Prothomalo:
2025-11-03@03:04:28 GMT
বাটার চিকেন, পনির—ভারতের আর কোন খাবার ভালো লাগে কামিন্সের
Published: 29th, March 2025 GMT
অস্ট্রেলিয়ার অধিনায়ক তিনি—তবে নিজের দেশের পর সবচেয়ে বেশি থাকা হয় ভারতেই। আইপিএলের সময় প্রায় দুই মাস তো বটেই, অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সিরিজও হয় নিয়মিতই। সব মিলিয়ে প্যাট কামিন্সকে ভারতে আসতে হয় প্রায়ই।
তা যে তাঁর জন্য বেশ উপভোগ্য, তা তো আর বলার অপেক্ষা রাখে না। এমনিতেও অস্ট্রেলিয়ান ট্যুরিজম বোর্ডের দূত কামিন্স। সংস্থাটির হয়ে ভ্রমণ বিষয়ে প্রচার-প্রচারণা চালান তিনি। সম্প্রতি তেমনই একটি অনুষ্ঠানে কামিন্স ভারতে নিজের প্রিয় খাবারের কথা জানিয়েছেন।
সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পলিটিশিয়ান, ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের চেয়ে দেশ অনেক বড়
ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম