ক্রোম ব্রাউজারে থাকা দুই দশকের পুরোনো গোপনীয়তা দুর্বলতার সমাধান করছে গুগল
Published: 15th, April 2025 GMT
জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজারের তালিকায় সবার ওপরে রয়েছে ক্রোম ব্রাউজার। ইন্টারনেট ব্যবহারকারীদের বেশির ভাগই গুগলের তৈরি ব্রাউজারটি নিয়মিত ব্যবহার করেন। কিন্তু জনপ্রিয় ব্রাউজারটিতে ২০ বছরের বেশি সময় ধরে একটি গোপনীয়তা দুর্বলতা থাকলেও তা সমাধান করেনি গুগল। অবশেষে ক্রোম ব্রাউজারের নতুন সংস্করণে গোপনীয়তা দুর্বলতাটির সমাধান করতে যাচ্ছে গুগল।
জানা গেছে, ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করলেই ‘ভিজিটেড’ লিংক আলাদা রঙে দেখা যায়। এর ফলে সিএসএস সিলেক্টরের সাহায্যে ব্যবহারকারীরা আগে কোন কোন লিংকে ক্লিক করেছেন, তা চাইলেই শনাক্ত করা সম্ভব। শুধু তা–ই নয়, এই গোপনীয়তা দুর্বলতা কাজে লাগিয়ে তথ্য চুরি, নজরদারি বা ফিশিং হামলাও চালানো যায়।
আরও পড়ুনক্রোম ব্রাউজারে নোটিফিকেশন আসা বন্ধ করবেন যেভাবে৩০ জুন ২০২৪ক্রোম ব্রাউজারে থাকা দুই দশকের পুরোনো এই গোপনীয়তা দুর্বলতার সমাধান করতে নতুন সংস্করণের ক্রোম ব্রাউজারে ‘ট্রিপল কি পার্টিশনিং’ নামের নিরাপত্তাব্যবস্থা চালু করছে গুগল। নতুন এ নিরাপত্তাব্যবস্থা অনলাইনে কোনো লিংকে ক্লিক করার তথ্য তিনটি স্তরে আলাদাভাবে সংরক্ষণ করবে। এর ফলে ভিজিট করা ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইট ব্যবহারকারীদের ক্লিক করা লিংকের তথ্য জানতে পারবে না।
আরও পড়ুনক্রোম ব্রাউজার নিরাপদে ব্যবহারের পাঁচ কৌশল০৯ এপ্রিল ২০২৪নতুন নিরাপত্তাব্যবস্থা এরই মধ্যে পরীক্ষামূলকভাবে গুগল ক্রোমের বিভিন্ন সংস্করণে চালু করা হয়েছে। গুগল জানিয়েছে, নতুন আসতে যাওয়া গুগল ক্রোমের ১৩৬তম সংস্করণে নিরাপত্তাব্যবস্থাটি যুক্ত করা হবে। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের ক্লিক করা লিংকের তথ্য নিরাপদ থাকবে।
সূত্র: ব্লিপিং কম্পিউটার
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ল ক কর দ র বলত স স করণ ব যবহ র
এছাড়াও পড়ুন:
পিকিং বিশ্ববিদ্যালয়ে বংশে তিনি প্রথম, তাই এত আয়োজন
চীনে উচ্চশিক্ষার জন্য অভিজাত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে বেইজিংয়ের পিকিং বিশ্ববিদ্যালয়। সেখানে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া দেশটির যেকোনো শিক্ষার্থীর জন্য দারুণ সম্মানের। এ বছর পিকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন লি গুওইয়াও।
লির বাড়ি জেজিয়াং প্রদেশের ওয়েনজউ শহরে। এর আগে তাঁর বংশে শত বছরের ইতিহাসে কেউ পিকিং বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাননি। এত বড় সম্মানের উপলক্ষ উদ্যাপন করতে তাই বিন্দুমাত্র কার্পণ্য করেননি লির পরিবার ও গ্রামের বাসিন্দারা। রীতিমতো লালগালিচা বিছিয়ে, মোটর শোভাযাত্রা করে, ব্যান্ড বাজিয়ে পরিবার ও গ্রামের মুখ উজ্জ্বল করা লিকে সংবর্ধনা দেন তাঁরা, সঙ্গে ছিল ভূরিভোজের ব্যবস্থা। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এই সংবর্ধনার ছবি ও ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায়।
চীনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য জাতীয় পর্যায়ে একটি পরীক্ষা নেওয়া হয়। যেটি ‘গাওকাও’ নামে পরিচিত। তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষা বেশ কঠিন। পরীক্ষায় মোট ৭৫০ নম্বরের মধ্যে লি পেয়েছেন ৬৯১।
লির গ্রামের এক প্রতিবেশী জানান, লির বাবা নির্মাণশ্রমিক। লির মা মাত্র ২ হাজার ৮০০ ইউয়ান বেতনে একটি সুপারশপে কাজ করেন। সত্যি বলতে, ছেলেটি সম্পূর্ণ নিজের চেষ্টা আর পরিশ্রমে এটা অর্জন করেছেন।
প্রতিবেশী আরেক গ্রামবাসী বলেন, লি তাঁর বাবার কাছ থেকে পাওয়া একটি পুরোনো মুঠোফোন দিয়ে প্রশ্নোত্তর অনুশীলন করতেন। সাপ্তাহিক ছুটির দিনগুলোয় গ্রামের গ্রন্থাগারে বসে পরীক্ষার প্রশ্নপত্র হাতে লিখে তারপর সেগুলো অনুশীলন করতেন। মাধ্যমিকে তিনি কখনো কোনো প্রাইভেট শিক্ষকের কাছে পড়েননি।
লিকে সংবর্ধনা দিতে শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ভেঙে তাঁদের গ্রামের পূর্বপুরুষদের মন্দিরের প্রধান ফটক খোলা হয়, যা একটি বিশেষ সম্মানের প্রতীক হিসেবে বিবেচিত।
লিকে সংবর্ধনা দেওয়ার ছবি ও ভিডিও চীনজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
অনলাইনে একজন লেখেন, ‘পিকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ৬৯১ নম্বর! এটা অবিশ্বাস্য। সত্যিই পুরো পরিবারের মুখ উজ্জ্বল করেছে!’
তবে কেউ কেউ এই জমকালো উদ্যাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তাঁরা বলেছেন, এটা কি একটু বাড়াবাড়ি নয়? উৎসবটা খুবই জাঁকজমকপূর্ণ, এতে ছেলেটার ওপর অকারণ চাপ তৈরি হতে পারে। স্নাতক হওয়ার পর কি পরিবার তাঁর কাছ থেকে অনেক বেশি কিছু প্রত্যাশা করবে না?