মিয়ানমারের রাখাইন সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) অধিকৃত রাখাইন রাজ্যের মংডু টাউনশিপসহ আশপাশের এলাকায় নতুন করে গোলাগুলি ও সংঘাতের খবর পাওয়া গেছে। কয়েক দিন বন্ধ থাকার পর আরাকান আর্মির সঙ্গে সংঘাতে জড়িয়েছে আরেক সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। সংঘাতে উভয় পক্ষের বেশ কয়েকজন সদস্য হতাহতের খবর পাওয়া গেছে।

মংডু টাউনশিপে মাইকিং করে স্থানীয় রোহিঙ্গাদের আরসার সঙ্গে যোগাযোগ না রাখার ব্যাপারে সতর্ক করেছে আরকান আর্মি। পাশাপাশি মংডুর রোহিঙ্গা অধ্যুষিত সাতটি গ্রাম গতকাল শনিবার থেকে ঘিরে রেখেছে তারা। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে ঠেকাতে সীমান্ত পথসহ বিভিন্ন এলাকায় স্থলমাইন পুঁতে রাখছে। মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনাও ঘটছে। সর্বশেষ আজ রোববার টেকনাফের নাফ নদীর তোঁতারদিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি এক জেলের ডান পা উড়ে গেছে।

সীমান্তের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। রাখাইন থেকে প্রকাশিত অনলাইন গণমাধ্যম নিরিঞ্জারার এক প্রতিবেদনে বলা হয়, ৩ এপ্রিল মংডু টাউনশিপের মায়াওয়াড়ি ও বুচিডং টাউনশিপের খামি গ্রামে বসবাসকারী সংখ্যালঘুদের ওপর হামলা করে চারজনকে (বৌদ্ধ মগ সম্প্রদায়) হত্যা করেছে আরসা সন্ত্রাসীরা। নিহত ব্যক্তিদের বয়স ১৭ থেকে ৪১ বছর। এর আগে ২৯ ও ৩০ মার্চ মংডু টাউনশিপের আশপাশে কয়েকটি গ্রামে আরসার গুলিতে বৌদ্ধ সম্প্রদায়ের বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ২৯ মার্চ দুপুরে মোটরসাইকেল আরোহী পাঁচজন আরাকান আর্মির সদস্যের ওপর অতর্কিত হামলা করেন আরসার অন্তত ৬০ জন সদস্য। এ ঘটনায় আরকান আর্মির দুজন সদস্য নিহত হন। মূলত এ ঘটনার পর আরাকান আর্মির সদস্যরা সেখানকার রোহিঙ্গা মুসলমানদের ওপর কড়া নজরদারি রাখছেন। বিকেল পাঁচটার পর কাউকে ঘর থেকে বেরোতে দিচ্ছেন না।

সীমান্তের একাধিক সূত্র জানায়, ৪ এপ্রিল দুপুরে মংডু টাউনশিপের একটি গ্রামে আরসা সদস্যদের অবস্থানের খবর পেয়ে সেখানে হামলা চালিয়ে দুটি ভারী অস্ত্র জি-৩ রাইফেলসহ গোলাবারুদ জব্দ করে আরাকান আর্মি। এ সময় আরাকান আর্মির গুলিতে আরসার দুজন সদস্য নিহত হন।

১১ মাসের বেশি সময় ধরে লড়াই-সংঘাতের পর গত বছরের ৮ ডিসেম্বর রাখাইন রাজ্যের ৮০-৯০ শতাংশ এলাকা (২৭০ কিলোমিটার) নিয়ন্ত্রণে নেয় আরাকান আর্মি। এরপর রাজ্যের রাজধানী সিথুয়ে (আকিয়াব) দখলে মরিয়া হয়ে ওঠে আরকান আর্মি। চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি দুই মাস রাখাইনে শান্ত অবস্থা বিরাজ করলেও মার্চের শুরু থেকে আবার সংঘাতে জড়ায় দুই সশস্ত্র গোষ্ঠী।

গত ১৭ মার্চ গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ১০ তলা ভবনের ফ্ল্যাট থেকে আরসার প্রধান কমান্ডার আতাউল্লাহ আবু আম্মার জুনুনীসহ গোষ্ঠীর ১০ জন সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর আতাউল্লাহসহ ছয়জনকে পৃথক দুটি মামলায় ১০ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন পুলিশসহ তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা। আতাউল্লাহসহ গ্রেপ্তার কয়েকজনের বিরুদ্ধে কক্সবাজারের উখিয়া থানায় চারটি ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় একটিসহ মোট পাঁচটি হত্যা মামলা আছে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, আতাউল্লাহসহ গ্রেপ্তার আরসা সদস্যরা বর্তমানে নারায়ণগঞ্জে আছেন। সেখানকার তদন্ত শেষ হলে কক্সবাজারের হত্যা মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হবে এবং তাঁদের কক্সবাজারে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

সীমান্তের একাধিক সূত্র ও রোহিঙ্গা নেতারা জানান, আতাউল্লাহর অবর্তমানে আরসা কমান্ডারের দায়িত্ব পালন করছেন শেখ বোরহান নামে গোষ্ঠীটির আরেক কমান্ডার। তিনি আতাউল্লাহর বিশ্বস্ত সহযোগী। বর্তমানে তিনি আত্মগোপনে থেকে অডিও বার্তার মাধ্যমে রাখাইনে নতুন করে হওয়া সংঘাতের নেতৃত্ব দিচ্ছেন।

আতঙ্কে দুই পারের রোহিঙ্গারা

রাখাইনে আরসা ও আরাকান আর্মির মধ্যে আবার সংঘাত শুরু হওয়ায় আতঙ্কে আছেন রাখাইনে মংডু টাউনশিপে বসবাসরত দেড় লাখ রোহিঙ্গা। কক্সবাজারের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গারাও উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১৩ লাখের বেশি। এর মধ্যে ৮ লাখ এসেছেন ২০১৭ সালের ২৫ আগস্টের পরের কয়েক মাসে। গত আট বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উল্টো গত কয়েক মাসে আরাকান আর্মির নির্যাতনের শিকার হয়ে রাখাইন থেকে ৭০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে কক্সবাজারের আশ্রয়শিবিরে আশ্রয় নিয়েছেন।

রোহিঙ্গাদের সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানিটির সভাপতি মোহাম্মদ জোবায়ের বলেন, রাখাইনে নতুন সংঘাত রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রমকে আরও দীর্ঘায়িত করবে। তা ছাড়া রাখাইনে থেকে যাওয়া কয়েক লাখ রোহিঙ্গার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। বেশ কিছু রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে। সম্প্রতি জান্তা সরকার কক্সবাজারে আশ্রয়শিবিরে থাকা ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে আরাকান আর্মি সেখানকার রোহিঙ্গাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদের চক্রান্ত করছে। এর মাধ্যমে বাংলাদেশ সরকার, জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল যাতে তাদের (আরাকান আর্মি) সঙ্গে কথা বলে, তারা এই বার্তা দেওয়ার চেষ্টা করছে।

উখিয়ার লম্বাশিয়া আশ্রয়শিবিরের রোহিঙ্গা নেতা কামাল আহমদ বলেন, আতাউল্লাহ ছিলেন রোহিঙ্গা প্রত্যাবাসনবিরোধী। রাখাইনে বছরব্যাপী চলা যুদ্ধে আরাকান আর্মির বিরুদ্ধে ও জান্তা সরকারের পক্ষে লড়েছিল আরসা। আরসাকে সহযোগিতার জন্য রোহিঙ্গাদের অভিযুক্ত করে আসছে আরাকান আর্মি। এ কারণে দুই মাস ধরে সেখানকার রোহিঙ্গাদের ওপর অত্যাচার-নির্যাতন বাড়িয়েছে দখলদার সশস্ত্র গোষ্ঠীটি। আরসা আবার সংঘাতে জড়ানোয় রোহিঙ্গারাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

আরিফ হোসাইন বলেন, আশ্রয়শিবিরে আরসা এবং আরএসওর (আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন) মধ্যে কয়েক বছর ধরে গোলাগুলি-সংঘর্ষের ঘটনা ঘটেছে। মার্চের অভিযানে নারায়ণগঞ্জ থেকে আরসাপ্রধান আতাউল্লাহকে গ্রেপ্তারের পর আশ্রয়শিবিরে আরসার তৎপরতা থেমে যায়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সশস ত র গ ষ ঠ আর ক ন আর ম র ট উনশ প র জন সদস য র খ ইন আরস র র ওপর

এছাড়াও পড়ুন:

বিএনপি ও জামায়াতের কাছে কেন আরপিওর ২১ ধারা গুরুত্বপূর্ণ হয়ে উঠল

নির্বাচনের আগেই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে অনেকটাই মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। এ নিয়ে গত ছয় দিনে দল দুটির পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে নির্বাচন-সংক্রান্ত আইন আরপিওর ২১ ধারার সংশোধনীর পরিবর্তন। জামায়াত মনে করে, সরকার বিএনপির চাপে নতি স্বীকার করে উপদেষ্টা পরিষদে অনুমোদিত খসড়া সংশোধনী বাতিল করেছে। আর বিএনপি মনে করে, জামায়াত নির্বাচন পেছাতে চায়।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশের খসড়ায় ২১ ধারার পরিবর্তন করে; যা গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত হয়। আরপিওর ২১ ধারা সংশোধনীর ওই পরিবর্তন বহাল থাকলে কোনো দল জোটগত নির্বাচন করলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে বাধ্য ছিল। ৩০ অক্টোবর সেটি আবার পরিবর্তন করার সিদ্ধান্ত হয়। তাতে জোটগত নির্বাচন করলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করার বাধ্যবাধকতা থাকছে না। এতে জামায়াত বেশ ক্ষুব্ধ হয়।

যদিও সরকারের দিক থেকে এই নতুন সিদ্ধান্তের তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে সরকার-সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে সেটি শুধু বিএনপির দাবির কারণে নয়, ছোট বিভিন্ন দলেরও দাবি ছিল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘সরকার নিশ্চিত করেছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। আমরা সরকারের কথায় বিশ্বাস করি। সুতরাং এখন থেকে আমাদের সব কার্যক্রম নির্বাচনকেন্দ্রিক। এখন সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী কীভাবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করবে, সেটি তাদের বিষয়। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে যতটুকু সহযোগিতা দেওয়া দরকার, সেটা বিএনপি করবে।’

বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। যতই সময় যাচ্ছে...একটা পুরোপুরি নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বিএনপি

এ দিকে আজ সোমবার বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত সভা হবে। তবে অন্য দিন রাতে সভা হলেও আজ দুপুর সাড়ে ১২টায় সভা বসবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজকের সভায় আলোচ্যসূচিতে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার বিষয় থাকবে। তবে জুলাই সনদ বাস্তবায়ন–সংক্রান্ত বিষয়টিও আলোচনায় আসতে পারে।

হঠাৎ কেন সামনে এল আরপিওর সংশোধনী

আরপিওর ২১ ধারার সংশোধন বিএনপি ও জামায়াতের কাছে হঠাৎ করে কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল, সে প্রশ্ন সামনে এসেছে। গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের সভায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫–এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়। আরপিওর ২১ ধারার এই সংশোধনীর ফলে জোটে ভোট করলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হতো। এতে জামায়াত খুশি হলেও বিএনপি ও তার সমমনা দলগুলো অস্বস্তিতে পড়েছিল। এ কারণে এর পরিবর্তন চেয়ে বিএনপি নির্বাচন কমিশন (ইসি) ও আইন উপদেষ্টাকে পৃথক চিঠি দেয়। এর পরেই সরকার আরপিওর ২১ ধারার পরিবর্তন না করার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের ফলে জোটে ভোট করলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে না। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন সিদ্ধান্তে বিএনপি উপকৃত হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, জোটে ভোট করলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হতো, এমন সিদ্ধান্ত কার্যকর হলে ভোটের হিসাব-নিকাশে ক্ষতিগ্রস্ত হতো বিএনপি। অন্য দিকে এতে লাভবান হয় জামায়াতসহ তার মিত্র দলগুলো। এর হিসাবটা হচ্ছে, ছোট দলগুলো বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে আছে একসঙ্গে নির্বাচন করার জন্য এবং সংসদ সদস্য পদে জোটের প্রার্থী হওয়ার আশায়। সে ক্ষেত্রে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীককে ছোট দলগুলোর নেতারা জয়ের ক্ষেত্রে ‘ভরসা’ হিসেবে দেখেন।

...যে কারণে ফ্যাসিজমের যে রাস্তা, আমরা সংস্কারে বন্ধ করতে চেয়েছিলাম, এগুলো ওনারা বন্ধ করতে দিচ্ছে না। সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের নায়েবে আমির, জামায়াত

এখন জোটে ভোট করলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হলে ছোট দলগুলো বিএনপির সঙ্গে নির্বাচন করতে খুব আগ্রহী হবে না। এর কারণ দুটি। প্রথমত, বিএনপির সমর্থন পেলেও ব্যক্তি জনপ্রিয়তা না থাকলে ছোট দলগুলোর নেতাদের নিজ দলীয় প্রতীকে নির্বাচন করে জেতা কঠিন হয়ে পড়বে। অন্য দিকে জোটের প্রার্থী হিসেবে বিএনপি আসন ছাড় দিলেও দলের কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নামলে ভোটে জেতা আরও কঠিন হয়ে পড়বে। সে ক্ষেত্রে বিদ্রোহীকে সরাতে বিএনপির নেতৃত্ব কতটা নিয়ন্ত্রণ করতে পারবে, সে প্রশ্নও আছে।

এ ছাড়া এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর সঙ্গে যুগপৎ কর্মসূচিতে যে আটটি দল আছে, তারা আরপিওর ওই ধারা পরিবর্তনের পক্ষে। অর্থাৎ দলগুলো জোটে ভোট করলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে—এর পক্ষে। এর জন্য দলগুলো যৌথ কর্মসূচিও করছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, জামায়াত যে নির্বাচনী জোট বা নির্বাচনী সমঝোতা করতে চাইছে, সে দলগুলো পরস্পর আস্থাশীল। তাদের কাছে ‘দাঁড়িপাল্লা’ বা ‘হাতপাখা’ বা ‘রিকশা’ প্রতীক কোনো বিষয় নয়। সমঝোতা হলে সবাই ওই প্রতীকের পক্ষে এক হয়ে কাজ করবে। এ নিয়ে তাদের মধ্যে দুশ্চিন্তা নেই। অন্যদিকে বিএনপির জোটের ক্ষেত্রে ভাবনা হচ্ছে, ধানের শীর্ষ প্রতীক না দিলে ভোটের আগেই আসন হারানোর আশঙ্কা থাকবে।

গতকাল সকালে এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার দাবি করেন, একটি দলের সঙ্গে গোপন সমঝোতা করে সরকার আরপিওর সর্বশেষ সংশোধনী বাতিল করেছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বাতিল করা হলে সেটি ন্যক্কারজনক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হবে।

আরপিওর ২১ ধারার এই সংশোধনীর ফলে জোটে ভোট করলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হতো। এতে জামায়াত খুশি হলেও বিএনপি ও তার সমমনা দলগুলো অস্বস্তিতে পড়েছিল। এ কারণে এর পরিবর্তন চেয়ে বিএনপি নির্বাচন কমিশন (ইসি) ও আইন উপদেষ্টাকে পৃথক চিঠি দেয়।

ঐকমত্য কমিশন সুপারিশের পর থেকেই উত্তাপ

২৮ অক্টোবর জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ জমা দেয় ঐকমত্য কমিশন। কমিশন প্রস্তাব দিয়েছে—সংবিধান-সম্পর্কিত সংস্কার বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট হবে। গণভোটে প্রস্তাব পাস হলে আগামী সংসদ ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে। এই সময়ের মধ্যে সংবিধান সংশোধন না করলে আপনা–আপনি সেটা সংবিধানে যুক্ত হবে। এ ছাড়া গণভোট কবে, জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিন নাকি তার আগে—সেটা ঠিক করবে সরকার।

চরম অনৈক্যের পরিস্থিতি তৈরি হয়েছে। এটি রাষ্ট্রের জন্য সুখকর নয়। যে রাজনৈতিক দলগুলো জুলাই গণ-অভ্যুত্থানে যুক্ত ছিল, তারা কীভাবে হারানো ঐক্য ফিরে পেতে পারে, সেটি অন্তর্দৃষ্টি দিয়ে দেখা দরকার।অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ

বিএনপি প্রথমত ক্ষুব্ধ হয় বাস্তবায়নের সুপারিশ থেকে ভিন্নমত বাদ দেওয়ায়। এ ছাড়া সংবিধান সংস্কার পরিষদ গঠন, ২৭০ দিন সময় বেঁধে দেওয়া, সেটা না হলে আপনা-আপনি সংবিধানে যুক্ত হওয়া ইত্যাদি বিষয়ে দলটির আপত্তি আছে। দলটি গণভোট আগে নয়, জাতীয় নির্বাচনের সঙ্গে চায়। জামায়াতের অবস্থান এর পুরো বিপরীত।

এসব নিয়ে পরস্পরকে লক্ষ্য করে দল দুটির রাজনৈতিক বক্তৃতা-বিবৃতি ক্রমেই বাড়তে থাকে। জামায়াতকে ইঙ্গিত করে বিএনপির নেতাদের বক্তব্যে এটা আসছে যে জামায়াত নির্বাচন পেছাতে চায়। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এমন বক্তব্য অবশ্য বিএনপি আরও আগে থেকেই দিয়ে আসছে।

গতকাল দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। যতই সময় যাচ্ছে, ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে।’

জামায়াতকে ইঙ্গিত করে বিএনপির নেতাদের বক্তব্যে এটা আসছে যে জামায়াত নির্বাচন পেছাতে চায়। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এমন বক্তব্য অবশ্য বিএনপি আরও আগে থেকেই দিয়ে আসছে।

এর আগের দিন শনিবার বিএনপির মহাসচিব জামায়াতে ইসলামীর উদ্দেশে বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন, সেটা আপনারা করেছেন।’

পাল্টা বক্তব্য এসেছে জামায়াতের দিক থেকেও। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের গতকাল বিকেলে ঢাকায় এক সেমিনারে বলেছেন, ‘বিএনপি ভেতরে-ভেতরে আবার ফ্যাসিস্ট হওয়ার একটা খায়েশ আছে মনে হচ্ছে। যে কারণে ফ্যাসিজমের যে রাস্তা, আমরা সংস্কারে বন্ধ করতে চেয়েছিলাম, এগুলো ওনারা বন্ধ করতে দিচ্ছেন না।’

অবশ্য সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আবদুল্লাহ মুহাম্মদ তাহের সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলতে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বিএনপি যতই উসকানি দিক, জামায়াত বিএনপির সঙ্গে বিরোধে জড়াতে চায় না। মানুষের মধ্যে একধরনের আতঙ্ক আছে। মানুষের মধ্যে আতঙ্ক দূর করে স্পষ্ট করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। সুতরাং আসুন আমরা সব ভুলে আলোচনায় বসি।’

বিশ্লেষকেরা মনে করছেন, বিএনপি ও জামায়াতের মধ্যে এই মুখোমুখি অবস্থা চলতে থাকলে রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ প্রথম আলোকে বলেন, একটা চরম অনৈক্যের পরিস্থিতি তৈরি হয়েছে। এটি রাষ্ট্রের জন্য সুখকর নয়। যে রাজনৈতিক দলগুলো জুলাই গণ-অভ্যুত্থানে যুক্ত ছিল, তারা কীভাবে হারানো ঐক্য ফিরে পেতে পারে, সেটি অন্তর্দৃষ্টি দিয়ে দেখা দরকার।

সম্পর্কিত নিবন্ধ