নাহিদ রানাকে কি মিস করবে বাংলাদেশ
Published: 27th, April 2025 GMT
বাংলাদেশ ক্রিকেটে বিষয়টি এখন অনেকটাই নিয়মিত—যেকোনো ম্যাচের আগে, সংবাদ সম্মেলনে ঘুরেফিরে চলে আসেন নাহিদ রানা। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে তিনি নেই, পিএসএল খেলতে পাকিস্তানে চলে গেছেন। তবু আজ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রধান কোচ ফিল সিমন্সের সংবাদ সম্মেলনে উঠল নাহিদ–প্রসঙ্গ।
২২ বছর বয়সী এই পেসার জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের দলে ছিলেন। হেরে যাওয়া ম্যাচটিতে প্রথম ইনিংসে তিন উইকেট পেলেও দ্বিতীয়টিতে ৫ ওভার করে উইকেটশূন্য। নাহিদকে নিয়েও হেরে যাওয়া বাংলাদেশ এই টেস্টে কি তাঁকে মিস করবে—এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেছেন, ‘মনে হয় না আমরা শক্তি হারিয়েছি। আমরা গতি হারিয়েছি। এখানে রানার মতো জোরে বল করতে পারে, এমন কেউ নেই। স্কিলটা আছে, বিশেষত চট্টগ্রামে আমরা যেভাবে বল করি। এখানকার উইকেট সব সময় ধীরগতির হয়। আশা করি, আমরা টার্ন পাব আর পেসাররা তাঁদের স্কিল দিয়ে কাজটা করবে।’
নাহিদ পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলতে গতকালই ঢাকা ছেড়েছেন।
শুধু নাহিদ নন, তাসকিন আহমেদকে পাচ্ছে না বাংলাদেশ। অভিজ্ঞ এই পেসার আছেন চোট–সমস্যায়। তবে হাতের কাছে যাঁরা আছেন, সেই হাসান মাহমুদ, খালেদ আহমেদদের নিয়ে বেশ আশাবাদী সিমন্স।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স মন স
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল