নাহিদ প্রমাণ করলেন তিনি ‘মেশিনের চেয়ে ভালো’
Published: 21st, April 2025 GMT
গুমোট পরিবেশ। রোদের দেখা নেই। জ্বলছে ফ্লাডলাইট। আকাশ মেঘাচ্ছন্ন। মানে পেসাররা যেমনটা চান আর কী! সিলেটের এমন পরিবেশে নাহিদ রানা বুঝিয়ে দিলেন তিনি ‘মেশিনের চেয়ে ভালো’।
দ্বিতীয় দিনের শুরুতে জিম্বাবুয়ের দুই ওপেনার বেন কারেন ও ব্রায়ান বেনেটকে আউট করার পর লাঞ্চের আগে আগে ফিরিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনকে। নাহিদ তিনটি উইকেটই পেয়েছেন শর্ট বলে।
দলীয় ৬৯ রানে নাহিদের বাউন্সারে শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ দেন কারেন। যে ক্যাচে রেকর্ড গড়েছেন মুমিনুলও। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ৪১ টি ক্যাচ ধরার রেকর্ড এখন এই বাঁহাতির।
এরপর নাহিদ ফেরান ফিফটি করা ওপেনার ব্রায়ান বেনেটকে। দারুণ কিছু শট খেলে হয়তো অতি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন বেনেট। নাহিদের করা পঞ্চম স্টাস্পের শর্ট বলে স্কয়ার কাট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। নাহিদ রানার সঙ্গে উইকেটের কলামে নাম লেখান আরেক পেসার হাসান মাহমুদও। তিন নম্বরে ব্যাটিংয়ে আসা নিকোলাস ওয়েলচকে দারুণ এক ইনসুইং ডেলিভারিতে বোল্ড করেছেন হাসান।
৮৮ রানে ৩ উইকেট হারানোর পর আরভিন ও শন উইলিয়ামস প্রতিরোধ গড়ে তোলেন। গড়েন ৪১ রানের জুটি। এই জুটি ভাঙতে অধিনায়ক নাজমুল লাঞ্চের মিনিট বিশেক আগে আবার বোলিংয়ে আনেন নাহিদ রানাকে। এই স্পেলের দ্বিতীয় ওভারে ব্যাক অফ লেংথের বলে জাকের আলীর হাতে ক্যাচ দেন আরভিন। শুরুতে আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন নাজমুল। সফলও হন।
নাহিদের লড়াইটা এখনো যদিও শেষ হওয়ার কথা নয়। যিনি ম্যাচের আগে নাহিদের সঙ্গে বোলিং মেশিনের তুলনা দিয়ে খোঁচা দিয়েছেন, সেই উইলিয়ামস এখনো ক্রিজে। ব্যাটিং করছেন ৩৩ রান নিয়ে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আরিফুল/রাজীব