দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে এক গৃহবধূ ও তার ছয় বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার মরিচা ইউনিয়নের দুর্লভপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানান বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর।

মারা যাওয়ারা হলেন- একই গ্রামের রতন চন্দ্রের স্ত্রী ববিতা (২৪) ও তার ছয় বছরের মেয়ে ত্বনি রানী। 

আরো পড়ুন:

জমির ভাগ নিয়ে সন্তানদের দ্বন্দ্ব, ১৬ ঘণ্টা পড়ে ছিল বাবার মরদেহ

সিরাজগঞ্জে চাচা-ভাতিজার লাশ উদ্ধার

ওসি আব্দুল গফুর বলেন, “আর্থিক অনটনের কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্লভপুর গ্রামের নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে মা ও মেয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।” 

ঢাকা/মোসলেম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ