কুমিল্লার দেবীদ্বারে টাকা লেনদেন নিয়ে দ্বন্দ্বের জেরে এক ব্যক্তিকে শাবল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভানী ইউনিয়নের ত্রিবিদ্যা এলাকার একটি ওয়ার্কশপ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সফিউল্লাহ (৪৫) উপজেলার ভানী ইউনিয়নের ভানী গ্রামের কেরুর বাড়ির মোসলেম উদ্দিনের ছেলে। সফিউল্লাহ পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন। ওয়ার্কশপের মালিক মো.

রাসেলের (৩২) বিরুদ্ধে তাঁকে হত্যার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার ত্রিবিদ্যা গ্রামের আন্দিরপাড়ার কেরামত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল ও সফিউল্লাহর মধ্যে টাকা লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। দুই মাস আগেও তাঁদের মধ্যে মারামারি হয়। ওই ঘটনায় সালিসও হয়েছিল, তবে কোনো সমাধান হয়নি। কারণ, স্পষ্ট করে কেউ বলেননি তাঁদের মধ্যে কিসের টাকা এবং কত টাকার লেনদেন ছিল। এমনকি কে পাওনাদার আর কে দেনাদার, তা-ও স্পষ্ট করে বলেননি তাঁরা।

গতকাল বিকেলে রাসেল ও সফিউল্লাহর মধ্যে কথা-কাটাকাটির হয়। একপর্যায়ে রাসেল শাবল দিয়ে সফিউল্লাহকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়। পরে রাসেল তাঁর ওয়ার্কশপের ভেতরে লাশ রেখে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর রাসেল তাঁর পরিবারের সদস্যদের মুঠোফোনে জানান, নিজ দোকানে তিনি সফিউল্লাহকে খুন করে ফেলে রেখে এসেছেন। পরে সফিউল্লাহর পরিবারের লোকজন স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পান। খবর পেয়ে রাতে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘অভিযুক্ত রাসেল পলাতক। তাঁকে ধরতে অভিযান চলমান। তবে কত টাকা লেনদেন বা কার সঙ্গে কার লেনদেন ছিল, তা এখনো নিশ্চিত করে কেউ বলতে পারেননি। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল নদ ন

এছাড়াও পড়ুন:

বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার আগামীকাল বৃহস্পতিবার একটি সর্বদলীয় বৈঠক ডেকেছে। পাশাপাশি বেলা ১১টায় ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির (সিসিএস) বৈঠক আহ্বান করা হয়েছে। খবর এএনআইর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠেয় এই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এদিকে আজ নরেন্দ্র মোদি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি তাকে ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি ভবন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানিয়েছে।

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ পর্যটক। এ ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করেছে নয়াদিল্লি। হামলার বদলা নিতে হুমকি-ধমকির একপর্যায়ে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে আক্রমণ চালায় ভারত। এতে কমপক্ষে ২৬ জন নিহত এবং আহত হন আরও অনেকে। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানও। এতে ১৫ ভারতীয় নাগরিকের প্রাণহানি ও বেশ কয়েকজন আহত হন। পাল্টাপাল্টি আক্রমণের ফলে দুই দেশের উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

সম্পর্কিত নিবন্ধ