হজপূর্ব প্রস্তুতি নিয়ে সৌদি আরবের নির্দেশনা
Published: 30th, April 2025 GMT
প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসলমান পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে সমবেত হন। ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম এই ধর্মীয় কর্তব্য পালনের জন্য মক্কা ও তার আশপাশের পবিত্র স্থানগুলোতে মুসল্লিরা একত্র হন। এই গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সৌদি হজ মন্ত্রণালয় তীর্থযাত্রীদের প্রাক-প্রস্তুতির ওপর জোর দিয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, হজের যাত্রা শুরুর আগেই তীর্থযাত্রীদের এই ইবাদতের বিভিন্ন আচার-অনুষ্ঠান সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা অর্জন করা উচিত। হজের স্তম্ভ, বাধ্যবাধকতা, সুন্নাহ, নিষিদ্ধ কাজ এবং প্রতিটি আচারের সঠিক পদ্ধতি ও নিয়মকানুন সম্পর্কে জানতে হবে। এছাড়া, পবিত্র স্থানগুলোর গুরুত্ব ও সেগুলোর সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোও শিখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি হজ মন্ত্রণালয় তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে বলেছে, ‘তীর্থযাত্রীদের উচিত হজের স্তম্ভ, কর্তব্য, সুন্নাহ এবং নিষেধাজ্ঞাগুলো সম্পর্কে জানা। প্রতিটি আচারের সঠিক পদ্ধতি, নিয়ম এবং পবিত্র স্থানগুলোর বিষয়ে বিস্তারিত ধারণা অর্জন করা জরুরি।’
আরও পড়ুনহজযাত্রীদের বিনা মূল্যে দেওয়া হচ্ছে হজ গাইড২৪ মে ২০২৪হজের বিস্তারিত নির্দেশিকা বিভিন্ন ভাষায় প্রকাশ করা হয়েছে (লিংক: https://learn.                
      
				
ইসলামের নির্দেশ অনুযায়ী, যেসব মুসলমান শারীরিক ও আর্থিকভাবে সক্ষম, তাদের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। প্রতি বছর ইসলামি চান্দ্র পঞ্জিকার ১২তম মাস জিলহজ্জ মাসের অষ্টম দিনে হজ শুরু হয় এবং সাধারণত পাঁচ দিন স্থায়ী হয়। এ বছর জুনের শুরুতে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইসলামের জন্মস্থান সৌদি আরবে ইতিমধ্যে হজের প্রস্তুতি শুরু করেছে। অনিয়মিত তীর্থযাত্রীদের প্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। মক্কা ও অন্যান্য পবিত্র স্থানে শুধুমাত্র অনুমোদিত তীর্থযাত্রীদেরই প্রবেশের অনুমতি দেওয়া হবে।
এছাড়া, হজের প্রস্তুতি হিসেবে সৌদি আরব সম্প্রতি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে হজের জন্য একটি স্মার্ট বুক প্রকাশ এবং কাবার গুরুত্বপূর্ণ স্থানগুলোর ওপর একটি নির্দেশিকা। এসব উদ্যোগ তীর্থযাত্রীদের জন্য হজ পালনকে আরও সহজ ও সুষ্ঠু করার লক্ষ্যে গৃহীত হয়েছে।
হজের শেষ আচার হিসেবে ‘জামারাত’ নামে একটি অনুষ্ঠানে হজযাত্রীরা শয়তানের প্রতীক হিসেবে স্তম্ভে পাথর নিক্ষেপ করেন। এই আচারটি হজের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তীর্থযাত্রীদের এটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি আরবের এই প্রাক-প্রস্তুতি নির্দেশনা তীর্থযাত্রীদের জন্য একটি সুসংগঠিত ও আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ হজ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সূত্র : গালফ নিউজ
আরও পড়ুনহজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ চালু করেছে সরকার২৮ এপ্রিল ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রস ত ত র জন য ইসল ম
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের বিক্ষোভ
সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ ও আশাশুনি) সংসদীয় আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মনোনয়নবঞ্চিত দলটির অপর কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা. শহিদুল আলমের সমর্থকরা।
সোমবার (৩ নভেম্বর) রাতে জেলার কালিগঞ্জ উপজেলার নলতার হাসপাতাল মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি সানি মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন:
মনোনয়ন না পেয়ে হাজী ইয়াছিনের সমর্থকদের মহাসড়কে বিক্ষোভ
ইবিতে কুরআন ও হিজাববিরোধী মন্তব্যের প্রতিবাদ শিক্ষার্থীদের
সমাবেশে বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি কর্মী এসএম হাফিজুর রহমান বাবু।
বক্তারা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
ঢাকা/শাহীন/মাসুদ