চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের অংশ হিসেবে বির্জা খাল পরিষ্কার ও খনন শুরু করেছে জামায়াতে ইসলামী। শনিবার সকালে এ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

পরে ‘সবার সহযোগিতায় বির্জা খাল পাবে প্রাণ’– স্লোগানে জামায়াত চট্টগ্রাম মহানগরের দুই শতাধিক নেতাকর্মী খালের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। প্রথম দিনে একটি এস্কভেটর নামিয়ে তলা থেকে মাটি কাটা হয়।

জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে মহানগর জামায়াতের শীর্ষস্থানীয় এক নেতা সমকালকে জানান, সিটি করপোরেশন থেকে অনুমোদন নিয়ে নিজস্ব অর্থায়নে তারা খালটি খনন ও পরিষ্কার করছেন। এ কাজে কোটি টাকা লাগলেও দল থেকে দেওয়া হবে।

উদ্বোধনের আগে নগরীর বাকলিয়াস্থ ইছহাকের পুলের অছি মিয়া দোস্ত ভবন মাঠে গণসমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি ডা.

শাহাদাত বলেন, ‘শপথের পর থেকে আমি জলাবদ্ধতা নিরসনে কাজ করছি। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজটি করতে চাই। কারণ চট্টগ্রাম নগরী কারও একার নয়। জলাবদ্ধতা নিরসনে বির্জা খাল খনন করায় আমি জামায়াতকে ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘গত ১৬ বছরে উন্নয়নের নামে চট্টগ্রামকে জলাবদ্ধতার নগরী করা হয়েছে। আইন আইনের জায়গায় থাকবে। এখন থেকে আমরা কঠোর হব।’

সভাপতির বক্তব্যে জামায়াতের চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী বলেন, ‘শুধু জলাবদ্ধতা নিরসন নয়, চসিকে যে কোনো উন্নয়নে আমরা সর্বোচ্চ সহায়তা করব। হিংসা-বিদ্বেষ, পরশ্রীকাতরতা ভুলে মানুষের জন্য কাজ করব।’

এ সময় তিনি মেয়রের কাছে চায়না শহরের মতো সুন্দর করে গড়ে তুলতে কয়েকটি বাজার এবং আঙ্গিনাসহ আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ১০টি বিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

জামায়াতের মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় গণসমাবেশে বক্তৃতা করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার আই ইউ এ চৌধুরী, মহানগর জামায়াতের নায়েবে আমির আ জ ম ওবায়েদুল্লাহ, নজরুল ইসলাম প্রমুখ।

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ম য় ত ইসল ম পর ষ ক র ন রসন

এছাড়াও পড়ুন:

সিলেট-৩ আসনে এবার গণসমাবেশ-মিছিল করলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালিক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা একের পর এক পাল্টাপাল্টি ‘মহড়া’ দিয়েই চলেছেন। এবার নেতা-কর্মীদের নিয়ে গণসমাবেশ ও মিছিল করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

আজ শনিবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চণ্ডীপুল পয়েন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনে গণসমাবেশ ও মিছিল হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা এম এ মালিক।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক

সম্পর্কিত নিবন্ধ

  • সিলেট-৩ আসনে এবার গণসমাবেশ-মিছিল করলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালিক