ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে।
পিএসএলে আট ম্যাচ বাকি আছে। আমিরাতের সূচি ঘোষণা করা হয়নি। নতুন করে সূচি ঘোষণা করা হবে। ম্যাচগুরো লাহোর, রাওয়ালপিন্ডি ও মুলতানে হওয়ার কথা ছিল।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও পিএসএল ফ্র্যাঞ্জাইজি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, ‘খেলোয়াড় ও স্টাফদের মানসিকভাবে স্বস্তিতে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘অতীতের মতো, আমরা আশা করি আমাদের টুর্নামেন্টের অংশীদাররা, আমাদের খেলোয়াড় এবং ভক্তদের সর্বোচ্চ স্বার্থকে এগিয়ে নিতে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যে, লিগ চলবে।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পাকিস্তানে নাহিদ ও রিশাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়া বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিসিবি। নাহিদ ও রিশাদের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রাখছে বিসিবি।
বিসিবির ভাষ্য, “গত ২৪ ঘণ্টার নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তান সুপার লিগে খেলতে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ও ভালো থাকাই এই মুহূর্তে বিসিবির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’’
আরো পড়ুন:
দীর্ঘস্থায়ী সংঘাত পাকিস্তানের অর্থনৈতিক দুর্দশাকে বাড়িয়ে দিতে পারে
ভারতের ভয়াবহ হামলার বর্ণনা দিলেন পাকিস্তান-শাসিত কাশ্মীরের বাসিন্দারা
‘‘বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে বিসিবির। বোর্ড সভাপতি ফারুক আহমেদ নিজে ঘটনার বিস্তারিত খোঁজ রাখছেন এবং তাদের নিরাপত্তা ও মানসিক শান্তি নিশ্চিত করতে পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসির ও রিশাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন।”
বিস্তারিত আসছে ...
ঢাকা/ইয়াসিন