Prothomalo:
2025-07-31@05:55:49 GMT

ছয় মাস পর জিনের অ্যালবাম

Published: 15th, April 2025 GMT

অ্যালবাম প্রকাশের ঘোষণা দিলেন বিটিএস তারকা জিন। দ্বিতীয় একক অ্যালবাম ‘ইকো’ নিয়ে আসছেন তিনি। জিনের এজেন্সি বিগহিট মিউজিক জানিয়েছে, আগামী ১৬ মে বেলা ১টায় অ্যালবামটি প্রকাশিত হবে।

মাঝখানে ছয় মাসের বিরতির পর কোনো অ্যালবামে ফিরলেন জিন। এই অ্যালবামে মোট সাতটি গান থাকবে। এতে একান্ত অনুভূতিগুলোকে তুলে ধরেছেন জিন।
গত বছরের ১৫ নভেম্বর প্রথম একক ইপি ‘হ্যাপি’ প্রকাশ করেন জিন।

অ্যালবামে ‘রানিং ওয়াইল্ড’, ‘আই উইল বি দেয়ার’সহ বেশ কয়েকটি গান সাড়া ফেলেছিল। এর মধ্যে বিলবোর্ডের ‘ওয়ার্ল্ড ডিজিটাল সং সেলস’ তালিকায় জায়গা করে নিয়েছিল ‘আই উইল বি দেয়ার’। এর পাশাপাশি গানটি ‘গ্লোবাল ২০০’–সহ আরও দুটি তালিকায়ও রয়েছে।

বিটিএস তারকা জিন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঢাকা মেডিকেল থেকে ভুয়া চিকিৎসক আটক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মহিলা ওয়ার্ড থেকে সজীব দাস পার্থ (২১) নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্যরা। 

বুধবার (৩০ জুলাই) রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাতে মহিলা ওয়ার্ডে ভর্তি কুলসুম বেগম (৫৪) নামের এক নারী রোগীকে হুইলচেয়ার থেকে জোর করে দাঁড় করানোর চেষ্টা করেন ওই ব্যক্তি। এতে রোগী পড়ে যান। তা দেখে ওয়ার্ডের লোকজন ও আনসার সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিটিকে পালানোর চেষ্টাকালে ধরে ফেলেন। পরে তাকে ঢামেক পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “রাত দেড়টার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ড থেকে রোগীর স্বজন ও আনসার সদস্যরা ভুয়া চিকিৎসক সজীব দাস পার্থ এবং তার এক সহযোগী মানিক মিয়াকে আমাদের কাছে হস্তান্তর করেন।”

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে সজীব দাস নিজেকে মৌলভীবাজার জেলার রাজনগর থানার বিলবাড়ি পেড়কুড়ি গ্রামের বাসিন্দা এবং রানেশ চন্দ্র দাসের ছেলে বলে পরিচয় দেয়। দাবি করে, পাবনা মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র সে।

পরিদর্শক ফারুক আরো বলেন, “তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছেন, ছেলেটির মানসিক সমস্যা রয়েছে। পরিবারের সদস্যরা ঢাকায় আসছেন। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/বুলবুল/ইভা 

সম্পর্কিত নিবন্ধ