পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকবেন যেসব বিশ্বনেতা
Published: 22nd, April 2025 GMT
খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ২৬ এপ্রিল শনিবার স্থানীয় সময় সকাল ১০টা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে ভ্যাটিকান। অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষ্যে ভ্যাটিকান সিটিতে বিশ্বজুড়ে রাষ্ট্রনেতা ও ধর্মীয় ব্যক্তিত্বদের আগমন ঘটতে যাচ্ছে।
ভ্যাটিকানের আনুষ্ঠানিক ঘোষণার আগেই একাধিক বিশ্বনেতা তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই পোপের মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা দেন যে, তিনি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করবেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও পোপ ফ্রান্সিসের শেষ বিদায়ে উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন।
ইতোমধ্যে জানানো হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এই ধর্মীয় আয়োজনে অংশ নিতে পারেন।
এছাড়াও, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ডজন খানেক রাষ্ট্রপ্রধান ও ধর্মীয় নেতা পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। একইসাথে শত শত ধর্মপ্রাণ মানুষ ভ্যাটিকানে জমায়েত হবেন, যারা পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: অন ত য ষ ট ক র উপস থ ত
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের বিক্ষোভ
সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ ও আশাশুনি) সংসদীয় আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মনোনয়নবঞ্চিত দলটির অপর কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা. শহিদুল আলমের সমর্থকরা।
সোমবার (৩ নভেম্বর) রাতে জেলার কালিগঞ্জ উপজেলার নলতার হাসপাতাল মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি সানি মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন:
মনোনয়ন না পেয়ে হাজী ইয়াছিনের সমর্থকদের মহাসড়কে বিক্ষোভ
ইবিতে কুরআন ও হিজাববিরোধী মন্তব্যের প্রতিবাদ শিক্ষার্থীদের
সমাবেশে বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি কর্মী এসএম হাফিজুর রহমান বাবু।
বক্তারা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
ঢাকা/শাহীন/মাসুদ