নাঈমের জোড়া শিকারে স্বস্তিতে বাংলাদেশ
Published: 28th, April 2025 GMT
রিটায়ার্ড হার্ট হয়ে নিক ওয়েলচ ড্রেসিংরুমে ফেরার পর উইকেটে এসেছিলেন ক্রেইগ আরভিন। বেশিক্ষণ থাকতে পারেননি। স্পিনার নাঈম হাসানের বলে ৩১ বলে ৫ রান করে আউট তিনি। এরপর অভিজ্ঞ শন উইলিয়ামসকেও ফেরান নাঈম। তানজিম সাকিবের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরার আগে ১৬৬ বলে ৬৭ রান করেন জিম্বাবুয়ের অধিনায়ক। ৬৯.৪ ওভারে জিম্বাবুয়ের রান ৩ উইকেটে ১৭৮। ক্রিজে মাধেভেরের সঙ্গে টাফাডজোয়া সিগা।
রিটায়ার্ড হার্ট ওয়েলচ
সকাল থেকে পেশির চোট নিয়ে লড়াই করছিলেন নিক ওয়েলচ। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে হার মেনে নিলেন জিম্বাবুয়ের এই টপ অর্ডার ব্যাটসম্যান। উইলিয়ামসের সাথে ৯০ রানের জুটি গড়ে ক্রাম্পজনিত সমস্যায় নিক ওয়েলচ (৫২) রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে গেছেন। ১২৮ বলে ৫৬ রান করেছিলেন ওয়েলচ। অভিজ্ঞ উইলিয়ামস খেলছেন ৫৮ রানে। ৬২ ওভারে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ১৬৪।
হতাশার সেশন কাটিয়ে চা-বিরতিতে বাংলাদেশ
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল