পিএসএলের কারণে বদলে যাচ্ছে লাহোরে স্কুলের সময়
Published: 4th, April 2025 GMT
লাহোরে পিএসএলের ম্যাচের জন্য বদলে যাচ্ছে সেখানকার সরকারি ও বেসরকারি স্কুলের ছুটি। স্কুলের সূচি পরিবর্তনের বিষয়টি সম্প্রতি ঘোষণা করেছে পাঞ্জাব সরকার। গতকাল থেকে শুরু হওয়া স্কুলের সময়সূচি ২১ এপ্রিল পর্যন্ত চলবে।
পাঞ্জাব সরকারের ঘোষণা অনুযায়ী লাহোরের সব সরকারি ও বেসরকারি স্কুল এই কয়েক দিন স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। পিএসএলের ম্যাচগুলো যেহেতু স্থানীয় সময় বিকেল ও সন্ধ্যায়, সেগুলো উপভোগ করতে স্কুলের ছাত্রদের যেন সমস্যা না হয়, এমন সিদ্ধান্তের এটা একটা কারণ।
পিএসএলের ম্যাচ খেলতে দলগুলো যখন হোটেল থেকে মাঠে যাবে এবং মাঠ থেকে হোটেলে ফিরবে, সে সময় রাস্তা বন্ধ করে দেওয়া হবে। ওই সময় স্কুলগুলো ছুটি হলে রাস্তায় যানজটের সৃষ্টি হতে পারে। সেটা এড়ানো এবং স্কুলপড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবেও এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত হতে যাওয়া পিএসএলের দশম আসরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামসহ সব ভেন্যু মিলিয়ে মোট ম্যাচ হবে ৩৪টি। ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের মধ্যকার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে।
আরও পড়ুনপিএসএল প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার০৫ জানুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
লামিনে ‘মেসি’ ইয়ামাল
১৭ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো: ১৯ ম্যাচ, ৫ গোল, ৪ গোলে সহায়তা।
১৭ বছর বয়সী লিওনেল মেসি: ৯ ম্যাচ, ১ গোল, গোলে সহায়তা নেই।
১৭ বছর বয়সী লামিনে ইয়ামাল: ১০০ ম্যাচ, ২২ গোল, ৩৩ গোলে সহায়তা।
মেসি–রোনালদোর সঙ্গে তুলনা নয়, লামিনে ইয়ামালের শুরুটা বোঝাতে এই পরিসংখ্যান হাজির করেছে টিএনটি স্পোর্টস। ধূমকেতুর মতো শুরু হলেও ধূমকেতুর মতোই মিলিয়ে যাওয়ার পাত্র তিনি নন।
বার্সেলোনার এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে গত রাতের ম্যাচটি স্মরণ করতে পারেন। ৬ গোলের থ্রিলার, যেখানে বার্সেলোনা–ইন্টার মিলান সেমিফাইনাল প্রথম লেগের ‘ক্লাসিক’ লড়াই ৩–৩ গোলে অমীমাংসীত। দুই দলের হয়েই ‘সুপার হিরো’ ছিলেন বেশ কজন। ইন্টারের যেমন ডেনজেল ডামফ্রিস ও মার্কাস থুরাম, বার্সার তেমনি রাফিনিয়া, ফেরান তোরেসরা। কিন্তু সবাইকে ছাপিয়ে ঠিকই রবির কিরণের মতো আলো দিয়েছেন এক কিশোর—লামিনে ইয়ামাল নাসরাউয়ি এবানা। সংক্ষেপে লামিনে ইয়ামাল।
আরও পড়ুন৬ গোলের থ্রিলারে বার্সেলোনা–ইন্টার সেয়ানে সেয়ানে টক্কর৮ ঘণ্টা আগে২৪ মিনিটে ইয়ামালের করা গোলটির প্রসঙ্গে পরে আসা যাবে। যেভাবে খেলেছেন তাতে গোলটি না করলেও লোকে কাল রাতে তাঁর পারফরম্যান্স মনে রাখতেন। পরিসংখ্যান বলছে ১০২টি টাচ, একটি গোল, ২টি গোল হওয়ার মতো পাস, ৬টি শট (পোস্টে মেরেছেন দুবার) এবং ১০টির মধ্যে ৬টি সফল ড্রিবলিং।
কিন্তু পরিসংখ্যানে এ তথ্য নেই—মাঠে ডান প্রান্তকে ইয়ামাল ফাইনালে ওঠার হাইওয়ে বানিয়ে যতবার কাট–ইন করে ইন্টারের বক্সে ঢুকেছেন, সেটা আসলে ইতালিয়ান ক্লাবটির রক্ষণের জন্য দুঃস্বপ্নের। প্রতিবারই মৌমাছির মতো ছেঁকে ধরা হয়েছে ইয়ামালকে। কিন্তু আটকানো কি সম্ভব হয়েছে? রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওগুলো ভাসছে। সেসব আসলে ইয়ামালের পায়ের কারুকাজে ইন্টারের রক্ষণকে স্রেফ খোলামকুচির মতো উড়িয়ে দেওয়ার ভিডিও।
ইয়ামাল কত ভয়ংকর সেটা এই এক ছবিতেই পরিস্কার। সবাই ছেঁকে ধরেও তাঁকে আটকাতে পারেননি