লক্ষ্মীপুরে চাচাকে লক্ষ্য করে গুলি, ভাতিজি গুলিবিদ্ধ
Published: 2nd, April 2025 GMT
লক্ষ্মীপুরে অস্ত্রধারীদের গুলিতে ছয় বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাচারি বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর বিবেচনায় রাতেই ঢাকায় পাঠানো করা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, অস্ত্রধারীরা শিশুটির চাচা ওহিদ হোসেনকে লক্ষ্য করে গুলি করেছিল। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর ভাতিজির গায়ে লাগে। গুলিবিদ্ধ শিশুটির নাম আবিদা সুলতানা। সে ওই বাড়ির মো.                
      
				
শিশুটির অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অরূপ পাল। তিনি বলেন, গুলিবিদ্ধ এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। গুলিটি তাঁর পেটে বিদ্ধ হয়ে বের হয়ে গেছে। শরীরে গুলি প্রবেশ ও বের হওয়ার চিহ্ন আছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে শিশু আবিদার পরিবারের পূর্ববিরোধ আছে। তাঁর চাচা ওহিদ ঢাকায় থাকেন। ঈদ উপলক্ষে বাড়ি এলে ওই এলাকার ইউসুফ নামে আরেক ব্যক্তি তাঁকে হুমকি দেন। এ নিয়ে ওই দুজনের মধ্যে বিরোধ চলে আসছে। ঘটনার সময় ইউসুফের নেতৃত্বে অস্ত্রধারীরা ওহিদকে লক্ষ্য করে গুলি করলে পাশে থাকা শিশুটি গুলিবিদ্ধ হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাউছার হামিদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওহিদ ও ইউসুফের মধ্যে গোলাগুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়। এই দুজনের নামেই থানায় হত্যাসহ একাধিক মামলা আছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব দ ধ হয়
এছাড়াও পড়ুন:
হস্তক্ষেপ নয়, পর্যবেক্ষণ ও সহযোগিতায় বিশ্বাসী টিম ডিরেক্টর রাজ্জা
সংবাদ সম্মেলন তখন শেষ। আব্দুর রাজ্জাককে মনে করিয়ে দেওয়া হলো, ‘‘বাংলাদেশ দলের টিম ডিরেক্টর কিন্তু টসেও ইনপুট দিতেন। আপনি কি…?’’ রাজ্জাক মুখে হাসি আটকে রাখেন। এই পদে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে দায়িত্ব পাওয়া রাজ্জাক স্রেফ এতোটুকুই বলতে পারেন, ‘‘আমাদের থেকে এমন কিছু কখনোই দেখতে পারবেন না। আমরা নতুন কিছু নিয়ে ভাববো।’’
জাতীয় দলকে নিয়ে সেই ভাবনা থেকেই আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড একজনকে টিম ডিরেক্টর নিয়োগ দিয়েছে। সাম্প্রতিক সময়ের জাতীয় পুরুষ দলের ব্যর্থতার কারণে আলোচনা হচ্ছিল, ক্রিকেট পরিচালনা বিভাগের ওপরে একটি ছায়া বিভাগ থাকবে যারা সরাসরি জাতীয় দল পর্যবেক্ষণ করবে।
সেই ছায়া বিভাগে সাবেক ক্রিকেটাররাই থাকবেন। প্রথম টিম ডিরেক্টর হিসেবে রাজ্জাক পেলেন দায়িত্ব। কেন টিম ডিরেক্টর নিয়োগ দেওয়ার প্রয়োজন অনুভব হলো সেই প্রশ্ন করা হয় তাকে। নাজমুল হাসান বোর্ড সভাপতির দায়িত্বে থাকার সময় টিম ডিরেক্টর পদটি বেশ আলোচনার জন্ম দিয়েছিল। সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ এই দায়িত্ব পালন করেছেন বিশ্বকাপসহ বেশ কয়েকটি সিরিজে। দলের সঙ্গে গভীরভাবে মিশে যেতেন তিনি। টস থেকে শুরু করে টিম মিটিংয়ে দিতেন ইনপুট। যা নিয়ে পরবর্তীতে অভিযোগ করেছিলেন কোচ ও অধিনায়ক।
তবে রাজ্জাক নিজের কাজ, পরিধি এবং দায়িত্ব সম্পর্কে সচেতন বলেই নিশ্চিত করলেন,"অন্যান্য যে কোনো টিম ডিরেক্টরের মতোই হবে আমার কাজ। আমি সব কিছু পর্যবেক্ষণ করব, সব কিছুতে নজর রাখব। আর কখনও যদি টিম ম্যানেজমেন্ট মনে করে আমার কোনো সহযোগিতা প্রয়োজন, তাহলে সেটিও দেওয়ার চেষ্টা করব। তাদের সাহায্য প্রয়োজন হলে আমি করব।"
"ক্রিকেট বোর্ডের মনে হয়েছে, দলের সঙ্গে একজন টিম ডিরেক্টর থাকলে ভালো হবে। এই পদটি কিন্তু আগেও ছিল। অনেক দিন ধরেই ছিল। সাম্প্রতিক সময়ে বোর্ড পরিচালকের সংখ্যা কম থাকায় হয়তো দলের সঙ্গে কেউ যায়নি। তবে এর আগে প্রায় সিরিজেই দলের সঙ্গে টিম ডিরেক্টর থাকত।" - যোগ করেন তিনি।
ঢাকা/ইয়াসিন