চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা হারানো সিরাজ যেভাবে জবাব দিচ্ছেন
Published: 7th, April 2025 GMT
জন্মশহর পুনর্জাগরণ!
গত রাতে মোহাম্মদ সিরাজের বোলিং দেখার পর এ কথা বলাই যায়। নিজ শহর হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে কাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নেমেছিলেন সিরাজ। গুজরাট টাইটানসের এই পেসার ১৭ রানে নিয়েছেন ৪ উইকেট। ৯৭ ম্যাচের আইপিএল ক্যারিয়ারে এটাই তাঁর সেরা বোলিং।
সিরাজের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের বার্তা দিয়ে আসা হায়দরাবাদকে ১৫২ রানে বেঁধে ফেলতে পেরেছে গুজরাট। পরে লক্ষ্যটা সফলভাবে তাড়া করেছে ২০ বল ও ৭ উইকেট বাকি রেখে। এ জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে গুজরাট।
বল হাতে ব্যবধান গড়ে দেওয়া সিরাজের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। ৩১ বছর বয়সী এই পেসার কাল পুরস্কার নিতে গিয়ে উগরে দিয়েছেন মনের দুঃখও।
ম্যাচসেরার পুরস্কার হাতে মোহাম্মদ সিরাজ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
লঞ্চ হলো পালসার F250
বাজাজ পালসার সিরিজের Pulsar F250 বাংলাদেশের বাজারে লঞ্চ হলো। বৃহস্পতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাইকটি লঞ্চ করা হয়।
২৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল্ড ইঞ্জিনের এই বাইকটি সর্বোচ্চ ২৪ দশমিক ৫ হর্সপাওয়ার এবং ২১ দশমিকি এনএম টর্ক তৈরি করতে পারে। বাইকটিতে রয়েছে পাঁচ স্পিড গিয়ারবক্স।
ফিচার্সের মধ্যে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার,ব্লুটুথ কানেক্টিভিটি এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন। ব্রেকিংয়ের ক্ষেত্রে এতে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস। বাইকটির সামনে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে মনোশক। বাইকটির সিটের উচ্চতা ৭৯৫ মিমি, ওজন ১৬৪ কেজি এবং সর্বোচ্চ গতি ১৩০ কিমি/ঘণ্টা। বাইকটিতে রয়েছে তিনটি মোড- রেইন, রোড এবং স্পোর্টস।
আরো পড়ুন:
বাংলাদেশ লঞ্চ হলো সিএফ মটোর ৩ বাইক
বাইক ডেলিভারি নেওয়ার আগেই এগুলো দেখে নিন, নইলে ঠকবেন
বাইকটির দাম ধরা হয়েছে তিন লাখ ৬৫ হাজার টাকা।
ঢাকা/শাহেদ