪৫ ওয়াটের টার্বো চার্জিং প্রযুক্তি, যা ব্যাটারি ব্যাকআপের সঙ্গে ৭২ মিনিটে শতভাগ চার্জ করবে।
স্ক্রিনকে স্ক্র্যাচমুক্ত রাখতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস টু ও ওয়েট টাচ 
প্রযুক্তি। ধুলাবালি ও পানির ফোঁটা থেকে সুরক্ষায় থাকবে আইপি ৬৪ রেটিং। রঙের বৈচিত্র্য দেবে ওশান ব্লু, মিডনাইট ব্ল্যাক আর অরোরা পার্পল। মডেলে রয়েছে ৮ জিবি র‌্যাম আর ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণ।
মডেল এ ফাইভ
ডিভাইসে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ। ৬.৮৮ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট। প্রসেসর ইউনিসক টি৭২৫০। ব্যাটারি ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ও ১৫ ওয়াট ফাস্ট চার্জিং। রঙের বৈচিত্র্য দেবে স্যান্ডি গোল্ড, মিডনাইট ব্ল্যাক, লেক গ্রিন এবং ওশান ব্লু। মডেলে রয়েছে ৪ জিবি র‌্যাম আর
৬৪ জিবি স্টোরেজ সংস্করণ।

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

লামিনে ‘মেসি’ ইয়ামাল

১৭ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো: ১৯ ম্যাচ, ৫ গোল, ৪ গোলে সহায়তা।

১৭ বছর বয়সী লিওনেল মেসি: ৯ ম্যাচ, ১ গোল, গোলে সহায়তা নেই।

১৭ বছর বয়সী লামিনে ইয়ামাল: ১০০ ম্যাচ, ২২ গোল, ৩৩ গোলে সহায়তা।

মেসি–রোনালদোর সঙ্গে তুলনা নয়, লামিনে ইয়ামালের শুরুটা বোঝাতে এই পরিসংখ্যান হাজির করেছে টিএনটি স্পোর্টস। ধূমকেতুর মতো শুরু হলেও ধূমকেতুর মতোই মিলিয়ে যাওয়ার পাত্র তিনি নন।

বার্সেলোনার এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে  গত রাতের ম্যাচটি স্মরণ করতে পারেন। ৬ গোলের থ্রিলার, যেখানে বার্সেলোনা–ইন্টার মিলান সেমিফাইনাল প্রথম লেগের ‘ক্লাসিক’ লড়াই ৩–৩ গোলে অমীমাংসীত। দুই দলের হয়েই ‘সুপার হিরো’ ছিলেন বেশ কজন। ইন্টারের যেমন ডেনজেল ডামফ্রিস ও মার্কাস থুরাম, বার্সার তেমনি রাফিনিয়া, ফেরান তোরেসরা। কিন্তু সবাইকে ছাপিয়ে ঠিকই রবির কিরণের মতো আলো দিয়েছেন এক কিশোর—লামিনে ইয়ামাল নাসরাউয়ি এবানা। সংক্ষেপে লামিনে ইয়ামাল।

আরও পড়ুন৬ গোলের থ্রিলারে বার্সেলোনা–ইন্টার সেয়ানে সেয়ানে টক্কর৮ ঘণ্টা আগে

২৪ মিনিটে ইয়ামালের করা গোলটির প্রসঙ্গে পরে আসা যাবে। যেভাবে খেলেছেন তাতে গোলটি না করলেও লোকে কাল রাতে তাঁর পারফরম্যান্স মনে রাখতেন। পরিসংখ্যান বলছে ১০২টি টাচ, একটি গোল, ২টি গোল হওয়ার মতো পাস, ৬টি শট (পোস্টে মেরেছেন দুবার) এবং ১০টির মধ্যে ৬টি সফল ড্রিবলিং।

কিন্তু পরিসংখ্যানে এ তথ্য নেই—মাঠে ডান প্রান্তকে ইয়ামাল ফাইনালে ওঠার হাইওয়ে বানিয়ে যতবার কাট–ইন করে ইন্টারের বক্সে ঢুকেছেন, সেটা আসলে ইতালিয়ান ক্লাবটির রক্ষণের জন্য দুঃস্বপ্নের। প্রতিবারই মৌমাছির মতো ছেঁকে ধরা হয়েছে ইয়ামালকে। কিন্তু আটকানো কি সম্ভব হয়েছে? রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওগুলো ভাসছে। সেসব আসলে ইয়ামালের পায়ের কারুকাজে ইন্টারের রক্ষণকে স্রেফ খোলামকুচির মতো উড়িয়ে দেওয়ার ভিডিও।

ইয়ামাল কত ভয়ংকর সেটা এই এক ছবিতেই পরিস্কার। সবাই ছেঁকে ধরেও তাঁকে আটকাতে পারেননি

সম্পর্কিত নিবন্ধ