পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে অংশ নিতে দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস ও রিশাদ হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পিএসএলে খেলতে রওনা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তারা নিজেরাই।

এবারের পিএসএলে পুরো মৌসুম খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র পেয়েছেন লিটন ও রিশাদ। করাচি কিংস ড্রাফট থেকে সিলভার ক্যাটাগরিতে লিটনকে দলে নেয়, অন্যদিকে রিশাদ খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। 

পিএসএলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা-ও। তবে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে থাকা নিশ্চিত হওয়ায় টুর্নামেন্টের শুরুতে নিজ দলকে পাচ্ছেন না তিনি। সিরিজের প্রথম টেস্ট শেষেই পাকিস্তানে যাবেন এই ডানহাতি পেসার। এটি হতে যাচ্ছে নাহিদের প্রথম কোনো আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগ অভিজ্ঞতা।

এবারের পিএসএলের পর্দা উঠবে আগামী ১১ এপ্রিল, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। ৬ দলের অংশগ্রহণে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে—লাহোর, করাচি, মুলতান ও রাওয়ালপিন্ডি। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ মে, লাহোরে। এ বছরই পিএসএলের শেষ ৬-দলীয় আসর অনুষ্ঠিত হচ্ছে। আগামী মৌসুম থেকে দুটি দল যুক্ত হয়ে লিগটি ৮-দলীয় রূপ নেবে বলে জানিয়েছে আয়োজকরা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল টন দ স প এসএল প এসএল

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ