নববর্ষের শোভাযাত্রায় থাকছে না আবু সাঈদের ‘প্রতীকী মোটিফ’
Published: 26th, March 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে রাজধানীতে বাংলা নববর্ষের শোভাযাত্রায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের ‘প্রতীকী মোটিফ’ থাকছে না। শোভাযাত্রায় আবু সাঈদের ‘প্রতীকী মোটিফ’ রাখা বিষয়ে প্রাথমিক চিন্তা ছিল। কিন্তু এখন এই চিন্তা থেকে সরে আসা হয়েছে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজাহারুল ইসলাম শেখ গণমাধ্যমকে বলেন, শহীদ আবু সাঈদের ‘প্রতীকী মোটিফ’ (তারা এটাকে ভাস্কর্য বলছেন না) নিয়ে প্রাথমিক স্কেচ হয়েছিল। এর মাধ্যমে আবু সাঈদের বীরত্বকে তুলে ধরার বিষয়ে প্রাথমিকভাবে কেউ কেউ চিন্তা করেছিলেন। কিন্তু যেহেতু আবু সাঈদের পরিবার চাইছে না, তাই এ বিষয়ে অনেকের চিন্তা থাকলেও সেখান থেকে সরে আসা হয়েছে।
এর আগে গত সোমবার আজাহারুল ইসলাম বলেছিলেন, এবার শোভাযাত্রায় প্রাথমিকভাবে বড় আকারের চারটি ভাস্কর্য রাখার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে থাকবে ২০ ফুট দীর্ঘ জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ভাস্কর্য। আরও থাকবে একটি করে বাঘ, পাখি ও স্বৈরাচারের প্রতীকী ভাস্কর্য। আর অনেক মুখোশ থাকবে। নাম মঙ্গল শোভাযাত্রা থাকবে, না পরিবর্তন করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। সামনে আরও সময় আছে, তখন চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
চারুকলা ১৯৮৯ সাল থেকে পয়লা বৈশাখে শোভাযাত্রা করে আসছে। শুরুতে নাম ছিল আনন্দ শোভাযাত্রা। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনের পটভূমিতে অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানিয়ে শোভাযাত্রার নামকরণ হয় মঙ্গল শোভাযাত্রা। জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানবিষয়ক সংস্থা ইউনেসকো ২০১৬ সালের ৩০ নভেম্বর মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হাতির মৃত্যুতে মামলা
কক্সবাজারের উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩০ বছর বয়সী একটি পুরুষ হাতির মৃত্যু হয়েছে। দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দুছড়ি এলাকায় রফিকের ঘোনা গ্রামের আবু তাহেরের বাড়ির পাশে ওই হাতির মৃত্যু হয়। বন বিভাগের অভিযোগ, পরিকল্পিতভাবে সেখানে বিদ্যুতের ফাঁদ পাতানো হয়েছিল।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বন বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে যান। পরে মৃত হাতির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।
বন বিভাগের উখিয়া রেঞ্জের কর্মকর্তা আব্দুল মান্নান বলেছেন, “আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে হাতিটির সুরতহাল করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে পাতানো বিদ্যুতের ফাঁদে স্পৃষ্ট হয়েই হাতিটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক আবু তাহেরসহ দুজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে মৃত হাতিটির সৎকার করা হয়েছে।”
ঢাকা/তারেকুর/রফিক