অ্যালেন স্বপন ফিরলেন, রোমাঞ্চ ফিরল কি
Published: 7th, April 2025 GMT
আপাদমস্তক শয়তানি কিন্তু মেজাজে রসিক—এমন একটা চরিত্র অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলা চরিত্রটিকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন নাসির উদ্দিন খান। তাঁর উপস্থিতি এতটাই প্রবল যে একাই পুরো সিরিজকে টেনে নিয়ে যেতে পারেন তিনি, সে গল্প যা–ই হোক। এই ধরনের জনপ্রিয়তার নেতিবাচক দিক হলো, প্রধান চরিত্রের পারফরম্যান্সের ওপর অতিনির্ভরতা অনেক সময় চিত্রনাট্য থেকে মনোযোগ সরিয়ে দেয়। চাঁদরাতে চরকিতে মুক্তি পাওয়া ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ কি সে চক্করেই পড়ল?
একনজরেসিরিজ: ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’
ধরন: ক্রাইম ড্রামা
পরিচালনা: শিহাব শাহীন
অভিনয়ে: নাসিরউদ্দিন খান, রাফিয়াত রশিদ মিথিলা, জেফার রহমান, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা
স্ট্রিমিং: চরক
মাইশেলফ অ্যালেন স্বপন-এর প্রথম কিস্তি ছিল দারুণ বুদ্ধিদীপ্ত একটা কাজ। চিত্রনাট্যের আঁটসাঁট গাঁথুনি আর নাসিরউদ্দিন খানের অভিনয়ের গুণে অল্প বাজেটেও ধারালো হয়ে উঠেছিল সিরিজটি। এবার নাসিরউদ্দিন আছেন, পর্দায় তাঁর খ্যাপাটে পারফরম্যান্সও আছে, তবে চিত্রনাট্যের গাঁথুনি কোথাও যেন ঢিলে হয়ে গেছে।
‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ মোটের ওপর উপভোগ্য হয়েছে ঠিকই কিন্তু প্রথম কিস্তির মান ছুঁতে পারেনি। প্রথম মৌসুমে ক্রাইম ড্রামার আড়ালে চিত্রনাট্যে নারী-পুরুষের সম্পর্ক, কামনা-বাসনা নিয়ে সূক্ষ্ম একটা দিক ছিল, এবার সেটা নেই। নির্মাতারা বেছে নিয়েছেন সহজ একটা গল্প, সেখানে অ্যালেন স্বপন হিসেবে নাসিরউদ্দিন যদি না থাকতেন, তাহলে কতটা জমত বলা মুশকিল।
‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’–এ নাসির উদ্দিন খান। চরকি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন স রউদ দ ন
এছাড়াও পড়ুন:
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম।
এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম।
আরো পড়ুন:
ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে
রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা।
বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।
ঢাকা/শান্ত