দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে এক গৃহবধূ ও তার ছয় বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার মরিচা ইউনিয়নের দুর্লভপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানান বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর।

মারা যাওয়ারা হলেন- একই গ্রামের রতন চন্দ্রের স্ত্রী ববিতা (২৪) ও তার ছয় বছরের মেয়ে ত্বনি রানী। 

আরো পড়ুন:

জমির ভাগ নিয়ে সন্তানদের দ্বন্দ্ব, ১৬ ঘণ্টা পড়ে ছিল বাবার মরদেহ

সিরাজগঞ্জে চাচা-ভাতিজার লাশ উদ্ধার

ওসি আব্দুল গফুর বলেন, “আর্থিক অনটনের কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্লভপুর গ্রামের নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে মা ও মেয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।” 

ঢাকা/মোসলেম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র

এছাড়াও পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন হুম্মাম কাদের চৌধুরী

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে এবং গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে হুম্মাম কাদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসি দেওয়া হয় সালাউদ্দিন কাদের চৌধুরীকে। পরবর্তীতে গুম করা হয় তার পুত্র হুম্মাম কাদের চৌধুরীকে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া আসনে একাধিকবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী। এই আসন থেকে নির্বাচিত হয়ে তিনি মন্ত্রীর দায়িত্বও পালন করেন। গত ১৫ বছর এই আসনে সাংসদ ছিলেন আওয়ামী লীগের ড. হাসান মাহমুদ।

ঢাকা/রেজাউল/এস

সম্পর্কিত নিবন্ধ