হায়দরাবাদের বিপক্ষে ধীর উইকেটের সুবিধা নিল মুম্বাই
Published: 18th, April 2025 GMT
টস জিতে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া কন্ডিশনের পূর্ণ সুবিধা নেয়। দারুণভাবে তা কাজে লাগিয়ে আসরের তৃতীয় জয় তুলে নেয় মুম্বাই। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্বাভাবিকভাবে ধীরগতির উইকেটে হায়দরাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠায় মুম্বাই। সফরকারীদের ইনিংস ৫ উইকেটে ১৬২ রানে সীমাবদ্ধ থাকে। লক্ষ্য তাড়ায় নেমে শিশিরের সামান্য সাহায্যে ১১ বল ও ৪ উইকেট হাতে নিয়েই ১৬৬ রান করে ফেলে মুম্বাই।
এই ম্যাচে দারুণ পারফরম্যান্স করেন মুম্বাইয়ের অলরাউন্ডার উইল জ্যাকস, এই ইংলিশ ক্রিকেটার মৌসুমের শুরুতে নিষ্প্রভ ছিলেন। নিজের ষষ্ঠ ম্যাচেই প্রমাণ করে দিলেন কেন তাকে দলে নেওয়া হয়েছে। ব্যাট হাতে ২৬ বলে ৩৬ রানের ইনিংস ছিল গুরুত্বপূর্ণ, তবে অফস্পিনটা আরও বড় প্রভাব ফেলেছে। জ্যাকস হায়দরাবাদের বাঁহাতি টপ থ্রির বিপক্ষে ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নেন।
জ্যাকসের এই তিন ওভার মুম্বাইকে ইমপ্যাক্ট প্লেয়ারের সার্ভিস না পাওয়ার ক্ষট ভুলিয়ে দেয়। স্বাগতিকরা তাদের ইম্প্যাক্ট প্লেয়ার কর্ণ শর্মাকে ইনজুরির কারণে এক বলও করানোর আগেই হারিয়ে ফেলে। যিনি আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচসেরা ছিলেন। কর্ণের বদলে কোনো বোলার আনা বাধ্যতামূলক না হওয়ায় মুম্বাই ব্যাটিংয়ের শুরুতেই রোহিত শর্মাকে ইমপ্যাক্ট বদলি হিসেবে নামাতে পারে। যিনি একটি সংক্ষিপ্ত কিন্তু ঝোড়ো ইনিংস খেলে শুরুতেই গতি এনে দেন।
আরো পড়ুন:
ধোনি ম্যাজিকে পাঁচ ম্যাচ পর চেন্নাইয়ের জয়
১০ ছক্কায় অভিষেকের রেকর্ড গড়া ১৪১, এরপর চিঠি রহস্য
টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটির ৫৯ রান তুলেও ১৪ ওভার শেষে হায়দরাবাদের সংগ্রহ ছিল ৩ উইকেটের বিনিময়ে ৯৫ রান। শেষমেশ ১৬২ রানের পুঁজি পায় তারা। অষ্টম থেকে থেকে ১৫তম ওভার পর্যন্ত মাত্র চারটি চার মারতে পারে সফরকারী দল। হাইনরেখ ক্লাসেন ও নীতিশ কুমার রেড্ডি মিলে এই সময়ে ৩১ রান তোলেন ৩৩ বলে। ট্রেন্ট বোল্টের বলে রেড্ডি সাজঘরে ফিরলে স্কোর দাঁড়ায় ১১৫/৪।
শেষ তিন ওভারে আসে ৪৭ রান। শিশিরের প্রভাব বোঝা যায় সাতটি ফুলটস থেকে, যদিও বুমরাহের এক ফুলটসে ক্লাসেন বোল্ড হয়ে যান। তিনি ১৯তম ওভারে মাত্র ৪ রান দেন। তবে শেষের দিকে ক্লাসেন, অনিকেত বর্মা ও প্যাট কামিন্স মিলে পাঁচটি ছক্কা মারলে দেড়শর উপর রান পায় হায়দরাসবা। ১৮ ও ২০তম ওভারে আসে ২১ ও ২২ রান।
অভিষেক শর্মা ২৮ বলে ৪০, ট্র্যাভিস হেড ২৯ বলে ২৮ আর ক্লাসেনের ২৮ বলে ৩৭ ও অনিকেত করেন ৮ বলে ১৮ রান। বুমরাহ ও বোল্ট যথাক্রমে ২১ ও ২৯ রান খরচ করে ১টি করে উইকেট শিকার করেন।
রোহিত ৩ ছক্কায় ১৬ বলে ২৬ করে আউট হন। রায়ান রিকেলটন ও উইল জ্যাকস জুটি মিলে ৩৭ রান তুলে বোর্ডে। রিলেকটন ২৩ বলে ৩১ করে ফিরে যায়। সেখান থেকে জ্যাকস ও সুর্যকুমার যাদব ২৯ বলে ৫২ রানের জুটি গড়েন। শেষদিকে কামিন্স এই জুটি ভাঙলেও, হার্দিক ১ ছয় ও ৩টি চার মেরে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। যদিও ১৮তম ওভারে মালিঙ্গা ১ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে নাটকীয় মুহুর্তের জন্ম দেন। তবে ১৯তম ওভারের শুরুতেই জয় তুলে নেয় মুম্বাই। কামিন্স ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট নেন।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হ য়দর ব দ উইক ট
এছাড়াও পড়ুন:
বর্ণিল আয়োজনে ১৯তম সিকৃবি দিবস উদযাপন
আজ ২ নভেম্বর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) দিবস। ২০০৬ সালের এই দিনে যাত্রা শুরু করা দেশের কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রতিষ্ঠানটি ঊনিশতম বছরে পদার্পণ করেছে।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ছিল নানা আয়োজন। রবিবার (২ নভেম্বর) সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম ।
আরো পড়ুন:
বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে এগিয়ে নিতে সিকৃবি উপাচার্যের অঙ্গীকার
মাছের উৎপাদন হ্রাসের কারণ নদীর দূষণ: মৎস্য সচিব
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্যের নেতৃত্বে একটি শোভাযাত্রা ক্যাম্পাসের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে টিএসসি চত্ত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে। এরপর কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘চব্বিশের গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে কৃষি শিক্ষা ও গবেষণায় করণীয়’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়।
অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএম সারওয়ার উদ্দিন চৌধুরী।
উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ার উদ্দিন চৌধুরী বলেন, “দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অল্প সময়ের মধ্যেই এই বিশ্ববিদ্যালয় একাডেমিক উৎকর্ষতা ও উদ্ভাবনী চিন্তাধারায় একটি অনন্য অবস্থান তৈরি করেছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ, গবেষণায় আগ্রহ ও সমাজসেবায় অংশগ্রহণ এই বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি।”
তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জ্ঞান ও গবেষণার বিনিময় জাতীয় উন্নয়নের গতি ত্বরান্বিত করে। তাই পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করা প্রয়োজন “
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এটিএম মাহবুব-ই-ইলাহী, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলিমুল ইসলাম।
দিবসটি উপলক্ষে সন্ধ্যায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আয়োজন করা হয়েছে।
ঢাকা/আইনুল/মেহেদী