বায়ার্নকে কাঁদিয়ে সেমিফাইনালে মার্তিনেজের ইন্টার
Published: 17th, April 2025 GMT
সাবেক ক্লাবের বিপক্ষে গোল করার পর ফুটবলাররা উদযাপন তো করেই না, উল্টো ক্ষমা প্রার্থনা করে সমর্থকদের কাছে। তবে বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে চ্য্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ড গোল করার পর বুনো উল্লাস করলেন সাবেক ক্লাব বায়ার্নের বিপক্ষে। ম্যাচ শেষে এই ফরাসি ডিফেন্ডারের গোলটাই কাল হয়ে গেল ৬ বারের চ্যাম্পিয়ন জার্মান ক্লাবটির জন্য।
চ্যাম্পিয়নস লিগের শেষ চারে উঠার লড়াইয়ে প্রথম লেগে ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ এরিনাতে ২-১ ব্যবধানে হেরে গিয়েছিল বায়ার্ন। ফিরতি লেগে জার্মান ক্লাবটিকে তাই জিততেই হতো। তবে ২-২ গোলের ড্রয়ে শেষ হয় দ্বিতীয় লেগের খেলা। সর্বমোট ৪-৩ গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে লাওতারো মার্তিনেজের ইন্টার।
ঘরের মাঠ সান সিরোতে ম্যাচের প্রথমার্ধ কাটে গোলশূন্য। বিরতির পরপরই ৫২তম মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন ইংলিশ তারকা হ্যারি কেইন। কিন্তু এই সুখ স্থায়ী হয়নি বেশিক্ষণ। মিনিট ছয়েক মার্তিনেজ গোল করলে আবারও দুই লেগ মিলিয়ে এগিয়ে যায় ইন্টার মিলান। ইন্টারের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচ ম্যাচে গোলের কীর্তি গড়লেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার।
ম্যাচের ৬১তম মিনিটটে আসে স্বাগতিক ইন্টারকে এগিয়ে দেওয়া পাভার্ডের সেই গোলটি। তবে ৭৬তম মিনিটে লড়াইয়ে আবার উত্তেজনা ফিরে আসে। কর্নার থেকে হেডে ম্যাচে ২-২ সমতা টানেন ডিফেন্ডার এরিক ডায়ার।
সফরকারী বাভারিয়ানদের তখনও এক গোলের ঘাটতিতে ছিল। এই সময়ে একের পর এক আক্রমণে ইন্টারের নাভিশ্বাস উঠিয়ে ছাড়ে বায়ার্ন। তবে সোনার হরিণ গোলের দেখা আর পায় না জার্মান ক্লাবটি। সেমিফাইনালে উঠতে না পারার হতাশা নিয়ে খেলা শেষ করতে হয় বায়ার্নকে। অন্যদিকে এক মৌসুম পর আবারো শেষ চারে তিন বারের চ্যাম্পিয়ন ইন্টার।
সেমিফানালের প্রথম লেগে ৩০ মে দিবাগত রাতে বার্সেলোনার মুখোমুখি হবে ইন্টার। ফিরতি লেগ ৬ মে।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ ইন ল ইন ট র প রথম
এছাড়াও পড়ুন:
রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ: ডেরা রিসোর্টের লাইসেন্স বাতিল
মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোড়ায় অবস্থিত ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের নানা অনিয়ম নিয়ে রাইজিংবিডিতে ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। একইসঙ্গে ডেরা রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে মানিকগঞ্জের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী নিয়ন্ত্রক (সিনিয়র সহকারী সচিব) শেখ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক নির্দেশনা পত্রে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার ২০২২ সালের ১৮ ডিসেম্বর লাইসেন্স প্রাপ্তির আবেদন করেন। নানা অনিয়মের কারণে তাদের লাইসেন্স নামঞ্জুর করা হয়েছে। রিসোর্টের লাইসেন্স না থাকায় প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৫ সালের ১৪ জানুয়ারি ‘ফসলি জমি দখল করে ডেরা রিসোর্ট নির্মাণ, বিপাকে কৃষক’; ১৯ মার্চ ‘ছাড়পত্র ছাড়াই চলছে ডেরা রিসোর্ট, তদন্ত কমিটি গঠন’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে রাইজিংবিডি। গত ১৩ সেপ্টেম্বর ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশের পর বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ডেরার লাইসেন্স নামঞ্জুর করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক ইন্তাজ উদ্দিন বলেন, “অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে ডেরা রিসোর্ট নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে সাধারণ মানুষের ক্ষোভ ও ভোগান্তি তুলে ধরা হয়েছে। প্রতিবেদক অনুসন্ধান করে ডেরা রিসোর্টের নানা অনিয়ম তুলে এনেছেন। প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন লাইসেন্স বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এটি ভালো উদ্যোগ। তবে এসব নির্দেশনা কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন করাটাই বড় কাজ। নির্দেশনা বাস্তবায়ন হলে সুশাসন নিশ্চিত হবে।”
মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনার কপি পেয়েছি। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, “লাইসেন্সের বিষয়ে কোন নোটিশ এখনও পাইনি আমরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়েও জানা নেই। যদি লাইসেন্স বাতিল করে থাকে, তাহলে আমরা আইনিভাবে বিষয়টি সমাধান করব।”
এ বিষয়ে জানতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এশিউর গ্রুপের অঙ্গসংগঠন ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদীর মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ঢাকা/চন্দন/এস