বায়ার্নকে কাঁদিয়ে সেমিফাইনালে মার্তিনেজের ইন্টার
Published: 17th, April 2025 GMT
সাবেক ক্লাবের বিপক্ষে গোল করার পর ফুটবলাররা উদযাপন তো করেই না, উল্টো ক্ষমা প্রার্থনা করে সমর্থকদের কাছে। তবে বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে চ্য্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ড গোল করার পর বুনো উল্লাস করলেন সাবেক ক্লাব বায়ার্নের বিপক্ষে। ম্যাচ শেষে এই ফরাসি ডিফেন্ডারের গোলটাই কাল হয়ে গেল ৬ বারের চ্যাম্পিয়ন জার্মান ক্লাবটির জন্য।
চ্যাম্পিয়নস লিগের শেষ চারে উঠার লড়াইয়ে প্রথম লেগে ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ এরিনাতে ২-১ ব্যবধানে হেরে গিয়েছিল বায়ার্ন। ফিরতি লেগে জার্মান ক্লাবটিকে তাই জিততেই হতো। তবে ২-২ গোলের ড্রয়ে শেষ হয় দ্বিতীয় লেগের খেলা। সর্বমোট ৪-৩ গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে লাওতারো মার্তিনেজের ইন্টার।
ঘরের মাঠ সান সিরোতে ম্যাচের প্রথমার্ধ কাটে গোলশূন্য। বিরতির পরপরই ৫২তম মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন ইংলিশ তারকা হ্যারি কেইন। কিন্তু এই সুখ স্থায়ী হয়নি বেশিক্ষণ। মিনিট ছয়েক মার্তিনেজ গোল করলে আবারও দুই লেগ মিলিয়ে এগিয়ে যায় ইন্টার মিলান। ইন্টারের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচ ম্যাচে গোলের কীর্তি গড়লেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার।
ম্যাচের ৬১তম মিনিটটে আসে স্বাগতিক ইন্টারকে এগিয়ে দেওয়া পাভার্ডের সেই গোলটি। তবে ৭৬তম মিনিটে লড়াইয়ে আবার উত্তেজনা ফিরে আসে। কর্নার থেকে হেডে ম্যাচে ২-২ সমতা টানেন ডিফেন্ডার এরিক ডায়ার।
সফরকারী বাভারিয়ানদের তখনও এক গোলের ঘাটতিতে ছিল। এই সময়ে একের পর এক আক্রমণে ইন্টারের নাভিশ্বাস উঠিয়ে ছাড়ে বায়ার্ন। তবে সোনার হরিণ গোলের দেখা আর পায় না জার্মান ক্লাবটি। সেমিফাইনালে উঠতে না পারার হতাশা নিয়ে খেলা শেষ করতে হয় বায়ার্নকে। অন্যদিকে এক মৌসুম পর আবারো শেষ চারে তিন বারের চ্যাম্পিয়ন ইন্টার।
সেমিফানালের প্রথম লেগে ৩০ মে দিবাগত রাতে বার্সেলোনার মুখোমুখি হবে ইন্টার। ফিরতি লেগ ৬ মে।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ ইন ল ইন ট র প রথম
এছাড়াও পড়ুন:
খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১
খুলনা নগরের আড়ংঘাটায় কুয়েট আইটি গেট–সংলগ্ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলা চালিয়েছে। এতে ইমদাদুল হক (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।
ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মামুন শেখসহ আরও তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাতে মামুন শেখ স্থানীয় কয়েকজনের সঙ্গে ওই কার্যালয়ে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চারটি গুলি ছোড়ে। এরপর তারা পালিয়ে যায়। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা শিক্ষক ইমদাদুল হকের শরীরে লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আবার গুলি চালালে মামুন শেখসহ অন্য দুজন গুলিবিদ্ধ হন। পরে দলীয় নেতা-কর্মী ও স্বজনেরা তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নিহত ইমদাদুল বছিতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। এলাকাবাসীর ভাষ্য, তিনি একটি মাহফিলের অনুদান সংগ্রহের জন্য ওই কার্যালয়ে গিয়েছিলেন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, মামুন শেখ প্রায়ই স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে কার্যালয়ে বসে আড্ডা দেন। গতকাল রাতেও তিনি আড্ডা দিচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।