ঠাকুরগাঁও সীমান্তে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
Published: 7th, May 2025 GMT
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সীমান্ত থেকে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ বুধবার ভোরে উপজেলার জগদল সীমান্তের ওপারে ভারতের ২০০ গজ ভেতর থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক বাংলাদেশি নাগরিকেরা হলেন রানীশংকৈল উপজেলার জগদল গ্রামের বশির উদ্দিনের ছেলে মো.
স্থানীয় লোকজন জানান, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে রানীশংকৈল উপজেলার জগদল সীমান্তের ৩৭৪ নম্বর সীমান্তে মূল পিলারের ১ নম্বর সাবপিলার এলাকা দিয়ে বাংলাদেশে ফিরছিলেন চার যুবক। তখন ভারতের অভ্যন্তরের ২০০ গজ ভেতরে ১৮৪ মুকেশ বিএসএফ ক্যাম্পের টহল দল তাঁদের আটক করে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। যত দ্রুত সম্ভব তাঁদের ফেরত আনার চেষ্টা চলছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভারত যেভাবে পুশইন করেছে তা ঠিক নয়: নিরাপত্তা উপদেষ্টা
সীমান্তে ভারত যেভাবে পুশইন (অবৈধ অনুপ্রবেশ) করেছে তা সঠিক প্রক্রিয়া নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাইরিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।
বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।
খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্তে ভারত থেকে সে দেশের নাগরিকসহ লোকজনকে পুশইন করার বিষয়ে জানতে চাইলে ড. খলিলুর রহমান বলেন, “আমরা প্রতিটি কেস আলাদা আলাদাভাবে নিরীক্ষণ করছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমাদের দেশের নাগরিক যদি কেউ হয়ে থাকেন, আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে তাদের আমরা গ্রহণ করব। তবে, এটা ফরমাল চ্যানেলে হতে হবে। এভাবে পুশইন করাটা সঠিক প্রক্রিয়া নয়।”
আরো পড়ুন:
ভারতের সঙ্গে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা রয়েছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ভারত-পাকিস্তান কি সর্বাত্মক যুদ্ধে জড়াচ্ছে?
আরো পড়ুন: খাগড়াছড়িতে ৬৬ ভারতীয়র অনুপ্রবেশ
এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “কুড়িগ্রাম ও খাগড়াছড়ি দিয়ে কয়েকজনকে পুশইন করার যে খবর আসছে, বাংলাদেশ তা যাচাই করবে। শুধু বাংলাদেশের নাগরিক হলে আমরা নেব। বিষয়টি দিল্লিকে জানানো হয়েছে।”
পররাষ্ট্র সচিব পরিবর্তন হচ্ছে কি না জানতে চাইলে ড. খলিলুর রহমান বলেন, “সে রকম কিছু হলে তো আপনারা জানবেন।”
বুধবার খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা এবং পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিককে পুশইন করে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আরো ৪৪ জনকে পুশইন করেছে তারা।
অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬৬ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। খাগড়াছড়ি জেলা প্রশাসন জানায়, মাটিরাঙার তাইন্দং সীমান্ত দিয়ে ১৫ জন, গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন ও পানছড়ির লোগাং ইউনিয়নের রুপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জন অনুপ্রবেশ করে।
আরো পড়ুন: কুড়িগ্রাম সীমান্তে ৮ বাংলাদেশিসহ আটক ৪৪
শান্তিপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ২৭ জন নিজেদের গুজরাটের বাসিন্দা দাবি করেছেন। তাদের দাবি, গুজরাট থেকে উড়োজাহাজে করে সীমান্তে এনে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে অনুপ্রবেশ করায়। আটককৃতরা বাংলা ভাষাভাষী। একই দিন কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে আট বাংলাদেশিসহ ৪৪ জনকে আটক করা হয়।
ঢাকা/হাসান/মাসুদ