কমলাপুরে ঈদযাত্রায় স্বস্তি, নেই বাড়তি ভিড়
Published: 24th, March 2025 GMT
প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। আজ সোমবার ছিল ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছেলেমেয়েদের নিয়ে অনেক অভিভাবক আগেভাগে বাড়ি ফিরছেন। আর যেহেতু ঈদযাত্রার প্রথম দিন, তাই কমলাপুর রেলস্টেশনে তেমন ভিড়ও ছিল না।
কমলাপুর থেকে ঈদযাত্রার প্রথম ট্রেন রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যায় আজ সকাল ছয়টায়। যাত্রীরা স্বচ্ছন্দেই গেছেন। সকাল ও দুপুরে কমলাপুরে যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি। তবে বিকেলের দিকে স্টেশনে হালকা ভিড় দেখা গেছে।
রেলওয়ে সূত্র জানা যায়, আজ আন্তনগর, মেইল ও এক্সপ্রেস মিলিয়ে মোট ৬৬টি ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাওয়ার শিডিউল রয়েছে। এর মধ্যে রাত ১০টা পর্যন্ত বেশির ভাগ ট্রেন ঠিক সময়ে ছেড়ে গেছে। শুধু বুড়িমারী এক্সপ্রেস দেড় ঘণ্টা আর এগারো সিন্ধুর এক্সপ্রেস এক ঘণ্টা বিলম্বে ছেড়ে গেছে।
বিকেলে কমলাপুর স্টেশনে কথা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা বিনতে আনোয়ারের সঙ্গে। এবারের ঈদযাত্রায় মায়ের সঙ্গী তিনি। যাবেন জামালপুরের দেওয়ানগঞ্জ। স্টেশনের প্ল্যাটফর্মে বসে মায়ের হাতে মেহেদির নকশা এঁকে দিচ্ছিলেন। ঈদে বাড়ি যাচ্ছেন কি না, জিজ্ঞেস করতেই নাফিসার মুখে হাসি ফুটে উঠল। বললেন, ‘ঈদে বাড়ি যেতে ভালো লাগে। আত্মীয়স্বজনের মিলনমেলা আমাকে টানে। ঢাকায় একা একা ঈদ করতে ভালো লাগে না।’
যানজট এড়াতে আগেভাগেই কমলাপুর রেলস্টেশন পৌঁছেছেন মা-মেয়ে। ট্রেন ছাড়ার আগে প্ল্যাটফর্মে বসে মায়ের হাতে মেহেদির নকশা করে দিচ্ছেন মেয়ে। ঢাকা, ২৪ মার্চ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে প্রফেশনাল এমএস কোর্স, আবেদনের সময় বৃদ্ধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমএস কোর্সে আবদনের সময় বাড়ানো হয়েছে। তৃতীয় ব্যাচের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ ও জমাদানের সর্বশেষ তারিখ ২২ মে ২০২৫। ভর্তি পরীক্ষা ২৩ মে ২০২৫, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫