জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ শিশুদের নিয়ে নানা ধরনের কাজ করে। ভবিষ্যৎ নেতা গঠন-বিষয়ক এক প্রোগ্রাম শুরু করেছে ইউনিসেফ। এ প্রোগ্রামে নাম ইউনিসেপ লিডারশিপ প্রোগ্রোম (তরুণ নেতৃত্ব কর্মসূচি)। বাংলাদেশের তরুণ নেতৃত্বের জন্য এ কর্মসূচিতে গত ৫ মার্চ থেকে আবেদন শুরু হয়েছে। এ কর্মসূচি শুরু হবে আগামী ৪ মে, চলবে ১০ মে পর্যন্ত (ভ্রমণের দিনসহ)।

আবদনের যোগ্যতা—

*বাংলাদেশের স্বীকৃত কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস।

*আবেদনকারীদের ইংরেজিতে সাবলীল হতে হবে।

*আবেদনকারীর বয়স ৩০ বছরের কম হতে হবে।

*পেশাদার, জনসাধারণ অথবা ব্যক্তিগত ক্ষেত্রে নেতৃত্বের রেকর্ড থাকতে হবে।

আর্থিক সহায়তা—

এ প্রোগ্রামের জন্য সর্বোচ্চ ৩০ জন অংশগ্রহণকারীকে নির্বাচিত করা হবে। প্রোগ্রামের জন্য নির্বাচিতরা আর্থিক সহায়তা পাবেন। এ আর্থিক সহায়তায় প্রোগ্রামের খরচ, বাসস্থান, খাবার ও প্রোগ্রাম ভেন্যু গাজীপুরে যাওয়া এবং সেখান থেকে সংলগ্ন অন্য যেকোনো স্থানে যাতায়াত করা যাবে।

আবেদনপত্র অনলাইনে জমা দিতে হবে। আবেদনের সঙ্গে যা যা জমা দিতে হবে

*একটি স্টেটম্যান্ট অব পারপাস (সর্বোচ্চ তিন পৃষ্ঠা) লিখতে হবে।

*এ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে আপনি কী অবদান রাখতে চান এবং কী অর্জন করতে চান তা জানাতে হবে।

আরও পড়ুনঅস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে আবেদন শুরু, আইএলটিএসে ৬.

৫ অথবা টোয়েফলে ৮৪ হলে আবেদন ০১ ফেব্রুয়ারি ২০২৫

*নেতৃত্বের ভূমিকা ও উদ্ভাবনের সুনির্দিষ্ট উদাহরণ উল্লেখ করতে হবে।

*আপনার সম্প্রদায় বা সমাজে আপনি কী পরিবর্তন আনতে চান।

*নেতৃত্ব কর্মসূচি আপনাকে আপনার লক্ষ্য অর্জনে কীভাবে সাহায্য করবে।

*জীবনবৃত্তান্ত (সর্বোচ্চ দুই পৃষ্ঠা। লিঙ্কডইন প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল/সোশ্যাল মিডিয়া লিংক যোগ করতে হবে)।

*পাসপোর্ট সাইজের ছবি (Jpg ফাইল)।

*দুটি রেকমেন্ডেশন (সুপারিশপত্র) লাগবে। সুপারিশে স্বাক্ষর এবং লেটারহেড থাকতে হবে।

আরও পড়ুনঅ্যাকচুয়ারিয়াল সায়েন্স ও অ্যাকচুয়ারিয়াল ম্যানেজমেন্টে মাস্টার্স, সরকারের টাকায় বিদেশে পড়াশোনা২৩ ফেব্রুয়ারি ২০২৫

*শিক্ষাগত যোগ্যতার সনদের কপি।

*ইংরেজিতে আত্মপরিচয়মূলক ভিডিও (সর্বোচ্চ ২ মিনিটের)।

*শিক্ষাগত সনদের কপি।

*ইংরেজিতে নিজের একটি আত্মপরিচয়মূলক ভিডিও (সর্বোচ্চ ২ মিনিট)।

আবেদনপত্রের পুরো প্যাকেজটি [email protected] ঠিকানায় পাঠাতে হবে। ‘ইয়ং লিডারস ২০২৫’-এর বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

https://www.unicef.org/bangladesh/en/call-applications?fbclid=IwY2xjawI5-4ZleHRuA2FlbQIxMAABHTg2NQxbuEiOIwr93Rd8qDwEYcYK6jqw9FwxARNiu9mJEYYb25glO35h6w_aem_bSbzc_oz9vQMQDZJCra7Xw

আবেদনে গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু: ৫ মার্চ ২০২৫

আবেদন শেষ: ৩০ মার্চ ২০২৫

আরও পড়ুনবাংলাদেশিদের জন্য ভারতের আইসিসিআর দিচ্ছে ৫০০ বৃত্তি, জেনে নিন বিস্তারিত০৪ মার্চ ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য ইউন স

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৩০ এপ্রিল ২০২৫)

আইপিএল, পিএসএল ও চ্যাম্পিয়নস লিগে আছে একটি করে ম্যাচ।চট্টগ্রাম টেস্ট, ৩য় দিন

বাংলাদেশ–জিম্বাবুয়ে
সকাল ১০টা, বিটিভি

আইপিএল

চেন্নাই সুপার কিংস–পাঞ্জাব কিংস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

পিএসএল

লাহোর কালান্দার্স–ইসলামাবাদ ইউনাইটেড
রাত ৯টা, নাগরিক টিভি

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

সেমিফাইনাল ১ম লেগ
বার্সেলোনা–ইন্টার মিলান
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১ মে ২০২৫)
  • মহান মে দিবস: শ্রমিকের অধিকার রক্ষায় সংস্কারে জোর সরকারের
  • ইউসেপ বাংলাদেশ নেবে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট, বয়স ৩৫ হলেও আবেদন
  • সিলেট আর্মি আইবিএতে বিবিএ প্রোগ্রাম, আবেদন শেষ ৪ মে
  • কোহিনুর কেমিক্যালের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৮.৪২ শতাংশ
  • ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে ব্যাংকে চাকরি, স্নাতকে জিপিএ–৩ হলে আবেদন
  • বাংলাদেশ বিজ্ঞান একাডেমির বৃত্তি, পাবে নবম থেকে দ্বাদশের শিক্ষার্থীরা
  • রোনালদোর আল নাসর কেন নেই ক্লাব বিশ্বকাপে
  • আজ টিভিতে যা দেখবেন (৩০ এপ্রিল ২০২৫)
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে মাস্টার্স, মেয়াদ এক বছর