পাবনায় ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, ৯ পরিবহনকে জরিমানা
Published: 4th, April 2025 GMT
ঈদের ছুটি শেষে পাবনায় বিভিন্ন রুটের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৭টি বাস ও ২টি সিএনজিচালিত অটোরিকশাকে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা শহর ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্বে দেন অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান। তাঁকে সহযোগিতা করে সেনাবাহিনী।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে যানবাহনগুলোতে যাত্রীর চাপ তৈরি হয়েছে। আর এ সুযোগে পরিবহনমালিকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন, যাত্রীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। পাবনা থেকে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় চলাচলকারী কয়েকটি বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেছে। অনেক বাসের কাউন্টারে টিকিটের মূল্য না লিখেই ভাড়া আদায় করতে দেখা যায়। এসব কারণে মাছরাঙা ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস কাউন্টারকে ১০ হাজার, সরকার ট্রাভেলসকে ২ হাজার ও কিংস ট্রাভেলসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া গাড়িতে মূল্যতালিকা না রাখায় মহানগর ও রিলাক্স পরিবহনকে ৪ হাজার করে মোট ৮ হাজার টাকা, ৬৩০ টাকার ভাড়া ৭০০ টাকা নেওয়ায় দুই টিকিট কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জেলার বেড়া উপজেলার কাজিরহাট ফেরিঘাটমুখী দুটি সিএনজিচালিত অটোরিকশা অতিরিক্ত ভাড়া আদায় করায় ৪ হাজার করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব পরিবহন থেকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মাহমুদ হাসান বলেন, ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় বড় অপরাধ। এমন অপরাধ রোধ ও যাত্রীদের সেবায় এ অভিযান চালানো হয়েছে। ঈদের ফিরতি যাত্রা শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালন করতে যাওয়ার সময় দুর্ঘটনা, আহত ২৭ নারী পুলিশ সদস্য
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন নারী পুলিশ সদস্যের একটি দল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বহনকারী বাস একটি গাছে ধাক্কা দেয়। এতে বাসে থাকা ২৭ নারী পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশলাইনসের ভেতর এই ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, নগরের সাগরিকা এলাকায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালনে যাচ্ছিলেন নারী পুলিশ সদস্যরা। তাঁদের বহনকারী বাস দামপাড়া পুলিশলাইনসের ভেতরে উঁচু স্থান থেকে ঢালু রাস্তায় নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসে থাকা ২৭ পুলিশ সদস্য আহত হন।
ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন। এ সময় আহত অনেক পুলিশ সদস্যকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে পুলিশ লাইন্সের ভেতরে রাখা হয়েছে। আহতদের সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক প্রথম আলোকে বলেন, আহত ২৭ জনের মধ্যে ১৪ জন দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তাঁদের মধ্যে দুজন এখনো চিকিৎসাধীন। ১২ জন চিকিৎসা শেষে পুলিশ হাসপাতালে চলে যান। সেখানে বর্তমানে ২৫ জন চিকিৎসাধীন, তবে আশঙ্কাজনক অবস্থায় কেউ নেই।