সেমিফাইনালের চার দলকে পেয়ে গেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। মঙ্গলবার অ্যাস্টন ভিলাকে বিদায় করে পিএসজি ও বরুসিয়া ডর্টমুন্ডকে বিদায় করে শেষ চারে ওঠে বার্সেলোনা। বুধবার রাতে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখকে বিদায় করেছে ইন্টার মিলান।

সেমিফাইনালে ইংলিশ ক্লাব আর্সেনালের প্রতিপক্ষ ফরাসি ক্লাব পিএসজি। স্পেনের পরাশক্তি বার্সেলোনা খেলবে ইতালির ইন্টার মিলানের বিপক্ষে। এ মাসের ২৯ ও ৩০ তারিখে হবে সেমিফাইনালের প্রথম লেগ। দ্বিতীয় লেগ মে মাসের ৬ ও ৭ তারিখে।

২৯ এপ্রিল মুখোমুখি হবে আর্সেনাল ও পিএসজি। ম্যাচটির ভেন্যু আর্সেনালের মাঠ এমিরটেস। পরের দিন অলিম্পিক স্টেডিয়ামে ইন্টার মিলানকে আতিথেয়তা দেবে বার্সেলোনা। দ্বিতীয় লেগে ৬ মে সান সিরোতে বার্সার বিপক্ষে খেলবে ইন্টার। ৭ মে প্যারিসে আর্সেনাল-পিএসজি ম্যাচ।

সেমিফাইনাল সূচিপ্রথম লেগ

২৯ এপ্রিল, মঙ্গলবার
আর্সেনাল-পিএসজি

৩০ এপ্রিল, বুধবার
বার্সেলোনা-ইন্টার মিলান

দ্বিতীয় লেগ

৬ মে, মঙ্গলবার
ইন্টার মিলান-বার্সেলোনা

৭ মে, বুধবার
পিএসজি-আর্সেনাল

*সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়

আরও পড়ুনআবারও কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার১ ঘণ্টা আগেহেড টু হেডআর্সেনাল-পিএসজিবার্সেলোনা-ইন্টার মিলানআরও পড়ুনবরখাস্ত হলে আনচেলত্তি ধন্যবাদই দেবেন রিয়ালকে৩ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইন ট র ম ল ন স ম ফ ইন ল আর স ন ল প এসজ

এছাড়াও পড়ুন:

উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। আগের মতোই সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে হবে। 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে ডিএমপির সদর দপ্তরে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেছেন।

আরো পড়ুন:

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

এবার ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে, জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বাইরে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনা ও থাকবে। প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।

প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। 

সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকতা এবং সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত নিবন্ধ