ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিরাজমান অপরাধচক্রের দৌরাত্ম্য লইয়া শুক্রবার সমকাল যেই সংবাদ দিয়াছে, উহা যথেষ্ট উদ্বেগজনক। প্রতিবেদন অনুযায়ী, ছয়টি জেলা সংযুক্তকারী আড়াই শত কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কের অন্তত ৩০টি পয়েন্টে পুলিশ অর্ধশতাধিক চক্রের সন্ধান পাইয়াছে, যাহারা যাত্রীবাহী বাসে চুরি, ছিনতাই ও ডাকাতি করিয়া চলিয়াছে নিরন্তর। প্রায়শ আমদানি-রপ্তানির পণ্যও গায়েব করিয়া দেয়। প্রসঙ্গত, রপ্তানিমুখী তৈরি পোশাক পণ্যবোঝাই যানবাহনের প্রায় শতভাগ এই মহাসড়ক ব্যবহার করিয়া থাকে। চট্টগ্রাম বন্দর দিয়া আমদানি হওয়া পণ্যেরও ৭০ শতাংশ পরিবহন হয় এই পথে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব প্রদত্ত তথ্য বলিতেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গড়ে প্রতি মাসে প্রায় অর্ধশত পণ্য চুরির ঘটনা ঘটিয়া থাকে। সেই হিসাবে বৎসরে পাঁচ শতাধিক চুরির ঘটনা ঘটে। এহেন পরিস্থিতি উক্ত মহাসড়কে যাতায়াতকারীদের জানমালের নিরাপত্তাহীনতাই শুধু প্রতিফলিত করে না; বিশেষত ব্যবসায়ীদের মধ্যেও নানাবিধ শঙ্কার জন্ম দেয়। এহেন ডাকাতির ঘটনায় বিদেশেও দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হইতেছে, যাহার নেতিবাচক প্রভাব পড়িতে পারে বিনিয়োগ ও কর্মসংস্থানে। কারণ একদিকে আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যে আস্থাহীনতার জন্ম হয়, অন্যদিকে ক্ষতিপূরণ বাবদ রপ্তানিকারককেই মোটা অঙ্কের অর্থ পরিশোধ করিতে হয়। সমকালের প্রতিবেদনেই উদ্ধৃত হইয়াছে, গাজীপুরের এক তৈরি পোশাক মালিককে মহাসড়কে চুরির কবলে পড়িয়া রপ্তানি পণ্যের অংশবিশেষ ব্রাজিলে না পৌঁছাইবার কারণে ক্রেতার দাবি অনুসারে মোটা অঙ্কের খেসারত দিতে হইয়াছে।
অনস্বীকার্য, সড়ক-মহাসড়কে ডাকাতির ঘটনা নূতন নহে। দীর্ঘদিন যাবৎ এই সমস্যা সড়ক-মহাসড়ক ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ ছড়াইতেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে সমস্যাটি সংশ্লিষ্ট সকলের নিকট মূর্তিমান আতঙ্করূপে উপস্থিত। আমরা জানি, মহাসড়কের নিরাপত্তায় সমগ্র দেশে ‘হাইওয়ে পুলিশ’ রহিয়াছে দুই সহস্র আটশত মাত্র। প্রয়োজনের তুলনায় এই জনবল নিঃসন্দেহে কম। উপরন্তু ব্যবসায়ীগণের অভিযোগ, রপ্তানি পণ্য চুরির ঘটনায় সাধারণ চুরির ধারায় মামলা হয়। ফলে তালিকাভুক্ত অপরাধী অনেকে গ্রেপ্তার হইবার পর জামিনে বাহির হইয়া পুনরায় একই অপরাধে লিপ্ত হয়। পাশাপাশি ৫ আগস্ট ও তৎপরবর্তী ঘটনাপ্রবাহের প্রভাবে বিশেষত পুলিশের বেসামাল দশা বিষয়কে জটিল করিয়া তুলিয়াছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের সাত মাস পরও দেশের আইনশৃঙ্খলা রক্ষার প্রধান বাহিনীটি দায়িত্ব পালনে পূর্ণ সক্ষম না হইয়া উঠিবার ঘটনা হতাশাজনক বটে। পূর্বের ন্যায় বাহিনীর একাংশের মধ্যে অদ্যাবধি নানা অসাধু চর্চা বহাল রহিয়াছে, এমন অভিযোগও গুরুতর বৈকি। আমরা মনে করি, চোর ও ডাকাত ধরিতে হাইওয়ে পুলিশ ইতোপূর্বে উক্ত অপরাধসমূহে জড়িতদের যেই তালিকা করিয়াছে, তাহাদের আইনের আওতায় আনিতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে ধারাবাহিক অভিযান চালাইতে হইবে।
গত ২ মার্চ সমকালেরই অপর এক প্রতিবেদনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাইয়াছিল, ইতোমধ্যে বিভিন্ন জেলা ও থানাকে অভিযুক্তদের নাম-পরিচয় জানাইয়া দিয়াছে হাইওয়ে পুলিশ। কেন্দ্র হইতে নজরদারিরও নাকি ব্যবস্থা হইয়াছে। তাহারা এই সংবাদও দিয়াছিলেন, সম্প্রতি ডাকাতি প্রতিরোধে মহাসড়কের কিছু এলাকায় যাত্রী ও পরিবহন শ্রমিকদের ভিডিও এবং চিত্র ধারণ করিয়া রাখা হইতেছে। তদুপরি দায়িত্বে অবহেলার দরুন কিছু ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে পদক্ষেপও গৃহীত হইয়াছে। এই সকল পদক্ষেপের ধারাবাহিকতা রক্ষা করা হইলে ইতোমধ্যে পরিস্থিতির কিছুটা হইলেও উন্নতি লক্ষ্য করা যাইত। রপ্তানির পণ্য চুরি রোধে সাধারণ ধারায় মামলা না গ্রহণ করিয়া আইন সংশোধনপূর্বক বিশেষ ধারায় মামলা গ্রহণের যেই প্রস্তাব ব্যবসায়ীদের পক্ষ হইতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হইয়াছে, উহা অবিলম্বে আলোর মুখ দেখিবে বলিয়া আমাদের প্রত্যাশা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব যবস য় র ঘটন হইয় ছ অপর ধ
এছাড়াও পড়ুন:
স্তম্ভিত হারমানপ্রীত, আবেগ-রোমাঞ্চ-গর্ব-ভালোবাসায় মিলেমিশে একাকার
২০০৫ ও ২০১৭, ভারতের নারী ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপের খুব কাছে গিয়েও শিরোপা জিততে পারেননি। হারমানপ্রীত কৌররা লম্বা সেই অপেক্ষা দূর করলেন দুই হাজার পঁচিশে।
মুম্বাইয়ের নাভিতে প্রায় ষাট হাজার দর্শকের সামনে উচিুঁয়ে ধরলেন ওয়ানডে বিশ্বকাপের শিরোপা। ২০১৭ সালের ফাইনালেও খেলেছিলেন হারমানপ্রীত। রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে। এবার আর ভুল করলেন না। অধিনায়ক হয়ে জিতলেন শিরোপা। গড়লেন ইতিহাস। যে ইতিহাস কখনো মুছবে না। কখনো জং ধরবে না।
ঝলমলে হাসিতে হারমানপ্রীত ট্রফি হাতে নিয়ে প্রেস কনফারেন্স রুমে প্রবেশ করেন। এবার তার আবেগের ধরণ ছিল ভিন্ন, যেন স্বপ্ন পূরণের মাখামাখি। লম্বা সংবাদ সম্মেলন জুড়ে বারবার তার কণ্ঠ ধরে আসে। আবেগ, রোমাঞ্চ, গর্ব, ভালোবাসা, শ্রদ্ধা মিলেমিশে একাকার হয়ে যায়। তবে একটি শব্দের ওপর বারবার ফিরে আসছিলেন তিনি, তা হলো আত্মবিশ্বাস,
‘‘আমি কেবল আমার অনুভূতি প্রকাশ করার চেষ্টা করছি। আমি স্তম্ভিত, আমি বুঝতে পারছি না। আসলে, এতে উত্থান-পতন ছিল, কিন্তু দলের মধ্যে আত্মবিশ্বাস ছিল। আমি প্রথম দিন থেকেই এটা বলে আসছি। আমরা বাম বা ডানে তাকাচ্ছিলাম না। আমরা কেবল আমাদের মূল লক্ষ্যের দিকে তাকিয়েছিলাম।’’ - বলেছেন হারমানপ্রীত।
স্বপ্ন পূরণের রাতে হারমানপ্রীত কাছে পেয়েছিলেন সাবেক তিন ক্রিকেটার মিতালি রাজ, ঝুলন গোস্বামী এবং অঞ্জুম চোপড়াকে। প্রত্যেকেই স্বপ্ন দেখেছিলেন ভারতকে বিশ্বকাপ জেতানোর। তাদের অধরা সেই স্বপ্ন পূরণ করেছেন জেমিমা, দীপ্তি, শেফালি, স্মৃতিরা।
শিরোপা উৎসবে যোগ দেন মিতালি, ঝুলন, আঞ্জুমরা। তাদের হাতেও ট্রফি তুলে দেওয়া হয়। প্রাক্তন খেলোয়াড়দের সাথে সেই মুহূর্তটি ভাগ করে নেওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে হারমানপ্রীত বলেন, ‘‘ঝুলন দি আমার সবচেয়ে বড় আইডল ছিলেন। যখন আমি দলে যোগ দিই, তখন তিনি নেতৃত্ব দিচ্ছিলেন। আমি যখন খুব কাঁচা ছিলাম এবং ক্রিকেট সম্পর্কে তেমন কিছু জানতাম না, তখনও তিনি সবসময় আমাকে সমর্থন করতেন। অঞ্জুম দি-ও তাই। এই দুজন আমার জন্য দারুণ সমর্থন ছিলেন। আমি কৃতজ্ঞ যে আমি তাদের সাথে এই বিশেষ মুহূর্তটি ভাগ করে নিতে পেরেছি। এটি খুব আবেগপূর্ণ মুহূর্ত ছিল। আমার মনে হয় আমরা সবাই এটার জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে, আমরা এই ট্রফি স্পর্শ করতে পেরেছি।’’
তার জন্য বিশ্বকাপের পুরো অভিযানটিই ছিল গভীরভাবে আবেগপূর্ণ। রাউন্ড রবিন লিগে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ হার। চোট, অফ ফর্ম, জড়তা। সব সামলে সেরা হয়েছেন। তাইতো নিজেদের নিয়ে গর্বটাও বেশি হারমানপ্রীতদের, ‘‘আমরা প্রথম বল থেকেই অনুভব করেছিলাম যে আমরা জিততে পারি, কারণ শেষ তিন ম্যাচে আমাদের দল যেভাবে খেলছিল, তাতে আমাদের জন্য অনেক কিছুর পরিবর্তন এসেছিল, বিশেষ করে আমাদের আত্মবিশ্বাস। আমরা অনেকদিন ধরেই ভালো ক্রিকেট খেলছি। আমরা জানতাম দল হিসেবে আমরা কী করতে পারি।”
"গত এক মাস খুব আকর্ষণীয় ছিল। সেই দিনটির (ইংল্যান্ডের কাছে হারের) পর আমাদের মধ্যে অনেক পরিবর্তন আসে। সেই রাত আমাদের জন্য অনেক কিছু বদলে দিয়েছিল। এটি প্রত্যেকের উপর প্রভাব ফেলেছিল। আমরা বিশ্বকাপের জন্য আরও প্রস্তুত হলাম। আমরা ভিজ্যুয়ালাইজেশন এবং মেডিটেশন শুরু করেছিলাম। আমরা বারবার বলছিলাম, যে জন্য আমরা এখানে এসেছি এবং এবার আমাদের এটা করতেই হবে।" - যোগ করেন হারমানপ্রীত।
প্রথম যে কোনো কিছুই আনন্দের। রোমাঞ্চের। এই অভিজ্ঞতা শব্দে বয়ান করা যায় না। বয়ান করা সম্ভব হয় না। হারমানপ্রীতও পারেন না নিজের সবটা উজার করে বলতে। তবে এই শিরোপায় তাদের নাম লিখা হবে সেই আত্মবিশ্বাস তারও ছিল, ‘‘আমরা বহু বছর ধরে এটি নিয়ে কথা বলছি—আমরা ভালো ক্রিকেট খেলছি, কিন্তু আমাদের একটি বড় শিরোপা জিততেই হতো।"
ঢাকা/ইয়াসিন