পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পাওয়া রিশাদ হোসেনকে লাহোর কালান্দার্সের প্রথম ম্যাচে বেঞ্চে কাটাতে হয়েছে। তবে দলটির দ্বিতীয় ম্যাচে একাদশে সুযোগ পেয়ে দারুণ বোলিং করেছেন তিনি। 

কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে রিশাদ হোসেনের লাহোর শুরুতে ব্যাট করে ২১৯ রান করে। রিশাদ ১ বল খেলে ১ রান করতে পারেন। 

জবাবে নামা কোয়েটা ১৪০ রানে অলআউট হয়। রিশাদ ৪ ওভার হাত ঘুরিয়ে ৩১ রানে নেন ৩ উইকেট। তিনি ঝড় তোলা কোয়েটার ব্যাটার রাইলি রুশোকে সাজঘরে পাঠান। রুশো ১৯ বলে চারটি করে চার ও ছক্কায় ৪৪ রান করেন। এছাড়া লোয়ারের মোহাম্মদ আমির ও আবরার আহমদকে তুলে নেন রিশাদ। 

ম্যাচ শেষে রিশাদের প্রশংসা করেন লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি। ৩ রানে কোয়েটার ২ উইকেট তুলে নেওয়া পাকিস্তানের বাঁ-হাতি পেসার বলেন, ‘আমরা যখন রিশাদকে একাদশে নিই, তখন মিডল ওভারে উইকেট নিতে পারার বিষয়টি চিন্তা করেছিলাম। ডেভিড ভিসে এই ম্যাচে খেলতে পারেননি, রিশাদ ছিল ওই জায়গায় সেরা পছন্দ।’ 

লাহোরের হয়ে বড় জয়ের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন ফখর জামান ও স্যাম বিলিংস। ফখর ৩৯ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। সাতটি চারের সঙ্গে তিনটি ছক্কা মারেন তিনি। বিলিংস ১৯ বলে চারটি করে চার ও ছক্কায় ৫০ রান করেন।   

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প এসএল র ন কর

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ