ঈদযাত্রায় ট্রেনে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ
Published: 24th, March 2025 GMT
ঈদের আনন্দ উপভোগ করতে রাজধানী ছাড়তে শুরু মানুষ। ভোগান্তি এড়াতে পরিবার নিয়ে আগেভাগে বাড়ি ফিরছেন অনেকেই। গত ১৪ মার্চ যারা টিকিট কিনেছিলেন তারা আজ ভ্রমণ করছেন। তাই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের বাড়তি চাপ দেখা গেছে।
সোমবার (২৪ মার্চ) দুপুরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে গ্রামে যাওয়ার সময়ে আগেই স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছেন অনেকেই।
ব্রাহ্মণবাড়িয়াগামী যাত্রী সাইফুল ইসলাম বলেন, “আমরা পরিবারসহ বাড়ি যাচ্ছি আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ করতে। এবার ঈদে আগেই ছুটি পাওয়ার কারণে তাড়াতাড়ি যেতে পারছি। এবারের ঈদযাত্রা অন্যান্য বারের তুলনায় অনেক ভালো। তেমন ঝামেলা নেই। রেল কর্তৃপক্ষ যাত্রীদের জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে।”
রাজশাহীগামী আরেক যাত্রী তাবাসসুম মীম বলেন, “ঈদযাত্রায় প্রতিবারই প্রথম ট্রেনে যাওয়ার চেষ্টা করি, বাচ্চাদের নিয়ে ভ্রমণ করা কষ্টকর। যাতে কোন ধরনের ভোগান্তিতে পড়তে না হয় তাই আগেভাগেই যাচ্ছি। ট্রেনে এবারের ব্যবস্থাপনা অনেক ভালো।”
ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, “আজ সকাল ৬ টায় রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেসের যাত্রার মধ্যমে ঈদযাত্রা শুরু হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি৷ আরএনবি, রেলওয়ে পুলিশের কন্ট্রোল রুম বসানো হয়েছে৷ সময়মতো ট্রেন ছেড়ে যাচ্ছে৷ কোন ভোগান্তি ছাড়াই যাত্রীরা বাড়ি যেতে পারছেন এবং সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।”
ঢাকা/রায়হান/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//