ছাত্রলীগ নেতাকে পিটুনির পর পুলিশে সোপর্দ
Published: 5th, April 2025 GMT
চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। তাঁর নাম শফিকুর রহমান (২৫)। তিনি উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল এলাকার ফারুক আহমদের ছেলে। গতকাল শুক্রবার রাতে উপজেলার এওচিয়ার চূড়ামণি এলাকায় তাঁকে আটক করে স্থানীয় বাসিন্দারা পিটুনি দেন।
শফিকুর রহমান ছাত্রলীগের সাতকানিয়া উপজেলা শাখার সহসভাপতি। এর আগে তিনি সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেন। এ ছাড়া চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি।
পুলিশ জানায়, গতকাল রাত ১০টার দিকে সোনাকানিয়ার মির্জাখীলের গ্রামের বাড়ি থেকে এওচিয়ার চূড়ামণি ও বাঁশখালী হয়ে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিলেন শফিকুর রহমান। তিনি চূড়ামণি এলাকায় পৌঁছালে স্থানীয় কিছু লোকজন তাঁকে চিনতে পেরে আটক করেন। এরপর তাঁকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের বিক্ষোভ
সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ ও আশাশুনি) সংসদীয় আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মনোনয়নবঞ্চিত দলটির অপর কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা. শহিদুল আলমের সমর্থকরা।
সোমবার (৩ নভেম্বর) রাতে জেলার কালিগঞ্জ উপজেলার নলতার হাসপাতাল মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি সানি মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন:
মনোনয়ন না পেয়ে হাজী ইয়াছিনের সমর্থকদের মহাসড়কে বিক্ষোভ
ইবিতে কুরআন ও হিজাববিরোধী মন্তব্যের প্রতিবাদ শিক্ষার্থীদের
সমাবেশে বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি কর্মী এসএম হাফিজুর রহমান বাবু।
বক্তারা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
ঢাকা/শাহীন/মাসুদ