টানা পাঁচ জয়ে আইপিএলের এবারের আসরের পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আজ রোববার ওয়াংখেড়ে স্টেডিয়ামে তারা ৫৪ রানে হারিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টকে।
এই জয়ে ১০ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। দুই ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে গুজরাট টাইটান্স আছে শীর্ষে। আর ১০ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে লক্ষ্ণৌ আছে ষষ্ঠ স্থানে।
মুম্বাই আগে ব্যাট করতে নেমে রায়ান রিকেলটন ও সূর্যকুমার যাদবের ফিফটিতে ভর করে ৭ উইকেটে ২১৫ রান তোলে। রায়ান ৩২ বলে ৬টি চার ও ৪ ছক্কায় করেন ৫৮ রান। আর সূর্য মাত্র ২৮ বলে ৪টি চার ও ৪ ছক্কায় ৫৪ রান করেন। এছাড়া উইল জ্যাকস ২৯, নামান ধীর অপরাজিত ২৫ ও করবিন বোসচ করেন ২০ রান।
আরো পড়ুন:
অবিলম্বে কার্যকর হবে হৃদয়ের শাস্তি
চাপহীন ক্রিকেটে সিরিজ জিততে চায় জিম্বাবুয়ে
বল হাতে লক্ষ্ণৌর মায়াঙ্ক যাদব ও আবেশ খান ২টি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লক্ষ্ণৌ। শেষ পর্যন্ত তারা ২০ ওভারে ১৬১ রান করতে পারে। ব্যাট হাতে আইয়ুশ বাদোনি ২ চার ও ২ ছক্কায় ৩৫ রান করেন। মিচেল মার্শ করেন ৩৪ রান ৩ চার ও ২ ছক্কায়। এছাড়া নিকোলাস পুরান ২৭ ও ডেভিড মিলার করেন ২৪ রান।
বল হাতে মুম্বাইর জাসপ্রিত বুমরাহ ৪ ওভারে ২২ রান দিয়ে ৪টি উইকেট নেন। ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ৩টি উইকেট। আর উইল জ্যাকস ২ ওভারে ১৮ রান দিয়ে নেন ২টি উইকেট।
ব্যাট হাতে ২৯ রান ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মুম্বাইর উইল জ্যাকস।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর লক ষ ণ উইক ট
এছাড়াও পড়ুন:
বে-মেয়াদি রূপান্তর হতে চায় দুই ফান্ড, ভোটের তারিখ ঘোষণা
পুঁজিবাজারের তালিকাভুক্ত এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ও ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি মেয়াদি (ক্লোজ-এন্ড) থেকে বে-মেয়াদি (ওপেন-এন্ড) ফান্ডে রূপান্তর করার আগ্রহ প্রকাশ করেছে। এ জন্য ইউনিটহোল্ডারদের ভোটের জন্য সভার আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
বিনিয়োগকারীদের সচেতনতায় নির্দেশিত প্রোগ্রাম প্রচারের অনুরোধ
৪ কোম্পানির আর্থিক প্রতিবেদনে অনিয়ম: ৭ অডিটর নিষিদ্ধ
তথ্য মতে, ফান্ড দুটির বর্তমান মেয়াদ শেষ হবে আগামী ২৩ ডিসেম্বর। তার আগেই ফান্ড দুটিকে মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তরের জন্য সভা ও রেকর্ড ডেট এর তারিখ ঘোষণা করা হয়েছে।
ভ্যানগার্ড এএমএল বিডির ইউনিটহোল্ডারদের ভোটের জন্য আগামী ২৯ অক্টোবর সকাল ১১ টায় হোটেল পূর্বানিতে সভা অনুষ্ঠিত হবে। আর এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ডের ইউনিটহোল্ডারদের ভোটের জন্য আগামী ৩০ অক্টোবর সকাল ১১ টায় মহাখালিতে রাওয়া কনভেনশন হলে সভা অনুষ্ঠিত হবে।
এজন্য ফান্ড দুটির আগামী ২২ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ওইদিন যাদের কাছে ফান্ড দুটির ইউনিট থাকবে, তারা সভায় গিয়ে বে-মেয়াদিতে রূপান্তরের পক্ষে বা বিপক্ষে ভোট দিতে পারবে।
ঢাকা/এনটি/ফিরোজ