পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মোহসিন নকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি আগামী দুই বছর এই দায়িত্ব পালন করবেন। নকভি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান শাম্মি সিলভার স্থলাভিষিক্ত হলেন।

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) বিকেলে অনলাইনে অনুষ্ঠিত এসিসি’র বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তান আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে পাকিস্তান এশিয়ার ক্রিকেটকে আরও প্রসারিত ও শক্তিশালী করার নেতৃত্ব দেবে। নতুন নেতৃত্বের মাধ্যমে এশিয়ান ক্রিকেটের বিকাশ ও সংহতি আরও বাড়বে।’’

আরো পড়ুন:

বিশ্বকাপ বাছাইয়ের বিমানে বাংলাদেশ নারী দল

আবারো জরিমানা গুনলো পাকিস্তান

২০২৪ সালের প্রথম প্রান্তিকে মোহসিন নকভি পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বে পাকিস্তান তিনটি স্টেডিয়ামের সংস্কার করেছে এবং ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য হাইব্রিড মডেল গ্রহণ করে। ক্রিকেট ছাড়াও প্রশাসনিক ক্ষেত্রে তার অভিজ্ঞতা রয়েছে। তিনি পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন এবং পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী ছিলেন।  

নতুন দায়িত্ব গ্রহণের পর মোহসিন নকভি বলেন, ‘‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। এশিয়া বিশ্ব ক্রিকেটের প্রাণকেন্দ্র এবং আমি সব সদস্য দেশের সঙ্গে কাজ করে এশিয়ান ক্রিকেটকে আরও এগিয়ে নিতে চাই।’’

‘‘একসঙ্গে কাজ করে আমরা নতুন সুযোগ সৃষ্টি করব, পারস্পরিক সহযোগিতা বাড়াব এবং এশিয়ান ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাব। এছাড়া, বিদায়ী সভাপতি শাম্মি সিলভাকে তার অসামান্য নেতৃত্ব ও অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।’’

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

তালেবানের আমন্ত্রণে আফগানিস্তান সফরে মামুনুল হকসহ সাত আলেম

ইমারাত এ ইসলামিয়ার (তালেবান সরকার) আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ দেশের শীর্ষস্থানীয় সাতজন আলেম। সফরে আফগানিস্তানের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ আলেম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন তাঁরা।

গতকাল বুধবার সকালে আলেমদের এই প্রতিনিধিদল আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান। এই দলে মাওলানা মামুনুল হক ছাড়াও আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফরে বাংলাদেশের আলেমদের প্রতিনিধিদল ইমারাত এ ইসলামিয়া (তালেবান) সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ ওলামায়ে কেরাম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে, সে প্রসঙ্গেও তাঁরা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন।

আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান নেতাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের আলেমদের প্রতিনিধিদলের সদস্যরা

সম্পর্কিত নিবন্ধ