জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ শিশুদের নিয়ে নানা ধরনের কাজ করে। ভবিষ্যৎ নেতা গঠন-বিষয়ক এক প্রোগ্রাম শুরু করেছে ইউনিসেফ। এ প্রোগ্রামে নাম ইউনিসেপ লিডারশিপ প্রোগ্রোম (তরুণ নেতৃত্ব কর্মসূচি)। বাংলাদেশের তরুণ নেতৃত্বের জন্য এ কর্মসূচিতে গত ৫ মার্চ থেকে আবেদন শুরু হয়েছে। এ কর্মসূচি শুরু হবে আগামী ৪ মে, চলবে ১০ মে পর্যন্ত (ভ্রমণের দিনসহ)।

আবদনের যোগ্যতা—

*বাংলাদেশের স্বীকৃত কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস।

*আবেদনকারীদের ইংরেজিতে সাবলীল হতে হবে।

*আবেদনকারীর বয়স ৩০ বছরের কম হতে হবে।

*পেশাদার, জনসাধারণ অথবা ব্যক্তিগত ক্ষেত্রে নেতৃত্বের রেকর্ড থাকতে হবে।

আর্থিক সহায়তা—

এ প্রোগ্রামের জন্য সর্বোচ্চ ৩০ জন অংশগ্রহণকারীকে নির্বাচিত করা হবে। প্রোগ্রামের জন্য নির্বাচিতরা আর্থিক সহায়তা পাবেন। এ আর্থিক সহায়তায় প্রোগ্রামের খরচ, বাসস্থান, খাবার ও প্রোগ্রাম ভেন্যু গাজীপুরে যাওয়া এবং সেখান থেকে সংলগ্ন অন্য যেকোনো স্থানে যাতায়াত করা যাবে।

আবেদনপত্র অনলাইনে জমা দিতে হবে। আবেদনের সঙ্গে যা যা জমা দিতে হবে

*একটি স্টেটম্যান্ট অব পারপাস (সর্বোচ্চ তিন পৃষ্ঠা) লিখতে হবে।

*এ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে আপনি কী অবদান রাখতে চান এবং কী অর্জন করতে চান তা জানাতে হবে।

আরও পড়ুনঅস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে আবেদন শুরু, আইএলটিএসে ৬.

৫ অথবা টোয়েফলে ৮৪ হলে আবেদন ০১ ফেব্রুয়ারি ২০২৫

*নেতৃত্বের ভূমিকা ও উদ্ভাবনের সুনির্দিষ্ট উদাহরণ উল্লেখ করতে হবে।

*আপনার সম্প্রদায় বা সমাজে আপনি কী পরিবর্তন আনতে চান।

*নেতৃত্ব কর্মসূচি আপনাকে আপনার লক্ষ্য অর্জনে কীভাবে সাহায্য করবে।

*জীবনবৃত্তান্ত (সর্বোচ্চ দুই পৃষ্ঠা। লিঙ্কডইন প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল/সোশ্যাল মিডিয়া লিংক যোগ করতে হবে)।

*পাসপোর্ট সাইজের ছবি (Jpg ফাইল)।

*দুটি রেকমেন্ডেশন (সুপারিশপত্র) লাগবে। সুপারিশে স্বাক্ষর এবং লেটারহেড থাকতে হবে।

আরও পড়ুনঅ্যাকচুয়ারিয়াল সায়েন্স ও অ্যাকচুয়ারিয়াল ম্যানেজমেন্টে মাস্টার্স, সরকারের টাকায় বিদেশে পড়াশোনা২৩ ফেব্রুয়ারি ২০২৫

*শিক্ষাগত যোগ্যতার সনদের কপি।

*ইংরেজিতে আত্মপরিচয়মূলক ভিডিও (সর্বোচ্চ ২ মিনিটের)।

*শিক্ষাগত সনদের কপি।

*ইংরেজিতে নিজের একটি আত্মপরিচয়মূলক ভিডিও (সর্বোচ্চ ২ মিনিট)।

আবেদনপত্রের পুরো প্যাকেজটি [email protected] ঠিকানায় পাঠাতে হবে। ‘ইয়ং লিডারস ২০২৫’-এর বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

https://www.unicef.org/bangladesh/en/call-applications?fbclid=IwY2xjawI5-4ZleHRuA2FlbQIxMAABHTg2NQxbuEiOIwr93Rd8qDwEYcYK6jqw9FwxARNiu9mJEYYb25glO35h6w_aem_bSbzc_oz9vQMQDZJCra7Xw

আবেদনে গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু: ৫ মার্চ ২০২৫

আবেদন শেষ: ৩০ মার্চ ২০২৫

আরও পড়ুনবাংলাদেশিদের জন্য ভারতের আইসিসিআর দিচ্ছে ৫০০ বৃত্তি, জেনে নিন বিস্তারিত০৪ মার্চ ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য ইউন স

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের কাছে আবারো ইলিশের জন্য অনুরোধ করেছে ভারত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের রূপালি ইলিশ চেয়ে অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ী সংগঠন। মঙ্গলবার (২৯ জুলাই) সেই চিঠি দেওয়া হয়েছে কলকাতার ফিস ইমপোর্টারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে।

আর মাত্র ২ মাসের কম সময় বাকি দুর্গোৎসবের। আগামী সেপ্টেম্বরের শেষে পশ্চিমবঙ্গে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, এরপর ভারতজুড়ে কালীপূজা, দীপাবলি ইত্যাদি। এই উপলক্ষে গত কয়েক বছর ধরে পূজা মৌসুমে ভারতে ইলিশ মাছ রপ্তানি করে থাকে বাংলাদেশ সরকার। যদিও তা করা হয় ভারতের অনুরোধে। আর এবারও সেই অনুরোধের ব্যতিক্রম হলো না। 

গত বছর পূজা মৌসুমে পররাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপের কারণে ইলিশ এসেছিল ভারতে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে কৃতজ্ঞতা প্রকাশ করে ওই চিঠিতে লেখা হয়েছে, “অত্যন্ত বিনীত ও শ্রদ্ধার সঙ্গে আপনাকে জানানো যাচ্ছে যে, গত বছর আপনার হস্তক্ষেপের ফলে, ভারত ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছিল। পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার মৎস প্রেমীদের জন্য একটি সুস্বাদু এবং জনপ্রিয়।” 

আরো পড়ুন:

সিরিজের শেষ ম্যাচে নেই স্টোকস, দায়িত্বে পোপ

শেষ ম্যাচের আগে ভারতের শিবিরে ধাক্কা, বিশ্রামে বুমরাহ

এরপরই লেখা হয়েছে, “দুর্গাপূজা-২০২৫ এর কাউন্টডাউন শুরু হওয়ায়, আমরা আপনাকে আসন্ন দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য এ বছর দুর্গাপূজা ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে পড়েছে।” 

তবে প্রতিবছর অনুমোদিত ইলিশের সম্পূর্ণ কোটা রপ্তানি না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছে সংগঠনটি। চিঠিতে উল্লেখ করা হয়, “গত বছর আপনার অফিস কর্তৃক প্রদত্ত ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ মাছের মধ্যে মাত্র ৫৭৭ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা সম্ভব হয়েছিল। তার আগের বছর (২০২৩) ৩ হাজার ৯৫০ মেট্রিক টনের মধ্যে মাত্র ৫৮৭ মেট্রিক টন, ২০২২ সালে ২ হাজার ৯০০ মেট্রিক টনের মধ্যে ১ হাজার ৩০০ মেট্রিক টন এবং ২০২১ সালে ৪ হাজার ৬০০ মেট্রিক টনের মধ্যে ১২শ মেট্রিক টন ইলিশ রপ্তানি করেছি।” 

এই সমস্যার কারণ হিসেবে রপ্তানির জন্য বেঁধে দেওয়া সময়সীমাকে দায়ী করা হয়েছে। ফিশ ইম্পোর্টারস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “প্রায় প্রতি বছরই আমরা অনুমোদিত ইলিশ মাছের সম্পূর্ণ পরিমাণ গ্রহণ করতে ব্যর্থ হই। কারণ রপ্তানি পারমিটগুলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে। যেমন ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে সম্পূর্ণ পরিমাণ রপ্তানি করতে হয়। এত বিশাল পরিমাণ রপ্তানির জন্য এই সময়সীমা আসলে যথেষ্ট নয়। তাই আপনার কাছে আমাদের অনুরোধ, যে দয়া করে কোনো সময়সীমা ছাড়াই ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার কথা বিবেচনা করা হোক।” 

চিঠিতে অন্তর্বর্তী সরকারের এক বছর সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানিয়েছে পশ্চিমবঙ্গের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।

বর্তমান সরকারের আমলে ভারতের সঙ্গে আরো শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের প্রত্যাশা ব্যক্ত করেছে ব্যবসায়ীদের এ সংগঠন।

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৭৩
  • আজ টিভিতে যা দেখবেন (২ আগস্ট ২০২৫)
  • ঢাকা শিক্ষা বোর্ডে দ্বাদশের ইটিসি-বিটিসি-বিষয়-গ্রুপ-ছবি পরিবর্তন, শুরু ১ আগস্ট থেকে
  • ব্র্যাকে জেলা পর্যায়ে ম্যানেজার নিয়োগ, স্নাতকে আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (১ আগস্ট ২০২৫)
  • সংকোচনমূলক মুদ্রানীতি বাণিজ্য-বিনিয়োগের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করবে: ঢাকা চেম্বার
  • অনুদান পায়নি ৫০ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৪৬২ ব্যক্তি, করণীয় জানাল শিক্ষা মন্ত্রণালয়
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নির্দেশনা মাউশির, কে কত টাকা পাবেন
  • বাটা সু’র মুনাফা কমেছে ২৬.৮৪ শতাংশ
  • বাংলাদেশের কাছে আবারো ইলিশের জন্য অনুরোধ করেছে ভারত