চট্টগ্রাম নগরী থেকে ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে এবং যাত্রীদের যাত্রা নিরাপদ করতে অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার (২৬ মার্চ) বিকেল থেকে নগরীর দামপাড়া, অলংকার, একে খান, কর্নেল হাটসহ দূরপাল্লার বাসস্টেশন ও বাস কাউন্টারে অভিযান শুরু হয়েছে। প্রথম দিনে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

অভিযান পরিচালনাকারী চট্টগ্রামের বিআরটিএ’র আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া জানান, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং যাত্রীদের কাছ থেকে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সেই ব্যাপারে কঠোর অবস্থানে থেকে অভিযান শুরু করেছে বিআরটিএ।

বুধবার (২৬ মার্চ) অভিযানের প্রথম দিনে অলংকার মোড়ে বাঁধন পরিবহনকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একে খান স্টেশনে শাহী পরিবহন ও জোনাকি পরিবহনকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন:

ঈদযাত্রা: গাজীপুরে যাত্রীর ঢল, অতিরিক্ত ভাড়া আদায়

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু সড়কে স্বস্তির ঈদযাত্রা

অভিযানে থাকা চট্টগ্রাম বিভাগের বিআরটিএ’র পরিচালক মাসুদ আলম বলেন, ‘‘ঈদযাত্রার প্রতিদিন অভিযান অব্যাহত থাকবে। যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয় এবং কাউকে যেন নির্ধারিত ভাড়ার অতিরিক্ত দিতে না হয়, সেই ব্যাপারে আমরা কঠোর অবস্থানে রয়েছি।’’

অভিযানে উপস্থিত ছিলেন বিআরটিএ’র সহকারী পরিচালক ওমর ফারুক, সিএমপির ট্রাফিক ইন্সপেক্টর মো.

মনির। অভিযানে সহায়তা দিচ্ছে চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।

ঢাকা/রেজাউল/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন ব আরট এ ঈদয ত র

এছাড়াও পড়ুন:

ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ।

শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২০ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ।

এর আগের সপ্তাহের (২৪ থেকে ২৮ জুলাই) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৩১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬০ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.১০ পয়েন্টে, ব্যাংক খাতে ৭.১৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৮৯ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১০.৭০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.০৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৩৫ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৬০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৭৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.১০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৯৪ পয়েন্টে, আইটি খাতে ১৬.৩১ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৯৬ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৪৩ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৮১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.৯৩ পয়েন্টে, পাট খাতে ২৬.১৯ পয়েন্টে, ট্যানারি খাতে ২৬.৭৭ পয়েন্টে,   এবং সিরামিক খাতে ৫৭.৪৭ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ