পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে মাইক হেসনকে চূড়ান্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি মৌসুম শেষে তাঁকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে ‘এক্সপ্রেস ট্রিবিউন।’

পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড কোচের দায়িত্বে আছেন হেসন। কিছুদিন আগে নতুন কোচ চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিসিবি। আগ্রহী প্রার্থীদের লেভেল থ্রি কোচিং সার্টিফিকেট থাকার পাশাপাশি ঘরোয়া কিংবা আন্তর্জাতিক পর্যায়ে ১০ বছর কোচিংয়ের অভিজ্ঞতা চাওয়া হয়।

আরও পড়ুনগলা টিপে ধরা ও মারধরের অভিযোগে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনারের শাস্তি৪৮ মিনিট আগে

কোচ হিসেবে হেসনের অভিজ্ঞতা দীর্ঘদিনের। ২০১২ সালের জুলাইয়ে নিউজিল্যান্ড দলের কোচের দায়িত্ব নিয়ে ২০১৮ সালের জুনে পদত্যাগ করেন। এর আগে ২০০৩ সালে আর্জেন্টিনা ক্রিকেট দলের কোচের দায়িত্বও পালন করেন। ২০১১ সালে কেনিয়া ক্রিকেট দলের কোচের দায়িত্ব নেওয়ার পর ‘নিরাপত্তাজনিত কারণে’ পদত্যাগ করেন। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালকের দায়িত্বেও ছিলেন ৫০ বছর বয়সী হেসন।

মাইক হেসন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ