অ্যালবামের পর এবার একক ‘ফ্যান কনসার্ট ট্যুর’ ঘোষণা করলেন বিটিএস তারকা জিন। আজ শুক্রবার ফ্যান কমিউনিটি প্ল্যাটফর্ম উইভার্সে তিনি জানান, জুন মাসের শেষভাগে ট্যুরে বের হবেন তিনি।
আগামী ২৮ জুন দক্ষিণ কোরিয়ার গোয়াং স্পোর্টস কমপ্লেক্স অক্সিলারি স্টেডিয়াম থেকে ‘রান সিউক জিন ইপি ট্যুর’ শুরু করবেন। এরপর ডালাস, লন্ডন, আমস্টারডাম, ওসাকাসহ বিশ্বের ৯ শহরে ১৮টির মতো শো করবেন জিন।
এর আগে ১৬ মে দ্বিতীয় একক অ্যালবাম ‘ইকো’ প্রকাশ করবেন জিন। প্রায় ছয় মাস পর কোনো অ্যালবাম নিয়ে আসছেন তিনি। ট্যুরে অ্যালবাম থেকে গান শোনাবেন জিন।
গত বছরের ১৫ নভেম্বর প্রথম একক ইপি ‘হ্যাপি’ প্রকাশ করেন জিন। অ্যালবামের ‘রানিং ওয়াইল্ড’, ‘আই উইল বি দেয়ার’সহ বেশ কয়েকটি গান সাড়া ফেলেছিল। এর মধ্যে বিলবোর্ডের ‘ওয়ার্ল্ড ডিজিটাল সং সেলস’ তালিকায় জায়গা করে নিয়েছিল ‘আই উইল বি দেয়ার’। এর পাশাপাশি গানটি ‘গ্লোবাল ২০০’–সহ আরও দুটি তালিকায়ও রয়েছে।
জিন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আরিফুল/রাজীব