জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজারের তালিকায় সবার ওপরে রয়েছে ক্রোম ব্রাউজার। ইন্টারনেট ব্যবহারকারীদের বেশির ভাগই গুগলের তৈরি ব্রাউজারটি নিয়মিত ব্যবহার করেন। কিন্তু জনপ্রিয় ব্রাউজারটিতে ২০ বছরের বেশি সময় ধরে একটি গোপনীয়তা দুর্বলতা থাকলেও তা সমাধান করেনি গুগল। অবশেষে ক্রোম ব্রাউজারের নতুন সংস্করণে গোপনীয়তা দুর্বলতাটির সমাধান করতে যাচ্ছে গুগল।

জানা গেছে, ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করলেই ‘ভিজিটেড’ লিংক আলাদা রঙে দেখা যায়। এর ফলে সিএসএস সিলেক্টরের সাহায্যে ব্যবহারকারীরা আগে কোন কোন লিংকে ক্লিক করেছেন, তা চাইলেই শনাক্ত করা সম্ভব। শুধু তা–ই নয়, এই গোপনীয়তা দুর্বলতা কাজে লাগিয়ে তথ্য চুরি, নজরদারি বা ফিশিং হামলাও চালানো যায়।

আরও পড়ুনক্রোম ব্রাউজারে নোটিফিকেশন আসা বন্ধ করবেন যেভাবে৩০ জুন ২০২৪

ক্রোম ব্রাউজারে থাকা দুই দশকের পুরোনো এই গোপনীয়তা দুর্বলতার সমাধান করতে নতুন সংস্করণের ক্রোম ব্রাউজারে ‘ট্রিপল কি পার্টিশনিং’ নামের নিরাপত্তাব্যবস্থা চালু করছে গুগল। নতুন এ নিরাপত্তাব্যবস্থা অনলাইনে কোনো লিংকে ক্লিক করার তথ্য তিনটি স্তরে আলাদাভাবে সংরক্ষণ করবে। এর ফলে ভিজিট করা ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইট ব্যবহারকারীদের ক্লিক করা লিংকের তথ্য জানতে পারবে না।

আরও পড়ুনক্রোম ব্রাউজার নিরাপদে ব্যবহারের পাঁচ কৌশল০৯ এপ্রিল ২০২৪

নতুন নিরাপত্তাব্যবস্থা এরই মধ্যে পরীক্ষামূলকভাবে গুগল ক্রোমের বিভিন্ন সংস্করণে চালু করা হয়েছে। গুগল জানিয়েছে, নতুন আসতে যাওয়া গুগল ক্রোমের ১৩৬তম সংস্করণে নিরাপত্তাব্যবস্থাটি যুক্ত করা হবে। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের ক্লিক করা লিংকের তথ্য নিরাপদ থাকবে।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ল ক কর দ র বলত স স করণ ব যবহ র

এছাড়াও পড়ুন:

অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন। 

আরো পড়ুন:

মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?

আমি খুব কেঁদেছিলাম: মোহিনী

অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ