জেমিনি অ্যাপের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ‘লাইভ’ সুবিধা বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। নতুন এ সুবিধা চালুর ফলে ‘জেমিনি অ্যাডভান্সড’ সংস্করণের পাশাপাশি জেমিনির অন্যান্য সংস্করণ ব্যবহারকারীরাও নিজেদের ফোনের ক্যামেরায় ধারণ করা দৃশ্য বা পর্দায় থাকা তথ্য দ্রুত বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

চলতি মাসের শুরুতে ‘জেমিনি লাইভ’ সুবিধা উন্মুক্ত করে গুগল। তখন প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ‘জেমিনি অ্যাডভান্সড’ ব্যবহারকারীদের জন্য সুবিধাটি ধীরে ধীরে উন্মুক্ত করা হবে। তবে ব্যবহারকারীদের আগ্রহ এবং ইতিবাচক প্রতিক্রিয়ার ভিত্তিতে সিদ্ধান্ত বদলেছে গুগল। এ বিষয়ে খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে গুগল জানিয়েছে, জেমিনি লাইভের ক্যামেরা ও স্ক্রিন শেয়ার সুবিধার বিষয়ে ব্যবহারকারীদের সাড়া দেখে আরও বেশি মানুষের জন্য এটি উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গুগলের তথ্যমতে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য সুবিধাটি উন্মুক্ত করা হবে। যাঁদের ফোনে জেমিনি অ্যাপ ইনস্টল আছে, আপডেটের পর স্বয়ংক্রিয়ভাবে সুবিধাটি পাওয়া যাবে। সুবিধাটি কীভাবে কাজ করে, তা বোঝাতে একটি ভিডিও প্রকাশ করেছে গুগল। ভিডিওতে দেখা যায়, অ্যাকুয়ারিয়ামের সামনে ফোনের ক্যামেরা চালু করার পর জেমিনি তাৎক্ষণিকভাবে অ্যাকুয়ারিয়ামে থাকা মাছ বা উদ্ভিদ শনাক্ত করে সেগুলোর তথ্য জানাতে পেরেছে।

সূত্র: দ্য ভার্জ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র

এছাড়াও পড়ুন:

অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন। 

আরো পড়ুন:

মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?

আমি খুব কেঁদেছিলাম: মোহিনী

অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ