টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম প্রধান আকর্ষণ নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের তৃতীয় দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচার হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

এনটিভি
সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: রূপবানের প্রেম। গল্প: কাব্য হাসান। চিত্রনাট্য: তানিন রহমান। পরিচালনা: হাসান রেজাউল। অভিনয়ে: তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রূবাইয়া এশা, কচি খন্দকার, রেশমা আক্তার, শেলী আহসান, মুসাফির সৈয়দ বাচ্চু, আনন্দ খালিদ, আব্দুল্লাহ রানা, অনিক, সুমন পাটোয়ারী প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক: প্রাণের মানুষ। রচনা: মনসুর রহমান চঞ্চল। পরিচালনা: মাহমুদ হাসান রানা। অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া শিমু, তারিক আনাম খান, শিল্পী সরকার অপু প্রমুখ। রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে একক নাটক: দু’জন দু’জনার। রচনা ও পরিচালনা: মারুফ হোসেন সজিব। অভিনয়ে: ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: খুচরা পাপী। রচনা: জুয়েল এলিন। পরিচালনা: জিয়াউদ্দীন আলম। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, সুমাইয়া মির্জা, জুলফিকার চঞ্চল প্রমুখ।

এটিএন বাংলা
সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: বিসিএস টু। পরিচালনা: আনিসুর রহমান রাজিব। অভিনয়ে: শামীম সরকার, সামান্তা পারভেজ। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: শেষটা তুমি। পরিচালনা: মাহমুদ মাহিন। অভিনয়ে: মুশফিক ফারহান, স্পর্শিয়া। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: বিয়ে টিয়ে। পরিচালনা: মুহম্মদ মিফতা আনন। অভিনয়ে: নিলয় আলমগীর, সাফা কবীর। রাত ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: বিটুইন আস। রচনা: মশিউর রহমান। পরিচালনা: সহিদ-উন-নবী। অভিনয়ে: শামীম সরকার, অনিন্দিতা মিমি, মুনিরা মিঠু প্রমুখ।

আরো পড়ুন:

ঈদের দ্বিতীয় দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

ঈদে তারকারা কে কোথায়?

দীপ্ত টিভি
সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক: আপনি না তুমি। পরিচালনা: মুরসালিন শুভ। অভিনয়ে: খায়রুল বাসার, কেয়া পায়েল। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: কোন এক বসন্ত বিকেল। পরিচালনা: সৈয়দ শাকিল। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ। রাত ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক: গুড ডক্টর। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: কথা হবে হিসাব করে। রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: ভেসে যাওয়া কোন হাওয়ায়। পরিচালনা: মোসাব্বের হোসেন মুয়ীদ। অভিনয়ে: সাদিয়া আয়মান, তানজিম সাইয়ারা তটিনী প্রমুখ।

চ্যানেল আই
বিকাল সাড়ে ৪টায় প্রচার হবে টেলিফিল্ম: তোমাদের গল্প। পরিচালনা: মোস্তফা জামাল রাজ। অভিনয়ে: জোভান, তটিনী, দিলারা জামান। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: ইতির ঈদি। পরিচালনা: রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে: জোভান আহমেদ, কেয়া পায়েল। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক: টোনাটুনির সংসার। পরিচালনা: সৈয়দ শাকিল। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ।

বৈশাখী টিভি
বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ব্লাক মানি। পরিচালনা: হাসান জাহাঙ্গীর। অভিনয়ে: ওমর সানী, কাজী হায়াৎ, হাসান জাহাঙ্গীর, ডন, অমিত হাসান। বিকাল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: মানি লোকের মান। পরিচালনা: ফরিদুল হাসান। অভিনয়ে: জাহের আলভী, মিহি, আব্দুল্লাহ রানা, স্বপ্নীল সাথী প্রমুখ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: শাশুড়ির বিয়ে। পরিচালনা মাহমুদ হাসান রানা। অভিনয়ে: মীর সাব্বির, আ খ ম হাসান, মিহি, শিল্পী সরকার অপু। রাত সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: লন্ডনি জামাই। পরিচালনা: আল হাজেন। অভিনয়ে: রাশেদ সীমান্ত, অহনা, আহসানুল হক মিনু। রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ট্রাক ড্রাইভার। পরিচালনা: রুহুল আমিন শিশির। অভিনয়ে: শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, পুতুল প্রমুখ।

আরটিভি
সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক: অপুর সংসার। রচনা: লিমন আহমেদ। পরিচালনা: নিকুল কুমার মন্ডল। অভিনয়ে: ইরফান সাজ্জাদ, ফারিয়া শাহরিন প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক: এক্সট্রা। রচনা ও পরিচালনা: ইমাম হোসেন শামীম। অভিনয়ে: ইরফান সাজ্জাদ, রুকাইয়া জাহান চমক প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে একক নাটক: হোটেল মায়ের দোয়া। পরিচালনা: সেলিম রেজা। অভিনয়ে: সাব্বির অর্ণব, মাহিমা প্রমুখ।

নাগরিক টিভি
রাত ৮টায় প্রচার হবে একক নাটক: আদুরে মেয়ে। পরিচালনা: সাদমান রনি। অভিনয়ে: জাহের আলভী, তিথি প্রমুখ।

বাংলাভিশন
রাত ১০টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: ভবঘুরে ভালোবাসা। রচনা ও পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে জোভান, তটিনী প্রমুখ।

মাছরাঙা টিভি
রাত ৮টায় প্রচার হবে একক নাটক: শো অফ। রচনা: অনিক। পরিচালনা: বর্ণ নাথ। অভিনয়ে: নিলয়, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক: ফিরে দেখা। রচনা ও পরিচালনা: মহিদুল মহিম। অভিনয়ে: জোভান, তটিনী প্রমুখ।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন টক ধ র ব হ ক ন টক ন টক ট ল ফ ল ম সরক র রহম ন

এছাড়াও পড়ুন:

আসামিদের হুমকিতে অসহায় মা, নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

খুলনা মহানগরীর লবণচরার বাংলাদেশ সী ফুডস রোড এলাকার ঘের ব্যবসায়ী মো. আলমগীর হোসেন বিদ্যুৎ (২৪) হত্যা মামলার বিচার কাজ এক যুগ অতিবাহিত হলেও এখনো শেষ হয়নি। মামলার দীর্ঘ সূত্রিতার কারণে আসামিরা জামিনে বের হয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন নিহতের পরিবারকে। তাদের বিরুদ্ধে বাদীর অপর ছেলেকে হত্যার ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। 

এ অবস্থায় সাক্ষীদের নিরাপত্তা দিয়ে সাক্ষ্য গ্রহণের ব্যবস্থা এবং আসামিদের অপতৎপরতা থেকে রক্ষা করে দ্রুত মামলা নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন নিহত বিদ্যুতের মা জাহানারা বেগম। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বিচার বিভাগ, পুলিশ বিভাগ ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

আরো পড়ুন:

কেএমপির ৮ থানার ওসি রদবদল

জলবায়ু পরিবর্তন আজকের বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ইইউ রাষ্ট্রদূত

লিখিত বক্তব্যে জাহানারা বেগম বলেন, ‍“২০১২ সালের ৪ ডিসেম্বর সন্ত্রাসীরা আমার ছোট ছেলে মো. আলমগীর হোসেন ওরফে বিদ্যুৎকে (২৪) নগরীর খানজাহান আলী (র.) সেতু এলাকায় নিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর ৭ ডিসেম্বর আমি বাদী হয়ে খুলনা সদর থানায় হত্যা মামলা করি (মামল নং- ০৩)। মামলাটি বর্তমানে খুলনা মহানগর দায়রা জজ (মামলা নং: ৪৪৯/১৫) বিচারাধীন আছে।” 

“মামলায় লবণচরা বাংলাদেশ সী ফুডস রোড এলাকার নাজিম খলিফার দুই ছেলে আরমান খলিফা ও আরিফ খলিফা, লবণচরা মোহাম্মদীয়া পাড়া মসজিদ এলাকার আব্দুল জলিল হাওলাদারের ছেলে হারুন হাওলাদার, লবণচরা ইব্রাহীমিয়া মাদরাসা রোড এলাকার হামিদ মিস্ত্রীর ছেলে মো. সিরাজ এবং লবণচরা মোক্তার হোসেন রোড এলাকার হযরত আলী ফকিরের ছেলে বাদল ফকিরকে আসামি করা হয়। এ মামলায় আসামিরা বিভিন্ন সময় গ্রেপ্তার হয়ে কারাগারেও ছিলেন। আসামিরা জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বের হয়ে মামলা তুলে নিতে নানাভাবে হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। এই সব আসামিদের বিরুদ্ধে একাধিক থানায় বিভিন্ন মামলাও রয়েছে”, যোগ করেন তিনি।

জাহানারা বেগম অভিযোগ করে বলেন, “আমার কলিজার টুকরো সন্তানকে হত্যা করেও সন্ত্রাসীরা ক্ষ্যান্ত হয়নি। উপরন্ত জামিনে মুক্তি পেয়ে তারা এখন মামলা তুলে নিতে আমি ও আমার এক মাত্র সন্তান এবং মামলার স্বাক্ষীদের জীবননাশসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এ বিষয়ে বারবার সাধারণ ডায়রি (জিডি) করার ফলে হত্যাকারী-সন্ত্রাসীরা ক্ষুদ্ধ হয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছে। যে কোন সময় তারা আমি ও আমার বড় ছেলেসহ আমার পরিবারের সদস্যদের বড় ধরণের ক্ষতি করতে পারে। এ অবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি।”

তিনি আরো বলেন, “হত্যাকারী-আওয়ামী সন্ত্রাসীদের ভয়ে আমি এখন পর্যন্ত খুলনা ও লবণচরা থানায় চারটি সাধারণ ডায়রি করেছি। সর্বশেষ গত ৩ মার্চও আমি লবণচরা থানায় জিডি করি। কারণ ২ মার্চ দুপুরে মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি আরমান তার ভাই আরিফ এবং অপর আসামি জুয়েল শেখ, হারুন হাওলাদার, সিরাজ ও বাদল ফকিরসহ আরো অনেকে আমার বাসার সামনে এসে মামলা তুলে নেয়ার জন্য ভয়ভীতি ও হুমকি দেয়। এমনকি তারা আমাকে ও আমার বড় ছেলে জাহাঙ্গীর হোসেন বিপ্লবকেও হত্যা করবেন বলেও হুমকি দেয়। এ ছাড়া, একই ধরণের ভয়ভীতি ও হুমকির কারণে আমি ২০১৪ সালের ৪ মার্চ ও ২ মে খুলনা থানায় এবং একই বছরের ৪ মে জীবনের নিরাপত্তা চেয়ে লবণচরা থানায় সাধারণ ডায়রি করি।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • আসামিদের হুমকিতে অসহায় মা, নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি