দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় ভ্যানের চালক ও যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর বাজারে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে ভ্যান চালক আইয়ুব আলী (৫৫) ও একই ইউনিয়নের গড়পিংলাই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে যাত্রী একিন আলী (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে জয়নগর বাজারের উদ্দেশে ভ্যানযোগে খড়ি নিয়ে যাচ্ছিলেন একিন আলী। জয়নগর বাজারের নূর আলমের কীটনাশকের দোকানের সামনে এলে ঢাকা থেকে দিনাজপুরগামী একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী একিন আলীর মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় আইয়ুব আলীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

আরো পড়ুন:

ধামরাইয়ে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত

পঞ্চগড়ের সড়কে জিনেদিন জিদানের মৃত্যু

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/মোসলেম/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত

এছাড়াও পড়ুন:

বন্ধুদের নিয়ে ‘উড়াল’

আট বছর আগে জোবায়দুর রহমানকে গল্পটা শুনিয়েছিলেন সম্রাট প্রামানিক। জোবায়দুর তখন সহকারী পরিচালক, স্বপ্ন চলচ্চিত্র নির্মাতা হওয়া। কয়েক বছর পর সত্যি সত্যিই যখন সিনেমা নির্মাণের কথা ভাবলেন, শুরুতেই তাঁর সেই গল্পের কথা মনে পড়ল। সম্রাটকে ফোন করলেন জোবায়দুর, চায়ের দোকানে বসে আবারও গল্পটা শুনলেন। ঠিক করলেন, এ গল্প থেকেই ছবি বানাবেন তিনি।

পেশাদার কোনো প্রযোজকের কাছে যাননি জোবায়দুর, নিজেরাই স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করেছেন; পাশে ছিলেন ভাই-বন্ধুরা। নির্মাতা বললেন, ‘এটাই আমার প্রথম নির্মাণ, আগে কোনো কাজ করিনি। কী করা যায়? আশপাশের ভাই–বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম। শরীফ সিরাজ, সম্রাট প্রামানিক, জহিরুল ইসলামসহ তিন-চারজন মিলে কাজটা শুরু করি।’ তাঁরা কেন বিনিয়োগ করলেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা জোবায়দুর বলেন, ‘গল্পের কারণে আগ্রহী হয়েছেন তাঁরা।’

শুটিংয়র ফাঁকে তোলা ছবি

সম্পর্কিত নিবন্ধ