নতুন বিশ্বব্যবস্থা, বৈশ্বিক চ্যালেঞ্জ এবং বিমসটেক
Published: 28th, March 2025 GMT
চলতি বছরের ৪ এপ্রিল ব্যাংককে ষষ্ঠ বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরিবর্তিত বিশ্বব্যবস্থা ও ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে বিমসটেকের আঞ্চলিক সহযোগিতার একটি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করা অপরিহার্য।
নতুন বিশ্বব্যবস্থার ধারণাটি বিকশিত ভূরাজনৈতিক বাস্তবতাকে নির্দেশ করে, যেখানে ক্ষমতা কাঠামো, প্রযুক্তিগত অগ্রগতি ও আন্তঃসংযুক্ততার পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই পরিবর্তনের মূল চালিকাশক্তির মধ্যে রয়েছে বহু-মেরু বৈশ্বিক কাঠামোর আবির্ভাব, গ্লোবাল সাউথের অর্থনৈতিক উত্থান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জৈবপ্রযুক্তি ও ডিজিটাল অবকাঠামোর মতো প্রযুক্তিগত বিপ্লব। এই প্রেক্ষাপটে বিমসটেককে কার্যকরভাবে এগিয়ে যেতে হলে অভিযোজনমূলক আঞ্চলিক সহযোগিতার কৌশল গ্রহণ করতে হবে, যা বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সদস্য রাষ্ট্রগুলোর সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্ষম।
বিশ্বব্যাপী বাণিজ্য ব্যবস্থায় অনিশ্চয়তার ক্রমবর্ধমানতা একটি গুরুত্বপূর্ণ প্রবণতা হিসেবে আবির্ভূত। বহুপক্ষীয় বাণিজ্য কাঠামোর অবনতি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মভিত্তিক ব্যবস্থার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে, যা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অস্থির ও অনিশ্চিত পরিবেশ তৈরি করছে। উপরন্তু মার্কিন-চীন ও মার্কিন-কানাডা বাণিজ্য যুদ্ধসহ ভূরাজনৈতিক শক্তির পুনর্বিন্যাস এবং ট্রাম্প প্রশাসনের পারস্পরিক শুল্ক নীতিগুলো বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তনশীল গতিশীলতা ও প্রতিযোগিতামূলক পরিবেশকে আরও জটিল করে তুলেছে। এসব পরিবর্তনের ফলে বাণিজ্যের বৈচিত্র্যকরণ ও আঞ্চলিকীকরণ ত্বরান্বিত হচ্ছে, যার অন্যতম উদাহরণ ‘চীন+১’ কৌশল, যেখানে উৎপাদনশীল বিনিয়োগকে বিকল্প বাজারে স্থানান্তরের প্রবণতা দেখা যাচ্ছে।
শুল্ক, অ-শুল্ক বাধা এবং বাণিজ্য বিধিনিষেধ ক্রমশ কঠোর হয়ে উঠছে, যা বাণিজ্য প্রবাহকে সীমাবদ্ধ করছে। পাশাপাশি অটোমেশন, এআই এবং নীতিগত সরবরাহ শৃঙ্খলের প্রাধান্য বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে রূপান্তরিত করছে। অন্যদিকে গ্লোবাল সাউথের উত্থান গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তন নির্দেশ করছে, যেখানে ভারত, আসিয়ান এবং আফ্রিকা বিশ্ব অর্থনীতিতে ক্রমবর্ধমান ভূমিকা পালন করছে, যা ভবিষ্যতের বাণিজ্য কাঠামোকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে।
ডিজিটাল বাণিজ্য অভূতপূর্ব প্রবৃদ্ধি অর্জন করছে। ই-কমার্স, ব্লকচেইন প্রযুক্তি এবং এআই-চালিত সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণ ঘটেছে। বিশ্বব্যাপী বাণিজ্যে প্রযুক্তির ভূমিকা আরও সুসংহত হচ্ছে, যা ব্যবসায়িক কার্যক্রমকে দক্ষতর ও গতিশীল করে তুলছে। একই সঙ্গে জলবায়ুবান্ধব বিনিয়োগ এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির বাণিজ্যে ক্রমবর্ধমান গুরুত্ব আরোপের মাধ্যমে সবুজ বাণিজ্য এজেন্ডা জনপ্রিয়তা লাভ করছে। এটি আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় স্থায়িত্ব ও পরিবেশগত দায়বদ্ধতার প্রতি বৈশ্বিক প্রতিশ্রুতি প্রতিফলিত করছে।
অগ্রগতি সত্ত্বেও অনেক অঞ্চলে দারিদ্র্য এখনও রয়েছে। অর্থনৈতিক বৈষম্য হ্রাস এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন কেবল বৈশ্বিক স্থিতিশীলতার জন্যই নয়, আঞ্চলিক সমৃদ্ধির জন্যও অপরিহার্য। উপরন্তু বেশ কয়েকটি বিমসটেক দেশ সামষ্টিক অর্থনৈতিক অস্থিতিশীলতার সম্মুখীন, যা দারিদ্র্য হ্রাসের প্রচেষ্টাকে দুর্বল করে এবং সামগ্রিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলে।
এই প্রেক্ষাপটে বিমসটেককে প্রযুক্তিসক্ষম বাণিজ্য, টেকসই উন্নয়ন ও আর্থিক স্থিতিশীলতার দিকে মনোযোগী হতে হবে, যাতে এ অঞ্চলে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।
বঙ্গোপসাগরের অববাহিকায় অবস্থিত সাতটি দেশ (বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড) নিয়ে গঠিত বিমসটেক, অর্থপূর্ণ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় উল্লেখযোগ্য প্রতিশ্রুতি বহন করে। এর ভৌগোলিক সান্নিধ্য এবং ঐতিহাসিক সংযোগ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সেতুবন্ধ তৈরি করে।
তবে অসংখ্য প্রতিশ্রুতি এবং ২৭ বছরের অস্তিত্ব সত্ত্বেও, গভীর আঞ্চলিক একীকরণের দিকে বিমসটেকের অগ্রগতি সীমিত। বিমসটেকের অগ্রগতিতে বাধাগুলো কী?
বিমসটেকের অগ্রগতি সীমিত হওয়ার একটি প্রধান কারণ সদস্য দেশগুলোর রাজনৈতিক প্রতিশ্রুতির অভাব। বৃহত্তর দেশগুলো ধারাবাহিকভাবে এজেন্ডা এগিয়ে নেওয়ার দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করেনি; ছোট দেশগুলো নীতিগত অগ্রাধিকারের শীর্ষে রাখেনি। বিমসটেকের আনুষ্ঠানিক সনদ তৈরিতেই ২৫ বছর লেগে গেছে।
একটি সমন্বিত নিরাপত্তা কাঠামো গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত সাইবার আক্রমণ ও জলবায়ু-প্ররোচিত অভিবাসনের মতো অপ্রচলিত নিরাপত্তা হুমকি মোকাবিলায়। বিমসটেকের উচিত বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ, যেখানে নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং বেসরকারি খাত সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকবে। পাশাপাশি লিঙ্গ সমতা নিশ্চিতকরণ এবং যুব সম্প্রদায়ের সম্পৃক্ততা অপরিহার্য।
বাণিজ্য সুবিধা বৃদ্ধি, শুল্ক-বহির্ভূত বাধা হ্রাস এবং বিনিয়োগ সম্প্রসারণ বিমসটেক অঞ্চলে অর্থনৈতিক একীকরণ জোরদার করতে পারে। ভৌত সংযোগ ও বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পেলেও, আন্তঃআঞ্চলিক বাণিজ্যের হার এখনও তুলনামূলক কম (প্রায় ৭%)। যদিও এটি সার্কের তুলনায় বেশি, আসিয়ানের (প্রায় ২৫%) তুলনায় উল্লেখযোগ্যভাবে পিছিয়ে। অবকাঠামোগত বিনিয়োগের ঘাটতি (প্রতি বছর প্রায় ১২০ বিলিয়ন ডলার) এ অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতার জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করছে।
২০০৪ সালে কাঠামো চুক্তি স্বাক্ষরিত হলেও বিমসটেক এখনও বিস্তৃত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চূড়ান্ত করতে পারেনি। সদস্য দেশগুলো একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বাণিজ্য চুক্তিতে আবদ্ধ হওয়ায় বাণিজ্য ব্যবস্থা খণ্ডিত। তদুপরি, বৃহত্তর দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে ক্রমবর্ধমান সন্দেহ বিমসটেক এফটিএর অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।
বাংলাদেশ-মিয়ানমারের মতো দ্বিপক্ষীয় উত্তেজনা বিমসটেকের কার্যকারিতাকে আরও দুর্বল করছে। পাশাপাশি থাইল্যান্ড ও মিয়ানমার অনেক ক্ষেত্রে বিমসটেকের চেয়ে আসিয়ানকে বেশি গুরুত্ব দেয়, যেহেতু আসিয়ানের একীকরণ কাঠামো আরও শক্তিশালী।
বিমসটেক সচিবালয় সীমিত আর্থিক সম্পদ ও জনবল নিয়ে পরিচালিত, যা প্রকল্প বাস্তবায়ন, অনুষ্ঠান আয়োজন ও সদস্য দেশগুলোর মধ্যে কার্যকর সহযোগিতাকে ব্যাহত করে। পর্যাপ্ত তহবিলের অভাবে সচিবালয় অর্থবহ উদ্যোগ গ্রহণে হিমশিম খায়।
বিমসটেকের অপার সম্ভাবনা সত্ত্বেও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির ক্ষেত্রে এটি চ্যালেঞ্জের সম্মুখীন। এ সমস্যা সমাধানে যুবসমাজকে বিমসটেকের গুরুত্ব সম্পর্কে সচেতন, আন্তঃসীমান্ত অবকাঠামোতে বিনিয়োগ এবং ডিজিটাল সংযোগ সহজতর করার মতো পদক্ষেপ কার্যকর হতে পারে। বোঝাপড়া ও বিশ্বাস বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা আরও দৃঢ় করা সম্ভব।
পরিশেষে, আঞ্চলিক সংস্থারূপে বিমসটেক নতুন বিশ্বব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বঙ্গোপসাগরীয় অঞ্চলে সহযোগিতা জোরদার, স্থিতিশীলতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার
মধ্য দিয়ে বৈশ্বিক অগ্রগতিতে ইতিবাচক অবদান
রাখতে পারে এটি। তবে এর কার্যকারিতা নির্ভর করবে সদস্য দেশগুলোর সম্মিলিত প্রতিশ্রুতি, বাস্তবমুখী উদ্যোগ ও ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জের সঙ্গে সামঞ্জস্য বিধানের ওপর।
সেলিম রায়হান: অর্থনীতির অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নির্বাহী পরিচালক, সানেম
selim.
উৎস: Samakal
কীওয়ার্ড: ক টন ত ব ণ জ য ব যবস থ ক সহয গ ত র ব মসট ক র র জন য ত করছ ক করণ গ রহণ
এছাড়াও পড়ুন:
ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রি ঠেকানোর চেষ্টা সিনেটে ব্যর্থ
গাজায় ইসরায়েলের যুদ্ধের ক্রমবর্ধমান আন্তর্জাতিক নিন্দার মধ্যে, ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি আটকাতে মার্কিন সিনেটে তোলা একটি বিল পাস হতে ব্যর্থ হয়েছে।
ব্যর্থ হলেও, বুধবারের ভোটে দেখা গেছে, মার্কিন ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে ইসরায়েলের যুদ্ধের বিরোধিতা জোরদার হয়ে উঠেছে।
আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি ঠেকানোর প্রচেষ্টায় এবারের ভোটে উল্লেখযোগ্য সংখ্যাক ডেমোক্র্যাট যোগ দিয়েছেন।
ইসরায়েলের কাছে ২০ হাজার স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল বিক্রি বন্ধ করার প্রস্তাবের পক্ষে ২৭ জন ডেমোক্র্যাট ভোট দিয়েছেন, আর ৬৭৫ মিলিয়ন ডলারের বোমার চালান বন্ধ করার পক্ষে ২৪ জন ভোট দিয়েছেন।
অন্যদিকে, ভোটদারকারী সব রিপাবলিকান সিনেটররা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির দুটি চুক্তি আটকে দিতে প্রস্তাবগুলো সিনেটে আনেন ভার্মন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি প্রগতিশীল ঘরানার স্বতন্ত্র সিনেটর।
ভোটের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে স্যান্ডার্স বলেন, “ওয়াশিংটন ইসরায়েলের ‘বর্ণবাদী সরকার’কে এমন অস্ত্র সরবরাহ করা চালিয়ে যেতে পারে না, যা নিরীহ মানুষদের হত্যা করার জন্য ব্যবহৃত হচ্ছে।”
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একজন ‘জঘন্য মিথ্যাবাদী’ হিসেবে উল্লেখ করে স্যান্ডার্স ‘এক্স’ পোস্টে আরো বলেন, “গাজায় শিশুরা না খেয়ে মারা যাচ্ছে।”
প্রথমবারের মতো স্যান্ডার্সের প্রস্তাবকে সমর্থনকারী আইন প্রণেতাদের মধ্যে, ওয়াশিংটন রাজ্যের সিনেটর প্যাটি মারে বলেছেন, প্রস্তাবগুলো ‘নিখুঁত’ না হলেও, তিনি গাজার নিষ্পাপ শিশুদের অব্যাহত দুর্ভোগকে সমর্থন করতে পারেন না।
মারে এক বিবৃতিতে বলেন, “ইসরায়েলের দীর্ঘদিনের বন্ধু ও সমর্থক হওয়া সত্ত্বেও আমি প্রস্তাবের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিচ্ছি এই বার্তা দিতে: নেতানিয়াহু সরকার এই কৌশল চালিয়ে যেতে পারবে না।”
তিনি বলেন, “নেতানিয়াহু ক্ষমতায় থাকার জন্য প্রতিটি পদক্ষেপে এই যুদ্ধকে দীর্ঘায়িত করেছেন। আমরা গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ প্রত্যক্ষ করছি- সীমান্তের ওপারে যখন প্রচুর পরিমাণে সাহায্য ও সরবরাহ পড়ে আছে, তখন শিশু এবং পরিবারগুলোর অনাহার বা রোগে মারা যাওয়া উচিত নয়।”
মার্কিন জনগণের মধ্যে গাজা যুদ্ধের বিরোধিতা ক্রমবর্ধমান হওয়ার পাশাপাশি ডেমোক্র্যাটদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন নিয়ে ব্যাপক আকারে বিভক্তি দেখা দিয়েছে।
মঙ্গলবার প্রকাশিত গ্যালাপের একটি জরিপে দেখা গেছে, ৩২ শতাংশ আমেরিকান বলেছেন, তারা গাজায় ইসরায়েলের সামরিক অভিযান সমর্থন করেন। গত বছরের সেপ্টেম্বরে ৪২ শতাংশ আমেরিকান ইসরায়েলের অভিযান সমর্থন করেছিলেন।
গ্যালাপের মতে, পরিচয় প্রকাশ করে মাত্র ৮ শতাংশ ডেমোক্র্যাট বলেছেন যে তারা ইসরায়েলের অভিযানের প্রতি সমর্থন জানিয়েছেন, যেখানে ৭১ শতাংশ রিপাবলিকান বলেছেন জানিয়েছেন যে, তারা ইসরায়েলি পদক্ষেপকে সমর্থন করেছেন।
ঢাকা/ফিরোজ