জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের সোমবার ঢাকায় পৌঁছানোর কথা। সিলেটে টেস্ট দলের ক্যাম্পের প্রস্তুতির দিন-তারিখও ঠিক হবে আজ। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের দল ঘোষণার অপেক্ষায় আছেন নির্বাচকরাও। গাজী আশরাফ হোসেন লিপুরা গতকাল স্কোয়াড চূড়ান্ত করেছেন। বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া। 

হোম সিরিজের দলে খুব একটা পরিবর্তন করা হবে না বলে জানায় নির্বাচক প্যানেল। ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বেছে নেওয়া হতে পারে সেরা ১৫ জনকে। লিটন কুমার দাসকে পিএসএলে খেলার ছাড়পত্র দেওয়ায় মাহিদুল ইসলাম অংকনকে রাখা হতে পারে বিকল্প কিপার ব্যাটার হিসেবে। নাহিদ রানাকে প্রথম টেস্টের পর পিএসএল খেলার অনুমতি দেওয়ায় পেস বোলিং বিভাগে নেওয়া হতে পারে খালেদ আহমেদকে। 

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো করতে না পারা সাহাদাত হোসেন দিপুর সুযোগ নেই। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর অভিজ্ঞ মুশফিকুর রহিম দলে ফেরায় মিডলঅর্ডারে নতুন কাউকে সুযোগ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ। 

যদিও এবার জাতীয় লিগে অসাধারণ পারফরম্যান্স করে জাতীয় দলে ডাক পাওয়ার দাবি জোরালো করেছেন সিলেট বিভাগের হয়ে খেলা নারায়ণগঞ্জের উইকেটরক্ষক ব্যাটার অমিত হাসান। ২৩ বছর বয়সী এ ব্যাটার লিগের ৭৮৫ রান করে টেবিলের শীর্ষে থেকে লিগ শেষ করেন। টেস্ট দলে মূলত ওপেনিং জুটি নিয়ে সংগ্রাম করতে হচ্ছে। সাদমান ইসলামের সঙ্গে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানকে রাখা হতে পারে। 
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।

নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। 

নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।

মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।

১৯৯২ সালে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।

ঢাকা/আহসান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ