সাবেক ক্লাবের বিপক্ষে গোল করার পর ফুটবলাররা উদযাপন তো করেই না, উল্টো ক্ষমা প্রার্থনা করে সমর্থকদের কাছে। তবে বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে চ্য্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ড গোল করার পর বুনো উল্লাস করলেন সাবেক ক্লাব বায়ার্নের বিপক্ষে। ম্যাচ শেষে এই ফরাসি ডিফেন্ডারের গোলটাই কাল হয়ে গেল ৬ বারের চ্যাম্পিয়ন জার্মান ক্লাবটির জন্য।

চ্যাম্পিয়নস লিগের শেষ চারে উঠার লড়াইয়ে প্রথম লেগে ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ এরিনাতে ২-১ ব্যবধানে হেরে গিয়েছিল বায়ার্ন। ফিরতি লেগে জার্মান ক্লাবটিকে তাই জিততেই হতো। তবে ২-২ গোলের ড্রয়ে শেষ হয় দ্বিতীয় লেগের খেলা। সর্বমোট ৪-৩ গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে লাওতারো মার্তিনেজের ইন্টার।

ঘরের মাঠ সান সিরোতে ম্যাচের প্রথমার্ধ কাটে গোলশূন্য। বিরতির পরপরই ৫২তম মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন ইংলিশ তারকা হ্যারি কেইন। কিন্তু এই সুখ স্থায়ী হয়নি বেশিক্ষণ। মিনিট ছয়েক মার্তিনেজ গোল করলে আবারও দুই লেগ মিলিয়ে এগিয়ে যায় ইন্টার মিলান। ইন্টারের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচ ম্যাচে গোলের কীর্তি গড়লেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার।

ম্যাচের ৬১তম মিনিটটে আসে স্বাগতিক ইন্টারকে এগিয়ে দেওয়া পাভার্ডের সেই গোলটি। তবে ৭৬তম মিনিটে লড়াইয়ে আবার উত্তেজনা ফিরে আসে। কর্নার থেকে হেডে ম্যাচে ২-২ সমতা টানেন ডিফেন্ডার এরিক ডায়ার।
সফরকারী বাভারিয়ানদের তখনও এক গোলের ঘাটতিতে ছিল। এই সময়ে একের পর এক আক্রমণে ইন্টারের নাভিশ্বাস উঠিয়ে ছাড়ে বায়ার্ন। তবে সোনার হরিণ গোলের দেখা আর পায় না জার্মান ক্লাবটি। সেমিফাইনালে উঠতে না পারার হতাশা নিয়ে খেলা শেষ করতে হয় বায়ার্নকে। অন্যদিকে এক মৌসুম পর আবারো শেষ চারে তিন বারের চ্যাম্পিয়ন ইন্টার। 

সেমিফানালের প্রথম লেগে ৩০ মে দিবাগত রাতে বার্সেলোনার মুখোমুখি হবে ইন্টার। ফিরতি লেগ ৬ মে।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ ইন ল ইন ট র প রথম

এছাড়াও পড়ুন:

‎নামাজরত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ৩ পুলিশ আহত

‎পাবনায় নামাজরত অবস্থায় নিজাম প্রামানিক (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোস্তফা প্রামানিককে আটক করেছে পুলিশ। তাকে আটক করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন সদর থানার তিন উপ-পরিদর্শক (এসআই)।

রবিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গী গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। ‎‎পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

মসজিদে ঢুকে হামলা ও ভাঙচুর, থানায় অভিযোগ

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

‎নিহত নিজাম প্রামাণিক একই গ্রামের মৃত ইন্তাজ প্রামানিকের ছেলে। তিনি কৃষি কাজ করতেন। অভিযুক্ত মোস্তফা প্রামাণিকও কৃষকের কাজ করতেন। নিহত এবং অভিযুক্ত সম্পর্কে বাবা-ছেলে।

‎পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত নিজাম প্রামানিক নতুন বাজারে দুধ বিক্রি করে রবিবার সন্ধ্যার পর বাসায় ফেরেন। খাবার শেষে এশার নামাজ পড়তে দাঁড়ান তিনি। এ সময় ঘরে প্রবেশ করে দরজা আটকিয়ে হাঁসুয়া দিয়ে নিজাম প্রমানিককে কুপিয়ে হত্যা করেন মোস্তফা। পরে তিনি পাশের ঘরে গিয়ে বসে থাকেন। অভিযুক্তকে ঘরের ভেতরে তালাবদ্ধ রেখে পুলিশকে খবর দেন স্বজন ও এলাকাবাসী। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এরপর অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

আটকের সময় অভিযুক্তের ছুরিকাঘাতে সদর থানার এসআই আবু বকর সিদ্দিক, এসআই জিয়াউর রহমান, এসআই আবু রায়হান আহত হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে এসআই জিয়াউর রহমানকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

‎নিহতের অপর ছেলে মিজানুর রহমান বলেন, “আমরা খাবার শেষে রুমে শুয়ে ছিলাম। এমন সময় রুম আটকিয়ে নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করে মোস্তফা। এর আগেও সে আমাকে মেহগনি ঢাল দিয়ে মারধর করে মারাত্মক আহত করেছিল। আজকে (রবিবার) হত্যা করতে গামছার মধ্যে হাঁসুয়া নিয়ে আমাকে মাঠের মধ্যে গিয়ে খুঁজাখুঁজি করেছে। বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে আমাকে সতর্ক করে।” 

‎তিনি আরো বলেন, “সে মাদকের জন্য প্রায়ই বাবা ও আমাদের থেকে টাকা চাইতো। না দিলেই বাড়িতে ভাঙচুর চালাতো। তার শাস্তি হওয়া উচিত।”

‎পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। তাকে আটক করতে গিয়ে তিনজন এসআই আহত হয়েছেন।” 
 

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ